Indian Museum ভ্রমণ -পর্ব ৪৬

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৪৬


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৪৫


হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা,

আশা করি সবাই বসন্ত উৎসবে দিনপাত করছেন । ইউক্রেনেও সবে বসন্ত উঁকি মারছে, কিন্তু এই বসন্ত ক্রন্দনভরা বিষাদমাখা বসন্ত । কিভের স্বপ্ন উপত্যকা আজ মৃত্যু উপত্যকা । না ফোটা ফুলগুলি আজ রক্তলাল তুষারাবৃত । শ্বেত শুভ্র তুষার আজ রক্তবর্ণ ধারণ করেছে । বুলেটের আঘাতে ভেঙে চুরমার হচ্ছে সবকিছু, স্বপ্নগুলির নিমেষে ধূলিস্যাৎ হওয়া, সাজানো সংসার নিমেষে নরকে পরিণত হওয়া এখন রোজকার ঘটনা ইউক্রেনে । সব চাইতে মর্মান্তিক হলো ইউক্রেনের সমস্ত হসপিটালগুলিতে অক্সিজিনের সরবরাহ আর মাত্র ২৪ ঘন্টার মতো আছে । এর পর কি হবে ?

উত্তর জানা নেই কারোও ! WHO উদ্বেগ প্রকাশ করেই কর্তব্য সমাধা করেছে, জাতিসংঘ, unisef, unesco সব সংস্থাই শুধুমাত্র গভীর উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হয়েছে । কিন্তু, যার যায় সেই শুধু বোঝে স্বজন হারানোর তীব্র বেদনা । আর কারো পক্ষে অনুধাবন করা কার্যত অসম্ভব -

"কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে "

আসুন সবাই মিলে একটু প্রেয়ার করি সেই হতভাগ্য নিরপরাধ মানুষদের জন্য যাঁরা যুদ্ধ কি বোঝার মতোই অবস্থায় নেই । অক্সিজেনের নলের উপরে নির্ভর করছে তাঁদের আয়ু । আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপরে পৃথিবীতে আর শ্বাস নেওয়া তাঁদের হবে না । কবিগুরু ভাষায় তাই বলতে ইচ্ছে করে আজ -

"আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে
হেনেছে নিঃসহায়ে,
আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ।
কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,
অমাবস্যার কারা
লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,
তাই তো তোমায় শুধাই অশ্রুজলে--
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো ।"
---রবীন্দ্রনাথ ঠাকুর

এবার আজকের মিউজিয়াম পর্ব ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে চতুর্দশতম পর্ব । এ পর্যন্ত মোট তেরোটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. মধ্যযুগের জমিদারশ্রেণীর অভিজাত লোকেদের বাড়ির পিছনের দরজা
২. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি প্রাচীন শো পিস্ - মিনিয়েচার মন্দির মডেল
৩. কালো পাথরের তৈরী একটি সুপ্রাচীন সুরাদান
৪. রৌপ্য নির্মিত মৎস্যাকৃতির অসাধারণ কারুকার্যময় এক জোড়া মহিলাদের জুতা ও মল
৫. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী অনেকগুলি শিল্পবস্তু - হাতির পিঠে মাহুত, হাওদা হাতি, যুদ্ধরত দুটি হাতি এবং চিঠির বাক্স
৬. সম্পূর্ণ রৌপ্য নির্মিত কারুকার্যময় একটি সুরাপাত্র
৭. একটি শিকারে ব্যবহৃত অসাধারণ কারুকার্যময় শিকারের ঢাল

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


মধ্যযুগের জমিদারশ্রেণীর অভিজাত লোকেদের বাড়ির পিছনের দরজা । একে বলা হতো খিড়কি দুয়ার । অসাধারন সব সুক্ষ কারুকার্যময় এই খিড়কি দরজা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি প্রাচীন শো পিস্ । এটি একটি প্রস্ফুটিত পদ্মের উপরে একটি মন্দিরের মিনিয়েচার মডেল । অসাধারণ দেখতে এটি তাই না ?
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কালো পাথরের তৈরী একটি সুপ্রাচীন সুরাদান । এই পাত্রে সুরা মানে মদ রাখা হতো এবং এই পাত্রেই পরিবেশন করা হতো । অতিথিরা এই পাত্র থেকে সুরা গ্লাসে ঢেলে পান করতেন । বিশেষ একধরণের সুক্ষ ছিদ্র যুক্ত পাথরে তৈরী এই সুরাদান । এই সুক্ষ ছিদ্র দিয়ে বায়ু চলাচল করতে পারতো, ফলে এর মধ্যস্থ সুরা গরমকালেও ঠান্ডা থাকতো ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি কি বলতে পারবেন ? জানি পারবেন না । এটি হলো সুপ্রাচীন মেয়েদের জুতা । রৌপ্য নির্মিত মৎস্যাকৃতির অসাধারণ কারুকার্যময় এক জোড়া মহিলাদের জুতা ।সাথে রয়েছে পায়ে পরার এক জোড়া মল ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী অনেকগুলি শিল্পবস্তু । সবার উপরের তাকে রয়েছে সুসজ্জিত হাতির পিঠে মাহুত, হাতে অঙ্কুশ । মধ্যের তাকের বাঁদিকের তাকে রয়েছে হাওদা হাতি এবং হাওদায় আসীন রাজা । এরপরের তাকে রয়েছে যুদ্ধংদেহি দুই দাঁতাল হাতি । এরপরের তাকে রয়েছে আরো একটি হাতির হাওদা, এই ধরণের হাওদা শোভাযাত্রার সময় রাজা গজারা ব্যবহার করতেন । একেবারে নিচের তাকে রয়েছে দুটি চিঠিপত্র ও দলিল দস্তাবেজ রাখার জন্য হাতির দাঁতের তৈরী দুটি বাক্স ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ রৌপ্য নির্মিত একটি সুরাপাত্র । রাজা মহারাজাদের ব্যবহৃত সুরাপাত্র এটি । সুরাপাত্রটির গায়ে রয়েছে অসাধারণ সব কারুকাজ । অসংখ্য ফুল লতা পাতার ডিজাইনের পাশাপাশি রয়েছে অনেকগুলি রাজাদের শিকার দৃশ্য । সবগুলিই রুপার তৈরী ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি শিকারে ব্যবহৃত শিকারের ঢাল । ঢালটির গায়ের অপরূপ কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায় । গোটা শিল্ডটা জুড়েই রয়েছে অজস্র শিকার দৃশ্য । ধাতু খোদাই করে নির্মাণ করা হয়েছে এসব অসাধারণ শিকার দৃশ্যাবলী ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

দাদা খিরকি দরজা দিয়ে পালিয়ে যাবার কথা অনেক শুনেছি, আজ প্রথম দেখলাম। যুদ্ধের ব্যয় মেটাতে পৃথিবীর যাবতীয় দেশগুলো যে পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করে এগুলো যদি বিজ্ঞান গবেষণা আর মানব কল্যাণে লাগানো যেত তাহলে না জানি কি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হতো প্রযুক্তি জগতে। কিন্তু কে শুনে কার কথা। কর্তৃত্ব আর ক্ষমতার লড়াইয়ে দুর্বল শ্রেণী চিরকালই নির্যাতিত হয়ে আসছে। যুদ্ধের প্রথম বলির শিকার হয় নারী-শিশু বৃদ্ধসহ নিরপরাধ মানুষ গুলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো তিনি যেন সকলের উপর শান্তি বর্ষণ করেন।

 3 years ago 

দাদা আপনার এই জাদুঘর ভ্রমণ এর পোস্ট গুলা প্রত্যেকদিন পড়ার মাধ্যমে অনেক অজানা জিনিস জানা হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম কিছু হল না। আজকে আমি প্রথম মধ্যযুগের জমিদার বাড়ির পিছনের দরজা টি দেখতে পেলাম আপনার এই পোষ্টের মাধ্যমে,হাতির দাঁতের তৈরী একটি প্রাচীন শো পিস্,রৌপ্য নির্মিত কারুকার্যময় একটি সুরাপাত্র সহ আরো অনেক কিছু দেখতে পেলাম আপনার এই পোস্টটির মাধ্যমে। আজকে অনেক অজানা জিনিস জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দেবার জন্য।

 3 years ago 

ইউক্রেনের মানুষদের জন্য সত্যিই খারাপ লাগছে, এমনিতেই সারাবিশ্বে মহামারীর কারণে ভয় ভীতি রয়েছে তার উপর এরকম একটি দুঃসংবাদ কখনোই কাম্য ছিল না।

আপনার মিউজিয়াম ভ্রমণের পোষ্টের অপেক্ষায় থাকি। নতুন কিছু অ্যান্টিক পিস এবং ভাস্কর্য দেখার জন্য , যদিও সামনে থেকে দেখার সৌভাগ্য হবে কিনা জানিনা, তবে আপনার পোস্টের মাধ্যমে কিছুটা হলেও সাধ মিটাতে পারছি।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা আপনার প্রতিটি Indian Museum পর্ব সত্যি অসাধারন। আর আপনি সব কিছুকে অসাধারন ভাবে তুলে ধরেন আমাদের মাঝে,তাই আপনাকে যানাই অসংখ্য ধন্যবাদ।কেনো না আমি বারবার বলেছি , আমি আপনার মাধ্যমেই Indian Museum কে দেখছি আর তার সমস্ত কিছু সম্পর্কে জানতে পারছি বলে।আপনার Indian Museum পর্বের আমার এই লাইন দুটি বেশ মন কেড়েছে-

"কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে "

শুভকামনা রইল দাদা আপনার জন্য

 3 years ago 

দাদা, আপনার লেখাগুলো পড়ে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠলো। মনে হচ্ছে হৃদয়টা বুঝি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কষ্টের এই অনুভূতিকে প্রকাশ করার মত নয়। ইউক্রেনের সমস্ত হাসপাতালগুলোর অক্সিজেনের সরবরাহ আর মাত্র ২৪ ঘন্টা এটা ভাবতেই শরীরে যেন শিহরন দিয়ে উঠছে। কি হবে দাদা এরপরে। আমাদের শুধু দুই হাত তুলে উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর বা কি করার আছে। তাই এখন মন প্রাণ দিয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করছি ইউক্রেনের মানুষগুলো যেন সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। যাইহোক দাদা, আপনাকে ধন্যবাদ জানাতে চাই ইন্ডিয়ান মিউজিয়াম এর মাধ্যমে আমাদেরকে সুপ্রাচীন তৈরি দ্রব্য সামগ্রী গুলোকে পরিচয় করিয়ে দেবার জন্য। আমাদের সৌভাগ্য, আমার বাংলা ব্লগের মাধ্যমে, আমাদের দাদার মাধ্যমে, ইন্ডিয়ান মিউজিয়াম এর সুপ্রাচীনকালের তৈরি দ্রব্যসামগ্রী গুলোকে দেখতে পারছি এবং এর বর্ণনা গুলো ভালোভাবে জানতে পারছি। এজন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি সব সময়।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

মন থেকে ইউক্রেনের মানুষের জন্য দোয়া সারাক্ষণ করছি দাদা 🙏
উপর ওয়ালা যেন তাদের হেফাজত করেন 🥺
হাতির দাঁতের তৈরি যেকোন জিনিস কেমন যেন আমার ভীষণ ভালো লাগে ♥️
আজকের শিল্পগুলো অসাধারণ সুন্দর ছিল 🥀

আপনার জন্য দোয়া করি ✨
ভালো থাকুন সবসময় 💌

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33