দিন যায় রাত যায়, ভালোবাসি তোমায়;
নির্ঘুম কাটে রাতের পর রাত তোমা অপেক্ষায় ।
মন শুধু তোমাকেই চায়, আর কিছুই চায় না তো এ হৃদয়;
ভালোবাসি, ভালোবাসি
আমি শুধু ভালোবাসি তোমায় ।
ভালোবাসায় এক অসীম শক্তি। এই ভালোবাসার জন্য এই পৃথিবীতে এত সুন্দর, মায়া-মমতা রয়েছে। আসলেই যাকে মন থেকে ভালোবাসা যায়। সে মানুষটাকে কখনোই ভোলা যায় না। তার জন্য অপেক্ষা করা যায় যুগ যুগ ধরে। তাকে পাবার আশায় অপেক্ষা করতে ভালো লাগে। আপনার এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। কবিতা শেষের এই অংশটুকু আরো বেশি ভালো লেগেছে।