You are viewing a single comment's thread from:

RE: " মূল্যহীন অথচ অমূল্য" পুরনো কিছু কয়েন।

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইয়া আপনি অনেক স্মৃতি বিজড়িত একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আর সেটি হচ্ছে অমূল্য কিছু কয়েন নিয়ে। আমি জানিনা ভাই আপনার বয়স কত আর জানার চেষ্টা করছি না আপনি 50 পয়সার ব্যবহার দেখেছেন ঠিক আছে। আমি দেখেছি পাঁচ পয়সা থেকে 25,10 এগুলোর ব্যবহার দেখেছি। বাবার দেওয়া স্মৃতি এটা সত্যি অমূল্য একটা রতন। অনেক মানুষই আছে পুরাতন জিনিসের কদর বোঝে না। অথচ প্রতিটি মানুষকেই পুরনো দিনের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। আমরা বর্তমান যুগে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার পেছনে যেভাবে ছুটছে সেই তুলনায় আমরা কি অতটা সুখী হচ্ছি। না। কারণ আগে মানুষের মধ্যে অভাব থাকলেও একজন আরেকজনের প্রতি ভালোবাসার কমতি ছিল না। আমার স্মৃতি বিজড়িত একটা জিনিস ছিল। সেটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর আমি সবার ছোট ছিলাম আঁট ভাই-বোনের মধ্যে আমি একটা ঘড়ি পেয়েছিলাম বাবার। ঘড়ি টা এখনো আমার কাছে আছে কিন্তু অযত্নে পড়ে আছে। আপনার পোষ্টটি পড়ে মনে পড়ল এবং খুবই খারাপ লাগছে যে বাবার স্মৃতি টা আমি যত্ন নিতে পারেনি যথাযথভাবে। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 87521.82
ETH 3167.30
USDT 1.00
SBD 2.78