একটি random ফোটোগ্রাফি পোস্ট
কি যে পোস্ট করবো কিছুই বুঝতে পারছি না । আজকে হঠাৎই সন্ধ্যা থেকে স্টিমিট এ সার্ভার ইস্যুর কারণে কিছুই করা যাচ্ছে না । পোস্ট পাবলিশ করা , ভোট দেয়া, কমেন্ট করা, ফান্ড ট্রান্সফার করা, ইন্টার্নাল মার্কেটে steem/sbd buy-sell করা, পাওয়ার আপ করা - এসবের কোনোটাই করা পসিবল হচ্ছে না ।
তাই ভাবলাম ঝটপট একটি random ফোটোগ্রাফি পোস্ট রেডি করে ফেলি । তারপরে দেখা যাবে কখন সেটা পাবলিশ করা যায় । তবে আজকে আদৌ করা যাবে না কি বুঝতে পারছি না সেটি । যাই হোক চেষ্টা করতে তো আর দোষ নেই ! কি বলেন আপনারা ?
তো চলুন ঝটপট সেরে ফেলি পোস্টটি । আমার তোলা বেশ কিছু ফটোগ্রাফ থেকে কিছু কিছু ফটোগ্রাফ বাছাই করে আজকের এই পোস্টটি । আশা করছি ফোটোগ্রাফগুলি একেবারে খারাপ লাগবে না আপনাদের ।
পার্পল প্যাশন ফ্লাওয়ার বা "রাখী ফুল"
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
হলুদ ফুলে কালো-সাদা প্রজাপতি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
শুষ্ক ধরিত্রীর বুক থেকে জলবিন্দু খোঁজার মরিয়া চেষ্টা হলুদ প্রজাপতিটির
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
সাদা জেসমিন ফুলের অসামান্য রূপ
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
সন্ধ্যাবেলায় খালের ধরে নৌকার কাছে, সুন্দরবনে
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
সাদা মেঘ আর নীলাকাশের পটভূমিকায় খেজুর গাছের ফটো
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
শালিক, নীড় বাঁধার পরিকল্পনায়
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
মাছরাঙা পাখি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ঝিলের ধারে দু'টি সাদা হাঁস
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
এই ফুলের নাম "Pride of India", অনিন্দ্যসুন্দর
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গাছের পাতায় বৃষ্টির জলবিন্দু
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
বুলবুলি পাখি
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পুরীর সমুদ্রতীরে লাল কাঁকড়া
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
কাঠঠোঁকরা পাখি
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
বক পাখি
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ফিঙে পাখি
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
হলদে কুটুম পাখি বা বেনেবৌ
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গিরগিটি
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
ঠিক বলেছেন দাদা,সত্যিই সার্ভারের সমস্যা কাল খুবই বিরক্ত করেছে ।আমিও কিছুই করতে পারছিলাম না।
প্রত্যেকটি ছবি এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা দেখে চোখ জুড়িয়ে গেল।এত কাছ থেকে শট নিয়ে ও একদম ঝকঝকে ও সুস্পষ্ট ছবি।মনে হচ্ছিল পৃথিবীর অপূর্ব সৃষ্টির সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস উপভোগ করছি।যা তার সৌন্দর্য্য, রূপ,রং দিয়ে মোহিত করে মানুষের মনকে।প্রত্যেকটি ছবি এতটাই ভালো লেগেছে যে তা থেকে সবথেকে ভালো লাগা ছবি বাছাই করা কষ্টসাধ্য।ফুল,জীব-জন্তু ,পাখি ও কীট-পতঙ্গ সবকিছুর সৌন্দর্য্য প্রকৃতিকে এক নতুন রূপে সাজিয়েছে।পাখির উড়ে যাওয়ার দৃশ্য, রস খাওয়ার দৃশ্য, গিরগিটির রং বদলের দৃশ্য ,সাদা চোখের জ্বলন্ত কাঁকড়ার দৃশ্য এবং ভালোবাসার প্রতিচ্ছবি হাস দুটির ছবি সবগুলোই অপূর্ব সুন্দর।সুন্দর ও মনমুগ্ধকর আকর্ষণীয় ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।
দাদা সত্যি করে বলছি, প্রতিটি ছবি একদম চেয়ে থেকে দেখার মত। আপনার হাতের ক্লিক গুলো সত্যিই অসাধারণ হয়। কোন ছবিটি ভাল বলবো আর কোনটা একটু কম ভালো বলব এটা নিয়ে কনফিউশনে পরে গেছি সত্যি। তবে রাখি ফুল, প্রজাপতি, সাদা হাঁস, মাছরাঙ্গা পাখি, গিরগিটি এই ছবিগুলো বারবার দেখতে ইচ্ছে করছিল। অনেক সময় ধরে ধরে দেখছিলাম।
আজকে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমার সবচাইতে ভালো ফটোগ্রাফি কোনটা নির্বাচন করতে ব্যর্থ হয়েছি। কারণ প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে সবচাইতে ভাল মনে হয়েছে। সত্যি ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে পাখির ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা পাখির ফটোগ্রাফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো।
দাদা আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। দেখে মনে হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের ফটোগ্রাফি এগুলো। গাছের পাতায় জল বিন্দু এর ফটোগ্রাফিতে একটু বেশি ভালো হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য
দাদা ছবিগুলো এককথায় অসাধারণ ♥️
ছবিগুলো বেশ দক্ষতার সাথে তুলেছেন, ভীষণ ভালো লাগলো। সার্ভার সমস্যার কারনে আমারও বেশ সমস্যা পোহাতে হয়েছে। যাক সবকিছু ঠিক হয়েছে এটা বড় ব্যাপার।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
জি দাদা সার্ভার ইস্যুতে সমস্যা হওয়ার কারণে গত রাত্রে কোন পোস্ট করতে পারি নাই। তবে আজকে আপনার পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে রাখি ফুল, হলুদ ফুলের উপর প্রজাপতির বসে থাকা, সাদা জেসমিন ফুলের ফটোগ্রাফি,Pride of India ফুল, সাদা মেঘ ও
নীল আকাশ, মাছরাঙ্গা, শালিক পাখি ও বুলবুলি পাখি, ফিঙে রাজা, হলদে কুটুম পাখি, সাদা বক পাখি এবং হলুদ রঙের প্রজাপতি ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা অতি সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।
সন্ধ্যাবেলায় খালের ধারে নৌকা বাঁধার ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে দাদা। এই ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সন্ধ্যাবেলার অপরূপ প্রকৃতির সৌন্দর্য এই ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। সন্ধ্যায় প্রকৃতি যেন আরো বেশি নতুন রূপে সেজে ওঠে। সন্ধ্যাবেলায় নদীর অপরূপ সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এছাড়া প্রজাপতির ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে বিভিন্ন পাখিদের ফটোগ্রাফি করেছেন যেগুলো সত্যি মনমুগ্ধকর। প্রতিটি ফটোগ্রাফি একদম নিখুঁত ভাবে করা। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনি আপনার এতো ব্যস্ততার মাঝেও দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন যেটা দেখে অনেক ভালো লাগে। দাদা আপনার জন্য শুভকামনা রইলো।
আর আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। শীতের সময় খাজুরের রস বান্দার আলোকচিত্র,শালিক বাসা বাঁধবে,সাদা ফুলের ফটোগ্রাফি সব মিলে এলোমেলো চিত্রগুলো সত্যি অসাধারণ ছিল।
প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রজাপতির অনেক পছন্দ করি আর দাদা আপনি অনেক সুন্দর করে প্রজাপতি 🦋 ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো
দাদা আপনি যে আলোকচিত্র গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সেগুলো প্রত্যেকটি খুবই চমৎকার। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখার পরে আমি নিজেই চিন্তা করতে পারছি না কোনটা কে সবথেকে বেশি সুন্দর বলে বিবেচনা করব কারণ প্রত্যেকটি ছবি নিজ নিজ জায়গা থেকে খুবই সুন্দর। আপনাকে অশেষ ধন্যবাদ দাদা এমন সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।