"দি জাঙ্গল" - আমার একটি ডিজিটাল বিমূর্ত চিত্রকর্ম (My Original Digital Abstract Art - "The Jungle")

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Abstract_Art_The_Jungle.png

দি জাঙ্গল (The Jungle)

কয়েকদিন ধরেই লক্ষ্য করছি "আমার বাংলা ব্লগ"-এ অনেকেই তাঁদের আর্ট-ওয়ার্ক পোস্ট করছেন । দেখে খুবই ভালো লেগেছে আমার । আমি নিজেই একজন শিল্প, সাহিত্য, আর্ট এসবের ভীষণ অনুরাগী । বিশেষ করে বিমূর্ত চিত্রকর্ম (Abstract Art) আমার দারুন লাগে । তো আজ ভাবলাম একটা আর্ট করেই ফেলি । বিকাল নাগাদ আমার Vaio জাপানিজ ল্যাপটপ টা আর ডিজিটাল আর্ট পেন টা নিয়ে বসে গেলাম । ৪ ঘন্টা পরিশ্রমের ফসল তা নিচে দিলাম । মোটামুটি হয়েছে ।

আর্ট দু'রকমের হয় । ফাইন আর্ট আর অ্যাবস্ট্রাক্ট আর্ট । ফাইন আর্ট হলো জাগতিক যে কেন বস্তু, প্রাণী বা পরিবেশকে হুবহু আর্টের রূপ দেয়া আর বিমূর্ত বা abstract আর্ট হলো বিভিন্ন রঙের এমন কম্পোজিশন তৈরী করা যাতে জাগতিক কোনো কিছুর সাথে হুবহু দৃশ্যমান মিল না থাকে কিন্তু কল্পনায় অনেক কিছুই বোঝা যেতে পারে । যেমন ধরুন এই ছবিটি - "ঘন সবুজ গাছপালার মাঝে শ্বাপদের চোখ জ্বলজ্বল করছে" এটা একটা অরণ্যের রূপক বোঝানো হয়েছে । তাই ছবিটির নাম "The Jungle" । এই ছবিতে জাগতিক অরণ্যের কোনোরূপ মিল খুঁজে পাওয়া যাবে না । কিন্তু কল্পনায় দারুন দেখা যাবে - "শ্বাপদসঙ্কুল ঘন অরণ্য" ।

কয়েকটা ষ্টেপের ধারাবাহিক ছবি নিচে আপনাদের সাথে শেয়ার করলাম -

আঁকার সরঞ্জাম

IMG_20210702_163518.jpg

Vaio Laptop এবং Digital Art Pen

ধাপ-০১

IMG_20210702_170647.jpg

প্রথমে স্কেচ করে নিলাম, আউটলাইন গুলি green colour এর পেন্সিলে একটু মোটা করে নিলাম

ধাপ-০২

IMG_20210702_171152.jpg

গাছের পাতাগুলো সবুজ রঙে একটু ব্রাশ বুলিয়ে ঘন করে নিলাম

ধাপ-০৩

IMG_20210702_171414.jpg

গাছের পাতাগুলো সবুজ রঙে রাঙানো শেষ, এই বার কয়েকটি বুনো হলদে রঙের লতা যোগ করলাম

ধাপ-০৪

IMG_20210702_171846.jpg

ব্যাকগ্রাউন্ড হালকা হলদু রঙে রাঙানো শুরু করলাম

ধাপ-০৫

IMG_20210702_173104.jpg

অরণ্যের ব্যাকগ্রাউন্ড হালকা হলুদ রঙে রাঙানো শেষ

ধাপ-০৬

IMG_20210702_174415.jpg

নিচের দিকে কয়েকটি লাল রঙের ফুলের ঝোপ যোগ করলাম, সাথে হলদে-সবুজ রঙের কিছু মিক্সড ব্রাশ স্ট্রোক করলাম ছবির সর্বত্র

ধাপ-০৭

IMG_20210702_180348.jpg

গাছপালা, লতাপাতার ফাঁকে একটা বুনো শ্বাপদের চোখ যোগ করলাম

ধাপ-০৮

IMG_20210702_181530.jpg

আরো কিছু ব্রাশ স্ট্রোক করলাম, চোখের ব্যাকগ্রাউন্ড আরো একটু সবুজ করলাম

ধাপ-০৯

IMG_20210702_191030.jpg

ফাইনাল টাচ দিলাম, আর কিছু ভিজ্যুয়াল ইফেক্ট অ্যাড করলাম বেশ সময় নিয়ে

ফাইনাল আউটপুট

Abstract_Art_The_Jungle.png

Abstract_Art_The_Jungle.png

Abstract_Art_The_Jungle_01.png

Abstract_Art_The_Jungle_02.png

Abstract_Art_The_Jungle_03.png

Abstract_Art_The_Jungle_04.png

Abstract_Art_The_Jungle_05.png

Abstract_Art_The_Jungle_06.png

------------অনেক ধন্যবাদ------------

Sort:  
Loading...
 3 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে

 3 years ago 

ধন্যবাদ তোমাকে সিদ্ধার্থ

অসাধারণ আর্ট করেছেন দাদা

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

আকার দৃষ্টিভঙ্গি তো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সব থেকে ভালো লেগেছে ধাপের পর ধাপ আকার দৃশ্য গুলো।
এককথায় অতীব সুন্দর

ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

ধাপ গুলো দিয়েছি আসলে ভেরিফিকেশন এর জন্য ।
আপনাকেও ধন্যবাদ :)

ও সুন্দর

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ :)

 3 years ago 

প্রযুক্তির কারণে আসলে এখন সবই সম্ভব হয়েছে ।যাইহোক আপনি অনেক সুন্দর এঁকেছেন ডিজিটাল আর্টটা। যাইহোক এটা একটা আলাদা সৌন্দর্য বহন করছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিজিটাল আর্ট ও করি আবার রং তুলি দিয়েও করি । বাচ্চাটা এত দুরুন্ত যে এখন রং তুলি ধরতে পারি না । তাই এই ডিজিটাল আর্ট নিয়েই আছি শুধু এখন ।
অনেক ধন্যবাদ :)

 3 years ago 

খুব ভাল ছবি হয়েছে। এটার NFT করা যাই। অনেকের পছন্দ হবে।

 3 years ago 

NFT এখনো শুরু করিনি , OpenSea তে একাউন্ট আছে , but এখনো কোনো NFT আর্ট মিন্ট করিনি ।

জাযাকাল্লাহ ❤️

 3 years ago 

থ্যাংক ইউ :)

 3 years ago 

অ্যাবস্ট্রাক্ট আর্ট আমি একেবারেই বুঝিনা। এটা দিয়ে কি বুঝানো হয়েছে আমি একেবারেই বুঝতে পারিনা। তবে এই প্রথম অ্যাবস্ট্রাক্ট আর্ট তৈরি হওয়া দেখলাম। কাজটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি যে একজন অত্যন্ত দক্ষ আর্টিস্ট সেটার প্রমান আপনার কাজ থেকেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আর্ট দু'রকমের হয় । ফাইন আর্ট আর অ্যাবস্ট্রাক্ট আর্ট । ফাইন আর্ট হলো জাগতিক যে কেন বস্তু, প্রাণী বা পরিবেশকে হুবহু আর্টের রূপ দেয়া আর বিমূর্ত বা abstract আর্ট হলো বিভিন্ন রঙের এমন কম্পোজিশন তৈরী করা যাতে জাগতিক কোনো কিছুর সাথে হুবহু দৃশ্যমান মিল না থাকে কিন্তু কল্পনায় অনেক কিছুই বোঝা যেতে পারে । যেমন ধরুন এই ছবিটি - "ঘন সবুজ গাছপালার মাঝে শ্বাপদের চোখ জ্বলজ্বল করছে" এটা একটা অরণ্যের রূপক বোঝানো হয়েছে । তাই ছবিটির নাম "The Jungle" । এই ছবিতে জাগতিক অরণ্যের কোনোরূপ মিল খুঁজে পাওয়া যাবে না । কিন্তু কল্পনায় দারুন দেখা যাবে - "শ্বাপদসঙ্কুল ঘন অরণ্য" ।

বাংলা উইকিপিডিয়াতে আরো বিস্তারিত পাবেন - https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4_%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

যাই হোক নতুনদের abstract art সম্বন্ধে বোঝার সুবিধার্থে আমি এই লেখাটি মূল পোস্টে যোগ করে দিচ্ছি ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা। আজ আপনার মাধ্যমে নতুন একটা জিনিস সম্বন্ধে জানতে পারলাম। আশা করি অন্যরাও জানতে পারবে অ্যাবস্ট্রাক্ট আর্ট সম্বন্ধে। কারণ বেশিরভাগ সাধারণ মানুষই অ্যাবস্ট্রাক্ট আর্ট সম্বন্ধে কিছু জানেনা।

 3 years ago 

দাদা ছবিটি চমৎকার হয়েছে।ছবির ভিতরে অনেক গভীরতা লুকানো এবং চোখটি অবিকল জীবন্ত বলে আমার মনে হচ্ছে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

ছবিটির প্রশংসা করার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ :)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60754.63
ETH 2349.52
USDT 1.00
SBD 2.53