You are viewing a single comment's thread from:

RE: বাংলা মুভি রিভিউ: ছোট বউ

in আমার বাংলা ব্লগ3 years ago

এই মুভিটা আমিও দেখেছিলাম। পারিবারিক মুভি হিসেবে খুবই সুন্দর এবং কি খুবই আকর্ষণীয় ছিল এই মুভিটা। এই মুভিটা তে অঞ্জন চৌধুরী পারিবারিক গৃহে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং কেউ নেই এই মুভিতে সফলও হয়েছেন। সত্যি কথা বলতে কি আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটছে। কিছু কিছু শাশুড়ি আছে তারা অন্যের মেয়েকে মনে করে বউ।নিজের মেয়ে নয় আর নিজের মেয়ে তো মেয়েই দোষ করলেও মেয়ে তার গুণকীর্তন শেষ নেই। এই মুভিটা তে আমাদের গ্রাম বাংলা যা হচ্ছে তার সবকিছু তুলে ধরেছেন অঞ্জন চৌধুরী। একটা কথা আছে কয়লা ধুলে ময়লা যায় না। ঠিক তেমনি কিছু মানুষের ভেতরে এত বেশি ময়লা যা হাজার চেষ্টা করলেও পরিষ্কার করা যায় না। অর্থহীন লোকের ব্যর্থ জীবনটা আমরা কম বেশি সবাই জানি। শশুরের যে পেনশনের টাকা সেই টাকা অনারি খরোচ হয়না সংসার কিভাবে চলবে এ কারণে সেই মূল্য হীন হয়ে পড়েছে। বড় বউ বলেন আর বড় ছেলে বলেন সংসারের তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়। আসলে কি তারা গাধা এতই বোকা না ঠিক নয়। তারা সবকিছু জেনে বুঝেও সংসারের ঘানি টানে সংসারের একটু সুখ শান্তির জন্য। তাদের মধ্যে ভালোবাসা থাকে সীমাহীন। আপনি অনেক সুন্দর করে মুভিটা রিভিউ করেছেন এটা বলা বাহুল্য। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। আমাদেরকে এত সুন্দর করে মুভি রিভিউ দেওয়ার জন্য ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Sort:  
 3 years ago 

এইরকম আরো অনেকগুলো পারিবারিক মুভি আছে এবং প্রত্যেকটাই আকর্ষণীয় আর শিক্ষণীয়। সবগুলোতে অঞ্জন চৌধুরী পারিপার্শ্বিক সমাজের বাস্তবতাকে একটা উদাহরণস্বরূপ তুলে ধরেছে। বর্তমানে প্রায় পরিবারে এইগুলো হয়ে থাকে। অনেক সৎ মা আছেন যারা এই বিষয়টাকে আঁকড়ে ধরে বসে থাকে অন্যের ছেলে বা মেয়েকে আপন করে নিতে পারে না। আপনি পুরো মুভির রিভিউটি পড়ে সুন্দর একটা মন্তব্য করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48