You are viewing a single comment's thread from:
RE: কবিতা "নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি"
দিন শেষ হয়ে আসে দ্রুত, নীড়ে ফেরা পাখিদের ডানার শব্দ,
পশুদের অশুভ কণ্ঠে ঘোষিত হচ্ছে দিনের অন্তিমলগ্ন ।
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরেছি আবার তোমাকে,
দিনশেষের এই বিদায়লগ্নে নতুন দিনের স্বপ্ন দেখি দু'জনে ।
জাস্ট অসাধারণ। এই লাইনগুলো তিনবার পড়লাম। আমার মনে হয় চর্চার মাধ্যমে কবিতা হয়না। কবিতা লেখার জন্য চাই সহজাত প্রতিভা।