বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২২ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন" এই শিরোনামে আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করব।




startup-gf0a5dc1d4_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম আমাদের জীবনে সৌভাগ্য বয়ে আনে। বড় বড় সফল সব ব্যক্তিদের জীবনী পড়লে আমরা জানতে পারি যে, তাদের আজকের এই সবকিছুই পিছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। আমরা হয়তো তাদের যশ-খ্যাতি সবকিছু দেখতে পাচ্ছি কিন্তু তাদের এই সব কিছুর পিছনে যে পরিশ্রম রয়েছে সেগুলোর প্রতি আমরা সকলেই অবগত না। আমরা শুধু তাদের বাহিরের সফলতার দিকটি দেখি। আমি মনে করি প্রত্যেক মানুষই সফল হতে পারে যদি সে পরিশ্রমে হয়। পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তনের সাহায্য করে। পরিশ্রম তাদের লক্ষ পৌঁছাতে সাহায্য করে। যে কোন কাজে সফল হতে হলে চেষ্টার পাশাপাশি পরিশ্রম করতে হবে। কিন্তু সব সময় সব ক্ষেত্রে সবকিছু কাজে আসে না। অর্থাৎ পরিশ্রম ও অর্থহীন হয়ে পড়ে যখন ভুল জায়গায় ভুল ভাবে পরিশ্রম করা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন। পরিশ্রম আমাদের জীবনে কাজে আসবে যখন আমরা সঠিক জায়গায় সঠিক ভাবে পরিশ্রম করব। ভুল জায়গায় ভুল ভাবে হাজার পরিশ্রম করার পরেও কিন্তু কিছুতেই কিছু হবে না। যদি না আমরা সঠিক জায়গায় পরিশ্রম না করি।


man-g0a4bec545_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

যেমন ধরুন একটি গাড়িকে দুজন ব্যক্তি ঠেলা দাওয়ার পারে গাড়িটিকে হাজার চেষ্টার পরেও গাড়িটিকে বর্তমান স্থান থেকে সরানো সম্ভব হচ্ছে না। কেননা একজন একপাশ থেকে ঠেলছে আর অন্যজন অপর পাশ থেকে ঠেলছে। যার ফলে গাড়িটি সামনে ও যাচ্ছে না। পিছনে ও যেতে পারছে না। অথচ দুজন ব্যক্তি চেষ্টা করছে গাড়িটিকে সরানোর জন্য। কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। অথচ গাড়িটিকে যদি দুইজন দুই পাশ থেকে না ঢেলে একপাশ থেকে ধাক্কা দিত তাহলে খুব সহজে গাড়িটিকে সরানো যেত। এবং তাদের দুজনের এত পরিশ্রম করতে হতো না। এবং তাদের পরিশ্রম বৃথা যেত না। তাই বলছি বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন। যদি বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করা হয় তবে কোনো পরিশ্রম বৃথা যাওয়া সম্ভব নয়। আর এরকম আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও সফল হতে পারেনি। কেননা তাদের পরিশ্রম গুলো ছিল অপরিকল্পিত, বুদ্ধিহীন। পরিশ্রম শুধু করলেই হবেনা সঠিক জায়গায় সঠিক ভাবে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে হবে। আর শুধু পরিশ্রম এর ক্ষেত্রে নয় জিবনে প্রতিটি কাজে বুদ্ধি খাটিয়ে করা উচিত। তা না হলে ওই কাজটি অর্থহীন হয়ে পড়বে।


business-g71e550ecf_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

অনেক সময় দেখবেন একটি কাজকে একেকজন একেকভাবে করছে। কেউ খুব কষ্ট করে খুব পরিশ্রম দিয়ে কাজটি সম্পন্ন করছে আর কেউ খুব কম পরিশ্রমে বুদ্ধি খাটিয়ে কাজটি সম্পন্ন করছে। অথচ কাজটির ফলাফল একই। যেমন ধরুন আমরা স্টিমিট লেখালেখির সময় কেউ কেউ হাতে টাইপ করে অনেক সময় নিয়ে লেখে আর কেউ খুব কম সময়ে ভয়েসের মাধ্যমে কাজটি সম্পন্ন করে। অথচ কাজের আউটফিট সবসময় একই হয়। কেউ দেখবে না যে আপনি কি সময় নিয়ে হাতে টাইপ করে লিখেছেন নাকি শর্টকাটে কম পরিশ্রমে ভয়েসের মাধ্যমে লিখেছেন। সকলে শুধু দেখবে আপনার লেখার কোয়ালিটি। এমন অনেক অনেক কাজ রয়েছে যেগুলোকে বুদ্ধি খাটিয়ে কম পরিশ্রমে সম্পন্ন করা যায়।

পরিশ্রমেঅর্থহীন হয়ে পড়ে যখন নির্বুদ্ধিতায় করি। তাই আবারও বলছি বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন। বুদ্ধিকে কাজে লাগিয়ে পরিশ্রম করা উচিত। এতে করে পরিশ্রম কখনো বিফলে যাবেনা।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বুদ্ধিখাটিয়ে পরিশ্রম করলে যে কাজে তৃপ্তি পাওয়া যায়,কিন্তু আমি ভয়েসের মাধ্যমে পোস্ট করতে পরিনাহ,,কারণ নেটের প্রবলেম এর কারনে,সব কিছুই হাতে লিখতে হয়,,,😔😔অন্য কোন বিকল্পও জানা নেই

যেকোনো কাজে সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। কিন্তু সেই পরিশ্রমটা করতে হবে সঠিক পরিকল্পনা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে। আমরা অনেক সময় পরিশ্রম করি ঠিকই, কিন্তু সেই অনুযায়ী সফলতা পাই না। কারণ, আমরা সঠিক বুদ্ধিমত্তায় কাজ করি না।

অনেক সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। এই বিষয়গুলো আমাদের সবাইকে মেনে চলে কাজ করা উচিত।

অনেক অনেক শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago (edited)

ভাইয়া আপনি অনেক সুন্দর করে পোষ্টটি লিখেছেন। বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন,আর এই পোস্টে শিক্ষণীয় বিষয়টি ছিল উল্লেখযোগ্য বিশেষ করে আমার মত নতুনদের জন্য। আপনার কথাগুলো শতভাগ সত্যি বলছেন প্রতিটি সফল মানুষের জীবনেই পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম এর গল্প। আপনার কথাগুলোর সাথে আমার জীবনের গল্প হুবহু মিলে গেছে। আমি একসময় কর্মহীন ছিলাম। আমার এমন একটা সময় এসেছিল আমার রাত কখন গেল দিন কখন গেল আমি নিজেও বলতে পারব না শুধু কাজ নিয়ে পড়েছিলাম। এবং আমি সফল হয়েছি। হ্যাঁ ভাইয়া আপনি আরও একটি কথা বলেছিলেন বুদ্ধি খাটিয়ে কম পরিশ্রম করে ভালো কাজ করার উদাহরণটি আপনি অনেক সুন্দর করে দিয়েছেন। আমি আমার দিক থেকে বলছি আমি একজন টেকনিশিয়ান, কিন্তু দেখা গেছে যে আমি যে কাজটা একহাত দিয়ে করব, আমার সহপাঠী আরো যারা আছে তারা ১০ জনই কাজটি একসাথে করলে ও ওই একই সময় শেষ করতে পারবে না। কারণ একটাই সঠিক সময় সঠিক বুদ্ধি প্রয়োগ করতে না পারা। আমাদের সবারই উচিত ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে কম পরিশ্রম করে ভালো কাজ করা। ভাইয়া আপনার পোস্টটি থেকে অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ।আপনার প্রতিটি পোস্ট আমার অনেক ভালো লাগে কারণ আপনি বাস্তবিক ও প্রত্যাহিক জীবনে কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেন। তেমনি আজকে জে পোস্ট নিয়ে আলোচনা করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের জীবনে। পরিশ্রম আসলে আমরা সবকিছুই মনে হয় বিনা পরিশ্রমে পেতে পেতে চাই কিন্তু বাস্তবিক পক্ষে বিনা পরিশ্রমে কিছু পাওয়া সম্ভব না আমরা আমাদের সফলতার সর্বোচ্চ শিখরে উঠতে চাই আমাদের থাকতে হবে অক্লান্ত পরিশ্রম করার মন-মানসিকতা ,অধ্যবসায়, লেগে থাকা এবং ঐসব বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা আরেকটি বিষয় সুন্দরভাবে তুলে ধরেছেন হচ্ছে বিশ্বের সফল ব্যক্তিদের জীবনী ।তাদের জীবন আদর্শ যদি আমরা খেয়াল করি আমরা একটি বিষয়ে ভালোভাবে বুঝতে পারি সেটা হচ্ছে তাদের পরিশ্রম। তারা সঠিক দিক নির্দেশনা মেনে কাজের নিয়মানুবর্তিতা অনুসরণ করে জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে অর্থাৎ আমাদের উচিত পরিশ্রম করা লেগে থাকা । আবার একশ্রেণীর লোক আছে যারা পরিশ্রম করে প্রচুর কিন্তু না বুঝে করে ।এই কথাটা আমিই এজন্য বললাম। অনেক সময় আমরা অনেক পরিশ্রম করি কিন্তু সফল হতে পারি না ।কেন হতে পারি না এর প্রধান কারণ আমরা সঠিকভাবে নিয়ম মেনে পরিশ্রম করি না অর্থাৎ এই আধুনিক যুগে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ভাবে । তাহলে আমরা কাঙ্খিত সফলতা অর্জন করতে পারব । বুদ্ধিহীন পরিশ্রম জাতিকে কখনোই কিছু দিতে পারে না, না পারে ব্যক্তি কে।

 3 years ago 

বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন।

এই কথাটি আমার এক ভাইয়া সবসময় বলে। ওই ভাইয়াটা মেডিকেলে পড়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওকে টেবিলে বসতে খুব কম ই দেখা যায়। তো ওকে বাসার অন্যরা বলে যে এর ওর ছেলে মেয়ে সারাদিন টেবিলে, তোকে তো টেবিলে বসতেই দেখা যায়না। তখন ভাইয়াটা বলে বুদ্ধি খাঁটিয়ে পড়তে হয়। তা না হলে এতো পড়ে লাভ নেই।
আজকে আপনার পোস্টটি পড়ে তা ই বুঝলাম।বুদ্ধি না খাঁটিয়ে কাজ করলে তা কখনো সফলতা বয়ে আনবেনা।

পরিশ্রম সবাইর ই করতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা কোনোদিন ও আসবে না কিন্তু কথা হচ্ছে পরিশ্রম এমন জায়গায় করতে হবে যেইখানে পরিশ্রম করে লাভ আছে। সেই পরিশ্রম করতে হবে বুদ্ধিকে কাজে লাগাই। আপনার লেখাটা আমার খুব ভালো লাগছে ভাই। খুব সুন্দর ভাবে লিখছেন আপনি।

ব্যর্থতা সাফল্যের স্তম্ভ। কিন্তু খেয়াল করতে হবে যে কতগুলো স্তম্ভ লেগেছে। যেকোনো বিষয়েই ভালো ফলাফল পেতে হলে আগে বুঝতে হবে যে কোন জিনিসটা কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন ভাইয়া। আসলে আমরা সবাই অনেক সময় খেয়ালই করি না যে আমরা কেন ব্যর্থ হচ্ছি। পরিশ্রম তো ঠিকই করছি কাজে আসছে না কেন। তখন আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত অন্য কোনভাবে এটা করা যায় কিনা। ধন্যবাদ ভাইয়া এমন গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দেয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন।
আপনার সাথে একাত্মতা পোষণ করছি।পরিশ্রম ছাড়া যেমন সফলতা অর্জন করা যায় না।ঠিক তেমনি বুদ্ধিহীন পরিশ্রম পান্ডুআশ্রম এর শামিল।।

সঠিক সময়ে সঠিক বুদ্ধিকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে হবে♥♥

আমি মনে করি প্রত্যেক মানুষই সফল হতে পারে যদি সে পরিশ্রমে হয়। পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তনের সাহায্য করে। পরিশ্রম তাদের লক্ষ পৌঁছাতে সাহায্য করে। যে কোন কাজে সফল হতে হলে চেষ্টার পাশাপাশি পরিশ্রম করতে হবে।

এই কথাটা একদম সত্যি কথা পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না একটা কথা আছে না যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

যদি পরিশ্রম করলেই সফল হউয়া যেতো তাহলে গাধায় বনের রাজা হত। - কথাটি কোথায় যেন পড়েছিলাম। সত্যিই যদি বুদ্ধি করে কাজ না করা হই তাহলে সেই পরিশ্রম পন্ডশ্রম হইয়ে যাই। ফল খুব ভালো আশা করা যাই না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35