You are viewing a single comment's thread from:

RE: বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ভাইয়া আপনি অনেক সুন্দর করে পোষ্টটি লিখেছেন। বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন,আর এই পোস্টে শিক্ষণীয় বিষয়টি ছিল উল্লেখযোগ্য বিশেষ করে আমার মত নতুনদের জন্য। আপনার কথাগুলো শতভাগ সত্যি বলছেন প্রতিটি সফল মানুষের জীবনেই পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম এর গল্প। আপনার কথাগুলোর সাথে আমার জীবনের গল্প হুবহু মিলে গেছে। আমি একসময় কর্মহীন ছিলাম। আমার এমন একটা সময় এসেছিল আমার রাত কখন গেল দিন কখন গেল আমি নিজেও বলতে পারব না শুধু কাজ নিয়ে পড়েছিলাম। এবং আমি সফল হয়েছি। হ্যাঁ ভাইয়া আপনি আরও একটি কথা বলেছিলেন বুদ্ধি খাটিয়ে কম পরিশ্রম করে ভালো কাজ করার উদাহরণটি আপনি অনেক সুন্দর করে দিয়েছেন। আমি আমার দিক থেকে বলছি আমি একজন টেকনিশিয়ান, কিন্তু দেখা গেছে যে আমি যে কাজটা একহাত দিয়ে করব, আমার সহপাঠী আরো যারা আছে তারা ১০ জনই কাজটি একসাথে করলে ও ওই একই সময় শেষ করতে পারবে না। কারণ একটাই সঠিক সময় সঠিক বুদ্ধি প্রয়োগ করতে না পারা। আমাদের সবারই উচিত ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে কম পরিশ্রম করে ভালো কাজ করা। ভাইয়া আপনার পোস্টটি থেকে অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61251.21
ETH 2951.27
USDT 1.00
SBD 2.52