You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের যাত্রা শুরু......

in আমার বাংলা ব্লগ3 years ago

খুবই আনন্দিত হলাম চমৎকার এই উদ্যোগটির সাথে নিজেকে সংযুক্ত করতে পেরে। যদিও আমি চেষ্টা করছি বাংলা শেফ নামে একটি কমিউনিটির মাধ্যমে বাঙালীদের খাবার প্রমোট করার।

বাঙালীদের জন্য শুধু মাত্র বাংলায় কিছু প্রকাশ করার সুযোগ তৈরী করার এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি এবং নিজে সংক্রিয় থাকার ঘোষণা দিচ্ছি।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ । প্রথম কিছুদিন লাগবে সব সেটিংস ঠিক করতে, এর পর পুরো উদ্যমে লেগে পড়ব । যদিও কতটা সময় দিতে পারবো সে বিষয়ে সন্দেহ আছে , তবুও চেষ্টা করবো টাইম বের করতে । এর মধ্যে যথেষ্ঠ স্টিম পাওয়ার হাতে এসে যাবে । এখন ইনভেস্ট করে পাওয়ার বাড়িয়ে নিচ্ছি । আগামী দুই বছরের মধ্যে "আমার বাংলা ব্লগ" এর নিজস্ব স্টিম পাওয়ার ৩০ লক্ষ ছাড়িয়ে যাবে । আর ডেলিগেশন ও কিছু পাওয়া যাবে নিশ্চয়ই ।

 3 years ago 

অবশ্যই ভাই, আপনি কমিউনিটির আইডি ওপেন করে জানাবেন, আমি ইনশাল্লাহ 1000 ‍স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারবো। আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা অবশ্যই সার্থক হবে।

সময় লাগুক তবুও উদ্যোগটি সফলতা পাক, এই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61839.57
ETH 3411.37
USDT 1.00
SBD 2.52