You are viewing a single comment's thread from:
RE: "কুয়াশাছন্ন সকাল"শীতের আগমন"||২৫-১০-২০২১||১০% লাজুক খ্যাকের জন্য।
ভাইয়া আপনি অনেক সুন্দর করে শীতের সকালের বর্ণনা করেছেন। সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি ও করেছেন। আপনার ফটোগ্রাফি থেকে বুঝাই যাচ্ছে শীতের উষ্ণতা শীতের আভাস। হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন শীত পড়া শুরু হয়ে গেছে তবে এখনও তুলনামূলক অনেক কম। আর আপনার ব্রিজের ফটোগ্রাফি টা অসাধারন ছিল। শীতের সময় চা খাওয়া হয় অনেক বেশি শরিরটাকে গরম করার জন্য সাময়িকভাবে। আপনি যেহেতু সকাল-সকাল বাইকে ড্রাইভ করছেন ওই কারণে শীতের অনুভূতিটা আপনি একটু বেশি বুঝতে পেরেছেন। আপনার উপস্থাপনাটি বেশ মজাদার ছিল। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
জি ভাই এখন শীত টা অনেক কম কিন্তু অনেক সকালে বাইরে বের হলে বুঝা যায় কিছুটা শীত পড়ছে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।