টিউটোরিয়াল : UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্টে কি ভাবে স্টিম ডেলিগেট করে উইকলি ক্রিপ্টো টোকেন আর্ন করবেনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


আপনারা সবাই ইতিমধ্যে UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্ট সম্পর্কে নিশ্চয়ই জেনে গিয়েছেন । যদি এখনো এ ব্যাপারে না জেনে থাকেন তো এখন থেকে বিস্তারিত জেনে নিন ।
[ক্লিক করুন এখানে]

আসলে এটা এমনই একটা অটোমোটেড স্টিম ডেলিগেশন প্রজেক্ট যেখানে আপনি আপনার স্টিম পাওয়ার ডেলিগেট করে ইথেরিয়াম ব্লকচেইনের মাধ্যমে ETH, BTC, USDT প্রভৃতি পপুলার ক্রিপ্টো কারেন্সী আর্ন করতে পারবেন । এটা একদমই একটা ১০০% প্রিন্সিপাল রিস্ক ফ্রী ইনভেস্টমেন্ট অপশন । কারণ, এখানে আপনি upvu-কে লিকুইড কোনো steem দিচ্ছেন না, শুধুমাত্র পাওয়ার ডেলিগেট করছেন । তাই আপনার ইনভেস্টেড steem এর কোনো রিস্ক নেই । তবে, স্টিমের দাম ওঠা নামার জন্য আপনার প্রিন্সিপাল ওঠা নামা করবে । কিন্তু, আপনার ইনভেস্টেড এমাউন্ট স্টিম সেম থাকবে ।

upvu শুধু আপনার ডেলিগেটেড পাওয়ারকে কাজে লাগিয়ে প্রত্যেক সপ্তাহে অথর ও কিউরেশন রিওয়ার্ড যেটা পাওয়া যাবে সেটাকে আপনার কাঙ্খিত ক্রিপ্টো টোকেনে আপনাকে প্রদান করবে । তাই এই সম্পূর্ণ রিস্ক ফ্রি অটোমোটেড ইনভেস্টমেন্ট সিস্টেমটি কাজে লাগিয়ে আপনি প্রত্যেক সপ্তাহে ETH, BTC, USDT প্রভৃতি পপুলার ক্রিপ্টো কারেন্সী আর্ন করতে পারবেন ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি । বুঝতে কোথাও প্রব্লেম হলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন ।


০১. প্রথমে https://upvu.org তে ঢুকে আপনার স্টিমিট একাউন্টটি লগইন করুন পোস্টিং কী দিয়ে । এরপরে ওয়ালেটে নেভিগেট করে EARN ট্যাবে ক্লিক করুন ।


০২. এই পেজে আপনি metamask address connect বাটনে ক্লিক করুন । একটা পপ আপ স্ক্রিন শো হবে যদি আপনার metamask এক্সটেনশনটি অলরেডি ইনস্টল করা থাকে । যদি না থাকে তো ক্রোম ওয়েবস্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন । তারপরে আপনার প্রথম ইথারিয়াম এডড্রেসটি create করে নেটওয়ার্ক "Arbitrum One" অ্যাড করে নিন ।


০৩. এরপরে metamask এ লগইন করে নেটওয়ার্কটি "Arbitrum One"-এ সুইচ করে নিন । যদি "Arbitrum One" অ্যাড করা না থাকে তো প্রথমে Add Network এ ক্লিক করে অ্যাড করে নিন ।


০৪. upvu-র metamask address connect বাটনে ক্লিক করার পরে এই ধাপটি হলো আপনার "Arbitrum One" নেটওয়ার্কের ETH এডড্রেসটি কানেক্ট করা । নিচের স্ক্রিনশটটির মতো একটি পপ আপ পেজ লোড হবে । আপনি কানেক্ট করতে এগ্রি করে NEXT বাটনে ক্লিক করুন ।


০৫. কানেকশন সাকসেসফুল হলে নিচের স্ক্রিনশটের মতো আপনার ওয়ালেটে metamask address টি অ্যাড হয়ে যাবে এবং connected লেখা শো করবে । Save বাটনে ক্লিক করে আপনার metamask address টি সেভ করে নিন ।


০৬. এবার ইনভেস্টমেন্ট এর পালা । Deposit SP এর নিচের ড্রপডাউন থেকে ETH সিলেক্ট করে delegation বাটনে ক্লিক করুন । একটা পপ আপ স্ক্রিন শো হবে । সেখানে Amount এর ঘরে আপনি কত স্টিম ডেলিগেট করতে চান সেই এমাউন্টটি লিখুন । লাস্টে Next বাটনে ক্লিক করুন । মনে রাখবেন মিনিমাম ডেলিগেশন এমাউন্ট ১০০০ স্টিম পাওয়ার ।


০৭. এরপরে আপনাকে একটা কনফার্মেশন স্ক্রিন শো করবে নিচের স্ক্রিনশটটির মতো । সব আরেকবার রিভিউ করুন । সব কিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন ।


০৮. এইবার ট্রানসাকশান অথোরাইজেশন এর পালা । আপনার active key দিয়ে ট্রানসাকশানটি approve করুন ।


০৯. ট্রানসাকশান approved হওয়ার পরে নিচের স্ক্রিনশটের মতো একটা মেসেজ শো করবে যে আপনার ডেলিগেশন সাকসেসফুল । Finish বাটনে ক্লিক করুন ।

**
১০. ইনভেস্টমেন্ট সাকসেসফুল । ডেলিগেশন এর সাত দিনের মধ্যে আনডেলিগেট করলে কোনো আর্নিং হবে না । আর আপনার ইনকামের হিস্ট্রি আপনি দেখতে পাবেন ডেলিগেশন এর সাত দিন পর থেকে । আর আপনার আর্নিংসটাও উইথড্র করতে পারবেন প্রত্যেক সপ্তাহে একবার ।


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩

টাস্ক ১৮৮ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 8c1a49e134d805b4efb03b190a870cea42d257e728322c8f98f6e32a2c7e4e25

টাস্ক ১৮৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Thank you very much for introducing the tutorial of UPVU Earn service to bangla community! We will do our best to support a more diverse crypto portfolio ASAP!

 2 years ago 

I think this auto DCA earning system has a huge potentiality to grow Steemit more & more. Thank you for gifting us such a very good project. Me & my team are now planning to promote it & also we are preparing to invest day by day.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

এ ধরণের সুন্দর সুন্দর ইনভেস্টমেন্ট প্রজেক্ট স্টিমিটকে আরো সক্রিয় ও আকর্ষণীয় করে তুলবে বলেই আমার বিশ্বাস।এতে ইনভেস্টররাও আকর্ষিত হবে।আর আপনার কারণে এখন সাধারণ ইউজার কিংবা আমরা সহজেই সম্পূর্ণ নিয়মটি জানতে পারলাম এটা ভালো লেগেছে দাদা।ধন্যবাদ।

 2 years ago 

@upvu team সত্যিই অসাধারণ কাজ করেছেন। steem কে এগিয়ে নেওয়ার জন্য এইরকম আরো ইনভেস্টমেন্ট প্রজেক্ট দরকার। আপনার টিউটোরিয়াল টি একেবারে সহজ সাবলীল ভাবে দিয়েছেন যে কেউ ই বুজতে পারবে।

 2 years ago 

এটি খুবই চমৎকার একটি বিষয়। এ ধরনের ইনভেস্টমেন্ট প্রজেক্ট স্টিমকে আরো সক্রিয় করবে। আর স্টিমকে এগিয়ে নেয়ার জন্য এ ধরনের ইনভেস্টমেন্ট প্রজেক্ট অনেক দরকারও আছে। আপনি খুব সুন্দর ভাবে এ সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন দাদা। এর মধ্য দিয়ে সবাই অনেক উপকৃত হবে। আমরা যারা সাধারণ ইউজার আছি তারা এখান থেকে কিছু ইনভেস্ট এর মাধ্যমে আয় করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 2 years ago 

খুব সুন্দর একটি ইনভেস্টমেন্ট প্রজেক্ট স্টিমিটে তৈরি করা হয়েছে ৷ আপনার টিউটোরিয়াল থেকে অনেক কিছু জানতে এবং বুঝতে পারলাম ৷ অনেক সুন্দর ভাবে বিষয়টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ৷ সত্যিই দারুণ একটি প্রজেক্ট স্টিমিটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ৷

 2 years ago 

এই ইনভেস্টমেন্ট প্রজেক্ট স্টিমিটকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। আশা করছি স্টিমিট খুব শীঘ্রই সফলতা অর্জন করবে। দাদা আপনি এত সুন্দর ভাবে প্রতিটি প্রসেস তুলে ধরেছেন দেখে যে কেউ এই কাজগুলো সম্পন্ন করতে পারবে। আপনার শেয়ার করা টিউটোরিয়ালটি সত্যি দারুন ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

দাদা UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্ট সম্পর্কে খুব সুন্দর একটি টিউটোরিয়াল আমাদের মাঝে শেয়ার করলেন। এমন আর্টিং প্রজেক্ট থাকলে আমাদের এই প্লাটফর্মে মেম্বার অনেক বেড়ে যাবে। সবাই আগ্রহ নিয়ে কাজ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

স্টিমিটকে এগিয়ে নিয়ে যাবার জন্য এধরনের প্রজেক্ট সত্যিই খুব দরকার। আপনার এই পোস্টের মাধ্যমে যেকেউ খুব সহজেই ওখানে স্টিম পাওয়ার ডেলিগেশন করার মাধ্যমে ইনকাম করতে পারবে। ধন্যবাদ ভাই এই চমৎকার টিউটোরিয়াল পোস্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58106.16
ETH 2286.45
USDT 1.00
SBD 2.56