Indian Museum ভ্রমণ -পর্ব ২৫

in আমার বাংলা ব্লগ2 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ২৫


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২৪


শুভ সন্ধ্যা বন্ধুরা,

আশা করি সবাই সুস্থ আছেন, ভালোই আছেন ।

পুরো এক সপ্তাহ অসুস্থ থাকার পরে আজকে সুস্থ হলাম । কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না । এই একটি সপ্তাহ রাত দিন শুয়ে বসে কাটিয়েছি । ভালো করে খাইনি, ঘুমোতেও পারিনি । আজকে কিছুটা স্বস্তি পেলাম মনে ।

আজকের এপিসোডে পক্ষী পর্বটা শেষ করে আমরা মেরিন লাইফে প্রবেশ করবো । আমাদের আজকের এপিসোড যে সব পাখির স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :

১. ব্ল্যাক সোয়ান
২. এমু
৩. সোয়ালো, ব্ল্যাক কাকাতুয়া, বার্ড অফ প্যারাডাইজ এবং ম্যাকাও
৪. Cassowaries, চার প্রজাতির কাকাতুয়া এবং পাঁচ প্রজাতির ম্যাকাও
৫. হক বা বাজপাখি
৬. পেঙ্গুইন
৭. Grey crowned crane বা ধূসর টুপির সারস
৮. Cassowaries এবং southern cassowary

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


ব্ল্যাক সোয়ান ও এমু । ব্ল্যাক সোয়ান বা কালো রাজঁহাস হলো এক বিশেষ প্রজাতির রাজহংস যাদের সারা শরীর কুচকুচে কালো রঙের হয়ে থাকে এবং ঠোঁট লাল রঙের হয়ে থাকে । আর এমু হলো উটপাখির পরে সর্ব বৃহৎ পাখি যারা উড়তে জানে না । এমু একটি উটপাখির অর্ধেক কিন্তু এরা উটপাখির তুলনায় বেশ নিরীহ হয়ে থাকে । ব্ল্যাক সোয়ান ও এমু - এ দুই-র বাস অস্ট্রেলিয়াতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ডের কিছু পাখি । এমু, সোয়ালো, ব্ল্যাক কাকাতুয়া, বার্ড অফ প্যারাডাইজ এবং বেশ কয়েক প্রজাতির কাকাতুয়া ও ম্যাকাও (তোতাজাতীয়) ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Cassowaries, চার প্রজাতির কাকাতুয়া এবং পাঁচ প্রজাতির ম্যাকাও । সবগুলিই অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হক বা বাজপাখি । হক একটি শিকারী পাখি । খুব তীক্ষ্ণ চোখ, ধারালো ঠোঁট আর ছুরির মতো নখের কারণে শিকারে এরা ভয়ানক পটু । খাদ্যাভাস - ছোট ছোট প্রাণী, পাখি , সরীসৃপ এবং মাছ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এদেরকে আমরা সবাই খুব ভালো করেই চিনি । yes, এরা হলো দক্ষিণ মেরু অঞ্চলের পক্ষী "পেঙ্গুইন" । এরা পাখি হলেও উড়তে অক্ষম । কিন্তু দুর্দান্ত সাঁতারু প্রাণী এরা । সমুদ্রের জলে এরা সাঁতার কাটে আর মাছ শিকার করে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Grey crowned crane বা ধূসর টুপির সারস । এদের মাথায় একটা সুন্দর ঝুঁটি আছে । এদেরকে একমাত্র সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Cassowaries এবং southern cassowary । অস্ট্রেলিয়ার সব চাইতে বিপদজনক পাখি । এদেরকে দেখতে প্রাগৈতিহাসিক প্রাণীর মতো । এরা খুবই হিংস্র । মাথায় একটা ঝুঁটি আর অসম্ভব শক্ত মোটা একটি ছুরির মতো ধারালো ঠোঁট আছে এদের ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  

I don't speak your language but the images are awesome 👌 Keep up the good work!

শারীরিক সুস্থতা যে কত বড় একটা উপহার তা অসুস্থ না হওয়া পর্যন্ত উপলব্ধি করা যায় না। আপনি সুস্থ হয়ে উঠেছেন শুনে খুশি হলাম ভাইয়া, সবসময় আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। পাখিগুলো এত নিখুত ভাবে তৈরি করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে। মেরিন লাইফের এপিসোডের জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া। শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

 2 years ago 

সত্যি দাদা আপনার সুস্থতার কথা শুনে অনেক ভালো লাগছে। প্রথমেই আপনার এরকম অসুস্থতার কথা শুনে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন যেহেতু আপনি সুস্থ তাই আমি সত্যিই অনেক আনন্দিত। যাইহোক আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে আপনার ভ্রমণ পর্ব শেয়ার করে যাচ্ছেন, সেই সাপেক্ষে আজকে আপনি আমাদের মাঝে অনেকগুলো পাখির ছবি শেয়ার করেছেন দেখছি। এখানে আপনি যতগুলো পাখি শেয়ার করেছেন হাতেগোনা কয়েকটি পাখি ছাড়া আমি আর একটি পাখি ও চিনতে পারিনি। তবে আপনার পোস্টের মাধ্যমে পাখিগুলো সম্পর্কে একটু জ্ঞান অর্জন করেছি। ধন্যবাদ দাদা এরকম একটি সুন্দর পোষ্ট আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এই দোয়াই করি আপনার জন্য

 2 years ago 

দাদা এটা শুনে খুব ভালো লেগেছে যে আপনি এখন সুস্থ। দুআ করি আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক।
দাদা আপনার পোস্ট যতো দেখছি আরো মুগ্ধ হচ্ছি।আমার কাছে অনেক ভালো লেগেছে পক্ষির ফটোগ্রাফি গুলো।

পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ডের কিছু পাখি । এমু, সোয়ালো, ব্ল্যাক কাকাতুয়া, বার্ড অফ প্যারাডাইজ এবং বেশ কয়েক প্রজাতির কাকাতুয়া ও ম্যাকাও (তোতাজাতীয়) ।

এই পক্ষির ফটোগ্রাফি গুলো দারুণ লেগেছে দাদা।আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।

 2 years ago 

🦋আপনি আজকে সুস্থ অনুভব করছেন জানতে পারে খুবই আনন্দিত বোধ করছি, কেননা আপনি সুস্থ থাকলেই আমাদের বাংলা ব্লগেও সুস্থ থাকবে। আর সব সময় দোয়া করি যেন আপনি ও আপনার পরিবারের সকলেই সুস্থ থাকেন।🌹🌹🌹

Cassowaries, চার প্রজাতির কাকাতুয়া এবং পাঁচ প্রজাতির ম্যাকাও । সবগুলিই অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

আপনার পক্ষীকুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দাদা, আসলে আপনার এসব পোস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে দাদা।

 2 years ago 

দাদা,ভালো লাগলো আপনি সুস্থ এবং ভালো আছেন।পক্ষী পর্ব ভালো লেগেছে । ইনু,পাপুয়া নিউগিনি, পেঙ্গুইন, সারস সব গুলোই ভালো লেগেছে।

দাদা সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সুস্থ থাকলে।তাই সবসময় আপনার সুস্থতা কামনা করি।আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকলে মনে শান্তি পাই দাদা। মিউজিয়াম ঘুরে ঘুরে তোলা বিভিন্ন পাখির ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে দাদা। পেঙ্গুইন,,সারস কাকাতুয়া, ম্যাকাও,এই কয়েকটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।২৫ তম পর্বের ফটোগ্রাফি গুলো আরো বেশি সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েছেন।যা দেখে আমরা অনেক কিছুর সাথে পরিচিত হতে পারলাম।আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 2 years ago (edited)
  • দাদা খুবই ভালো লাগছে যখন আপনার সুস্থতার কথা শুনলাম। আপনার কোভিট টেস্ট নেগেটিভ আছে এটা শুনে খুবই ভালো লাগলো। আসলে পুরো একটা সপ্তাহ ধরে আপনি রুমে ছিলেন এবং খাওয়া-দাওয়া ঠিক মতো করেননি। খুবই মানসিকভাবে টেনশন ছিরেন। আজ অনেকদিন পরে সুস্থতায় কারণে মনে শান্তি পেলেন। খুবই ভালো লাগলো আমাদের।অনেক ভালো লাগলো। আপনার সুস্থতার জন্য খুবই আনন্দিত আমরা সবাই। আর আজকে আপনার ২৫ পর্বের ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ। দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
 2 years ago 

দাদা আপনার করনা নেগেটিভ জেনে নিশ্চিন্ত বোধ করছি। সত্যি কথা বলতে কি যার জ্বালা সেই জানে। ডেল্টার আক্রমণে কয়েক মাস আগে আমি প্রায় আধমরা হয়ে গিয়েছিলাম। তাই আমি খুব ভালভাবেই জানি করণা কত ভয়ঙ্কর হতে পারে। বরাবরের মতো আজকের এপিসোডটিও ভালো লাগলো। প্রতিদিনের ছবিগুলো দেখে একটি বিষয়ে আশ্চর্য হই। একটি ভালো মানের মিউজিয়াম রক্ষণাবেক্ষণ করতে কি পরিমান অর্থের দরকার হয়। সম্ভব হলে আমিও কিছু পক্ষীকুলের নমুনা সংগ্রহ করতাম। শুভকামনা রইল আপনার জন্য

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42