আলিপুর জুওলজিক্যাল গার্ডেনসে একটি বিকেল কাটানো

in আমার বাংলা ব্লগ3 years ago

১৪ তারিখ বিকেল বেলা আমরা সবাই গিয়েছিলাম কলকাতার আলিপুর জুওলজিক্যাল গার্ডেন্স এ । টিনটিন বাবুর জন্যই মূলতঃ গিয়েছিলাম আমরা । ভীষণ এনজয় করেছে এই দিনটি আমাদের টিনটিনবাবু । বাঘ দেখে দারুন খুশি হয়েছিল টিনটিনবাবু । আর খুশি হয়েছিল হরেক রকমের পাখি দেখে ।

ভীষণ আনন্দে কেটেছিল দিনটি তার । তার খুশিই আমাদের সবার খুশি । আমাদের টিনটিন বাবুর খুশির সেই দিনটির কিছু মুহূর্ত তাই আপনাদের সাথে আজকে ভাগ করে নিলাম ।


IMG_20211214_142803.jpg

IMG_20211214_142812.jpg

IMG_20211214_142815.jpg

IMG_20211214_142826.jpg


চিড়িয়াখানায় জেব্রা । সদায় কালোয় ক্রস ব্যান্ড পরা ঘোড়া সদৃশ জেব্রা দেখতে ভীষণ ভালো লাগে ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_143447.jpg

IMG_20211214_143459.jpg


কাঁকর হরিণ । বার্কিং ডিয়ার নামেই এগুলি বেশি পরিচিত । এরা অনেকটা কুকুরের মতো ডাকে, সেই জন্যই এদেরকে বলে barking dear ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_143934.jpg

IMG_20211214_143949.jpg


Southern cassowary, এই পাখি গুলি ভয়ঙ্কর সুন্দর দেখতে । 'ভয়ঙ্কর' কথাটি এই জন্য বললাম যে এদের দেখতে প্রাগৈতিহাসিক পাখিদের মতোই দেখায় ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_144139.jpg

IMG_20211214_144146.jpg


সুন্দরবনের চিত্রল হরিণ । গেরুয়া রঙের উপরে সাদা সাদা ফোঁটা কাটা, মিষ্টি দেখতে চিত্রল বা চিতল হরিণ
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_145832.jpg

IMG_20211214_145849.jpg


মহাবিপন্ন কুমির প্রজাতি "ঘড়িয়াল" । এদের আরেকটা নাম হলো মেছো কুমির । মুখটি অনেক সরু, তাই মাছ ছাড়া আর কিছুই খেতে পারে না । নিরীহ এই কুমির প্রজাতিটি এখন একেবারেই রেয়ার ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_150742.jpg


মিষ্টি জলের কুমির । এগুলোও এখন মহাবিপন্ন । এক সময় মিষ্টিজলের পুকুর, দীঘি, খাল-বিলে প্রচুর পাওয়া যেত ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_151122.jpg

IMG_20211214_151143.jpg


চিড়িয়াখানায় আমার একটা সেলফি
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_153523.jpg

IMG_20211214_153525.jpg


সাদা বাঘ । বড়সড় ছিল এই এলবিনো রয়েল বেঙ্গল টাইগারটি । দেখতে দারুন ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_153904.jpg

IMG_20211214_153907.jpg

IMG_20211214_153913.jpg

IMG_20211214_153918.jpg

IMG_20211214_153922.jpg


সুন্দরবনের রাজা । দি রয়েল বেঙ্গল টাইগার । সত্যি রাজকীয় চেহারা ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211214_160812.jpg


ভারতীয় অরণ্যের শ্লথ বিয়ার । এটাই আমাদের দেশি ভাল্লুক ।
আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


সাদা বাঘের একটা ভিডিও

Sort:  
 3 years ago 

দাদা আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা দিনের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশাকরি আপনার পরিবারের সকল সদস্যদের কে নিয়ে আজকের এই দিন টা অনেক সুন্দর ভাবে কাটাতে পেরেছেন। আমার কাছে একটা জিনিস জানার কৌতূহল ছিল দাদা আজকের দিনের টিনটিন বাবু কেমন মজা পেয়েছে সেটি। কেননা প্রত্যেকটি ছোট বাচ্চা পশুপাখি দেখে অনেক আনন্দ পাই।

অসাধারণ একটি সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দাদা। চিড়িয়াখানার অনেকগুলো প্রাণীর ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার বাঘের ভিডিও টি অসাধারণ ছিল। সত্যি অনেক ভালো লাগলো আপনার সুন্দর সময় টি কাটানো দেখে। ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। এবং শেয়ার করে আমাদের কেউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য। শুভকামনা এবং ভালোবাসা রইলো।

 3 years ago 

ওয়াও দাদা কি চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছেন আজকে চিড়িয়াখানার মধ্য দিয়ে আর বাঘটি ও দেখতে খুব চমৎকার সুন্দর ধন্যবাদ দাদা এরকম একটি বাঘের দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আলিপুর জুওলজিক্যাল গার্ডেনসে অনেক সুন্দর বিকেল কাটিয়েছেন দাদা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আর শেষে সাদা বাঘের ভিডিও দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

দাদা আলিপুর জুওলজিক্যাল গার্ডেনসে বিকেল বেলার সুন্দর একটি সময় কাটিয়েছেন, আর খুবই ভালো লাগছে যে বাঘ দেখে টিনটিন বাবু খুবই খুশি হয়েছিল। আমি তো ভেবেছিলাম ভয় পাবে, কিন্তু বাঘ ও পাখি দেখে টিনটিন বাবু খুবই খুশি হয়েছিল। টিনটিন বাবুর খুশি মানে আপনাদের খুশি। সেদিন আপনি খুবই আনন্দের সাথে দিনটি কাটিয়েছেন। আর আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। আর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জুলজিক্যাল গার্ডেন, তিরুবনন্তপুরম
তিরুবনন্তপুরম চিড়িয়াখানা হল ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা যা এখনও মন্দিরের শহর তিরুবনন্তপুরমের মূল এলাকায় তার আসল জায়গায় অবস্থিত। একইভাবে জাদুঘর এবং বোটানিক্যাল গার্ডেন দেশের মধ্যে প্রাচীনতম। স্বাথি তিরুনাল মহারাজা (1816-1846), একজন বিখ্যাত রাজা এবং সঙ্গীত সুরকার যিনি 1830-1846 সাল পর্যন্ত ত্রাভাঙ্কোর শাসন করেছিলেন, তিরুবনন্তপুরম যাদুঘর এবং চিড়িয়াখানা প্রতিষ্ঠার কল্পনা করেছিলেন। তার ঘোড়সওয়ার প্রজনন কেন্দ্রে হাতি সহ জন্তুর চমৎকার সংগ্রহ ছিল। ত্রিভান্দ্রাম আস্তাবলে তিনি একটি চিড়িয়াখানা তৈরি করেন এবং তাতে বাঘ, চিতাবাঘ, চিতা, হরিণ, ভাল্লুক এবং সিংহ পালন করেন। এই চিড়িয়াখানাটি তার ভাই উট্রাম তিরুনাল মার্থান্ডা ভার্মার তত্ত্বাবধানে এবং তারপরে ব্রিটিশ রেসিডেন্ট জেনারেল ক্যালেনের হাতে আসে যার ফলে তিরুবনন্তপুরমে একটি যাদুঘর এবং চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। ত্রাভাঙ্কোরের মহারাজার পৃষ্ঠপোষকতায়, 1855 সালে জেনারেল কালেনকে এর চেয়ারম্যান, ইলিয়া রাজাকে এর ভাইস-প্রেসিডেন্ট এবং মিঃ অ্যালেন ব্রাউনকে সেক্রেটারি এবং মিউজিয়ামের পরিচালক হিসাবে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছিল। যাদুঘরটি 1857 সালের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু এই জাদুঘরটি খুব বেশি মানুষকে আকৃষ্ট করতে পারেনি এবং তাই 1859 সালে একটি চিড়িয়াখানা এবং একটি পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল।

এই জুওলজিক্যাল গার্ডেনটি তার অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং ঘন সবুজের জন্য ভারতে অনন্য। লম্বা গাছের জাঁকজমক, লম্বা বাঁশ, সবুজ ল্যান্ডস্কেপ এটিকে একটি অনন্য গন্তব্য করে তোলে যা দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর চিড়িয়াখানার মধ্যে স্থান করে নেয়। 36 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এই চিড়িয়াখানাটি তিরুবনন্তপুরমের মানুষের জন্য তাজা বাতাসের একটি চমৎকার উৎস এবং কেরালার বাইরে এবং বিদেশ থেকে আসা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন ও বিনোদনের গন্তব্য। কেন্দ্রও।

thank you for appreciating and encouragement, and kindly upvote in my profile https://steemit.com/@mamraj2020/posts

দাদা প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা প্রাণীগুলোর। ভিডিওটা অনেক ভালো লাগলো একটা সাদা বাঘের উপর। অনেকদিন যাব তো এসব প্রাণী কাছ থেকে দেখি না। শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদা অবিরাম।

 3 years ago 

জুওলজিক্যাল গার্ডেনসে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো দাদা। একটি বিকেলে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। কাঁকর হরিণ এর আগে আমি কখনও দেখিনি। যদিও আমি ছোটবেলা থেকে বিভিন্ন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছি। কিন্তু কাঁকর হরিণ আমি কখনো দেখিনি। নতুন কিছু প্রাণীর সাথে পরিচিত হলাম আজকে। আপনার সেলফি দেখে অনেক ভালো লাগলো দাদা। আমাদের মিষ্টি টিনটিন বাবু নিশ্চয়ই অনেক উপভোগ করেছে এই মুহূর্তগুলো। কারণ টিনটিন বাবু বেড়াতে গেলে খুবই খুশি হয়। শুধুমাত্র টিনটিন বাবু নয় প্রতিটি ছোট বাচ্চা বেড়াতে গেলে অনেক আনন্দ পায়। চার দেয়ালের মাঝে বন্ধ থাকতে ছোটদের ভালো লাগেনা। টিনটিন বাবু অনেক খুশি হয়েছে মনে হয়। আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও টিনটিন বাবুর কথা চিন্তা করে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন এটা জেনে অনেক ভালো লাগলো দাদা। শত ব্যস্ততার মাঝেও নিজের পরিবারকে সময় দেওয়া উচিত। দাদা আপনার কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন এবং দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল দাদা।

 3 years ago 

দাদা, জুওলজিকাল গার্ডেনে যে আপনি সুন্দর সময় কাটিয়েছেন সেইটা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে। সত্যি বলতে আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল আজকে পোস্টের মাধ্যমে আপনাকে দেখার সৌভাগ্য হলো। প্রতিটি ছবি অনেক সুন্দর ছিল জীবন্ত প্রানী। বিশেষ করে সাদা বাঘের ভিডিও দেখলাম। আমি আগে কখনো সাদা বাঘ দেখিনি। আজকেই প্রথম দেখা হলো। আপনি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। এটাই দোয়া করি সব সময় নিজের পরিবার নিয়ে সুন্দর মুহুর্ত কাটাবেন। আপনার জন্য মন থেকে শুভকামনা রইলো। টিনটিন বাবুর জন্য আমার ভালোবাসা রইলো 💞

 3 years ago 

বাহ্ দাদা আপনার কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে উপস্থাপনা করে খবই ভালো করেছেন। আর দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33