"কুয়াশাছন্ন সকাল"শীতের আগমন"||২৫-১০-২০২১||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার প্রথম শীতের সকাল উপভোগ করার গল্প। প্রতিদিন সকাল সকাল উঠে কিন্তু এভাবে সকালে ঘুরে বেড়ানো হয়না সম্পর্কে তেমন অবগত ছিলাম না। সাধারণত নভেম্বর মাস থেকেই শুরু হয় শীতের ছোঁয়া বাতাসে গা শিরশির করে। কেমন যেন ঠাণ্ডা অনুভূতি সৃষ্টি হয়। এখনো নভেম্বর মাস আসতে পাঁচ-ছয় দিন দেরি আছ।


Screenshot_2021-10-25-09-18-25-02-01.jpeg


যাত্রা পথে কুয়াশাচ্ছন্ন সকাল ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


তার পরেও সকালটা কেমন যেন কুয়াশাছন্ন দেখা যায় এবং শীতের অনুভূতি অনুভব করা যায়। আমি আজকে সকাল 5:45 এ মোটরসাইকেল নিয়ে আমার এক কাকুকে আগায় দিতে আমাদের জেলা শহরে যায়। যাওয়ার সময় কিছু অনুভূতি পায় সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো।যখন বের হয়েই সবেমাত্র হালকা আলোর দেখা মিলেছে। আর চারিদিকে কেমন কুয়াশাচ্ছন্ন আর প্রচুর শীত বলা যাবেনা কিছুটা হালকা শীতের মধ্য দিয়েই মোটরসাইকেল রাইড শুরু করে। মোটরসাইকেল রাইড করলে এমনিতে শীতটা বেশি লাগে।সকালে শীতের মধ্য দিয়ে আস্তে আস্তে এগোতে থাকি আমাদের গ্রাম থেকে জেলা শহর 30 কিলোমিটার। বাইক নিয়ে জেলা শহরের যেতে 35 মিনিট সময় লেগেছিল। যাওয়ার সময় প্রচুর কুয়াশাচ্ছন্ন ছিলো।আমার চাচাকে নামায় দিয়ে আমি বাড়িতে উদ্দেশ্যে রওনা করি। যখন আমি বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি।


PXL_20211025_003233105-01.jpeg


সূর্য
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


তখন দেখি গাছপালার মাঝ দিয়ে সূর্যিমামা উঁকি দিচ্ছে লাল টুকটুকে সূর্যটা দেখে অনেক ভাল লাগছিল কুয়াশাছন্ন আকাশের একটু ফাঁকা সূর্যমামা উঁকি দিচ্ছে। সকালে সূর্য সৌন্দর্য দেখে আমি ছবি না উঠায়ে পারলাম না তাই বাইকটা সাইডে রেখে সূর্য কিছু ছবি উঠায়। সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি নিয়ে আমি আবার যাত্রা শুরু করি।


PXL_20211025_004253862-01.jpeg

IMG20211025064436_00-01.jpeg


সকালে নদীর সৌন্দর্য ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


যাত্রা পথে আসতে একটি সাধারণত এই ব্রীজ বাংলাদেশের সব জেলার লোকেরই কাজে লাগে। এটা কুষ্টিয়ার সংযোগস্থল আর আমি এই ব্রিজের উপর না দাঁড়ালে মনে হয় আমার যাত্রা পরিপূর্ণ হলো না। সকালের সৌন্দর্য রক্তিম সূর্যের সাথে নদীর আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। আর এই সৌন্দর্যটা তো কোনভাবেই মিস করা যায় না। তাই আমি ব্রীজের উপর অনেক সময় দাঁড়িয়ে থাকলাম এবং সকালের সৌন্দর্যটা উপভোগ করতে থাকলাম। তারপর আমি আবার যাত্রা শুরু করলাম। কিছু পথ অতিক্রম করার পর মনে হচ্ছিল গা টা জমে যাচ্ছে তাই ভাবলাম এই ঠান্ডা আবহাওয়ায় গরম এক কাপ চা খুব দরকার।

IMG20211025065320_00-01.jpeg


শীতের সকালে গরম চা😋।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


ঠান্ডা শরিরটাকে গরম করার জন্য এক কাপ গরম গরম চা খাওয়ার জন্য একটি চায়ের দোকানে দাঁড়ায়। তারপর এক কাপ চা খেয়ে আবার যাত্রা শুরু করি। সকালে ঠান্ডা আবহাওয়া শরীরটাকে শীতল করে দেয়। বাতাসে হিমের ছোঁয়া, গাঁ শিরশির করে। ঘাঁসের ওপর শিশির জমে থাকে । অনেকদিন পর সকালে এমন পরিবেশ দেখে মন সত্যিই ভাল হয়ে গেল। প্রাকৃতির ভিন্ন ভিন্ন ভিন্ন রূপ দেখতে আমার খুব ভালো লাগে তাই মাঝেমধ্যে ঘুরতে বের হই সকাল-বিকেল কোন কিছু ঠিক নেই। আর অনেকদিন পর সকালে সৌন্দর্যটাকে উপভোগ করতে পারলাম আপনাদের ও সকালের সৌন্দর্য উপভোগ করা দরকার যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে শীতের সকালের বর্ণনা করেছেন। সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি ও করেছেন। আপনার ফটোগ্রাফি থেকে বুঝাই যাচ্ছে শীতের উষ্ণতা শীতের আভাস। হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন শীত পড়া শুরু হয়ে গেছে তবে এখনও তুলনামূলক অনেক কম। আর আপনার ব্রিজের ফটোগ্রাফি টা অসাধারন ছিল। শীতের সময় চা খাওয়া হয় অনেক বেশি শরিরটাকে গরম করার জন্য সাময়িকভাবে। আপনি যেহেতু সকাল-সকাল বাইকে ড্রাইভ করছেন ওই কারণে শীতের অনুভূতিটা আপনি একটু বেশি বুঝতে পেরেছেন। আপনার উপস্থাপনাটি বেশ মজাদার ছিল। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

জি ভাই এখন শীত টা অনেক কম কিন্তু অনেক সকালে বাইরে বের হলে বুঝা যায় কিছুটা শীত পড়ছে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কুয়াশাছন্ন সকাল"শীতের আগমন নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন আপনি।সুন্দর ফটোগ্রাফি করে সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে সূর্য্য ওঠার দৃশ্য।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ছয়ঋতুর দেশ বাংলাদেশ। এখানে ঋতুগুলো পর্যায়ক্রমে আসে যায়।শীত আসবে আবার চলেও যাবে,তারপর গরম আসবে।এভাবে চলে।
অনেক লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শীতের আগমন,কিছুটা আনন্দময়, আর অনেকের জন্য দুখের সময়। অনেক সুন্দরভাবে আপনি শীতের সকালের বর্ণনা দিয়েছেন ভাইয়া। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

শীত বুঝি এসেই গেলো বাইক রাইডিং করলে এখন খুবই শীত অনুভুত হয়। আপনার সুন্দর একটি শীতের সকাল নিয়ে দারুন গুছিয়ে লিখেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনার পোস্ট দেখে মনে হচ্ছে শীত চলে এসেছে।ভোর বেলায় ঘুম থেকে উঠা হয় না বলে শীতের অনুভূতি অনুভব করা হয় না। ঠান্ডা বাতাসে সকালের ফাঁকা রাস্তায় বাইক চালানো এক অন্যরকম অভিজ্ঞতা। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শুভ কামনা 💚❤️

 3 years ago 

এভাবে শীতের সকালে রাস্তায় বসে তাও আবার একদম জনমানবহীন একটি রাস্তায় বসে চা খাওয়ার মজাটা যে কত বেশি আনন্দের তা আমি একটু হলেও টের পাচ্ছি। যদিও আমার খুব একটা এক্সপেরিয়েন্স নেই এসব সম্পর্কে। আর আপনার ছবি তোলা গুলো আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে। সকালের স্নিগ্ধ একটা আলো আপনার ছবিতে প্রকাশ পাচ্ছে যা সত্যিই মনমুগ্ধকর, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু।

শীতকাল বুঝি চলেই এলো যাইহোক অনেক ভালো একটা সময় কাটিয়েছেন, শুভকামনা রইল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.034
BTC 89803.98
ETH 3102.93
USDT 1.00
SBD 2.81