আমার বাংলা ব্লগের যাত্রা শুরু......

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

logo.png


Steemit এ বহু community আছে ; দেশ ভিত্তিক, বিষয় ভিত্তিক, ভাষা ভিত্তিক, কিন্তু শুধুমাত্র বাংলা ভাষার কোনো সুনির্দিষ্ট কমিউনিটি নেই । তাই এই কমিউনিটি । বাংলা ভাষায় যাঁরা নিয়মিত লেখালেখি করেন তাঁদের decentralized ব্লগিং প্ল্যাটফর্মে আনা, তাঁদেরকে সহযোগিতা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য । তাঁদের মুল্যবান লেখালেখিতে আমাদের এই ব্লগ পরিপূর্ণ হয়ে উঠুক এটাই আমাদের একান্ত কাম্য । ধন্যবাদ ।

Rules

১. শুধুমাত্র বাংলা ভাষায় এখানে লেখা যাবে । অন্য্ কোনো ভাষায় লিখলে mute করা হবে পোস্টটি । (Only language accepted: Bengali; Other language posts will be muted)

২. রোমান হরফে বাংলা লেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । শুধুমাত্র বাংলা হরফ ব্যবহার করা যাবে ।

৩. শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

৪. কী কী এখানে শেয়ার করা যাবে ? বাংলা আর্টিকেল, রেসিপি, ভ্রমণ, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও , আর্ট , মিউজিক ইত্যাদি ।

৫. ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য উপেক্ষা করা হবে ।

৬. স্প্যামিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

Need some suggestions from country representative of India @sapwood
Thank you:)

Update : "আমার বাংলা ব্লগ" -এর logo টা একটু slight change করে দিলাম

Sort:  

প্রিয় @rme ভাই আমি কিভাবে ভেরিফাইড হতে পারি ?

 3 years ago 

খুবই আনন্দিত হলাম চমৎকার এই উদ্যোগটির সাথে নিজেকে সংযুক্ত করতে পেরে। যদিও আমি চেষ্টা করছি বাংলা শেফ নামে একটি কমিউনিটির মাধ্যমে বাঙালীদের খাবার প্রমোট করার।

বাঙালীদের জন্য শুধু মাত্র বাংলায় কিছু প্রকাশ করার সুযোগ তৈরী করার এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি এবং নিজে সংক্রিয় থাকার ঘোষণা দিচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ । প্রথম কিছুদিন লাগবে সব সেটিংস ঠিক করতে, এর পর পুরো উদ্যমে লেগে পড়ব । যদিও কতটা সময় দিতে পারবো সে বিষয়ে সন্দেহ আছে , তবুও চেষ্টা করবো টাইম বের করতে । এর মধ্যে যথেষ্ঠ স্টিম পাওয়ার হাতে এসে যাবে । এখন ইনভেস্ট করে পাওয়ার বাড়িয়ে নিচ্ছি । আগামী দুই বছরের মধ্যে "আমার বাংলা ব্লগ" এর নিজস্ব স্টিম পাওয়ার ৩০ লক্ষ ছাড়িয়ে যাবে । আর ডেলিগেশন ও কিছু পাওয়া যাবে নিশ্চয়ই ।

 3 years ago 

অবশ্যই ভাই, আপনি কমিউনিটির আইডি ওপেন করে জানাবেন, আমি ইনশাল্লাহ 1000 ‍স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারবো। আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা অবশ্যই সার্থক হবে।

সময় লাগুক তবুও উদ্যোগটি সফলতা পাক, এই কামনা করছি।

 3 years ago (edited)

খুব সুন্দর উদ্যোগ! ভাইয়া
আশা করি, আপনাদের সাথে সব সময় সংযুক্ত থাকতে পারবো।

আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি!

 3 years ago 

ধন্যবাদ, লেগে থাকো। .. সাফল্য আসবেই ।

 3 years ago 

অবশ্যই ভাইয়া!! শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই আছি আর থাকবো🥰💖

অনেক সুন্দর উদ্যোগ ভাইয়া,,,,,

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ।

 3 years ago 

যোগদান করলাম, রেসিপি পোস্ট করবো এখন থেকে ।

আমি খুবই আনন্দিত এমন একটি প্লাটফর্মে এসেছে এখানে অনেক সুন্দর সুন্দর মানুষের সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি কিন্তু আপনি এটি অনেক সুন্সর করেছেন এবং অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ আপনাকে❣️❣️❣️

Loading...

আমিও যোগদান করলাম ।

 3 years ago 

খুবই ভালো উদ্যোগ। এই কমিউনিটি প্রচুর বাঙালি কন্টেন্ট লিখার মানুষের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। ধন্যবাদ আপনাকে ।এরকম একটা কমিউনিটির সদস্য হতে পেরে।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ কমিউনিটিতে সক্রিয় সদস্য হিসাবে যোগদানের জন্য ।

খুবই সুন্দর দাদা,, আপনার মতো লিডার পয়ে আমার ধন্য দাদ।আপনার জন্য সব সময় শুভ কমনা রইল দাদা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61932.16
ETH 3422.23
USDT 1.00
SBD 2.49