আমার অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট -০৭steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আজকে শরীর খুব একটা ভালো নয় । দার্জিলিঙে এসে টাইগার হিল দেখতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছি । তবুও এরই মধ্যে সারাদিন ঘুরে রাতে ব্লগ লিখতে বসেছি । আজকের এপিসোড ছিল আমাদের সিকিম ভ্রমণের লাস্ট ডে । রাবাংলার বুদ্ধ পার্ক ।

টেমি টী ষ্টেট থেকে বের হয়ে আমরা রাবাংলার দিকে ক্রমশ যত এগিয়ে যেতে থাকলাম তত দেখি রোদ মরে আসছে, প্রবল ঠান্ডা হাওয়া আর কুয়াশায় চারিদিক ঢেকে যাচ্ছে । অবশেষে রাবাংলার বৌদ্ধ পার্কে যখন এসে পৌঁছলাম তখন দেখি ঘন জমাট কুয়াশায় চারিদিক ঢাকা ।

স্থানীয়দের কাছে শুনলাম রাবাংলা আসলে একটি ভ্যালি । পাহাড়ঘেরা এই উপতক্যায় একমাত্র জুন=জুলাই এই দু'মাস একটু রোদ উঁকি মেরে যায় । আর বছরের দশটি মাসই এমন কুয়াশাঘেরা থাকে । দেখে তো আমার স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের সেই বিখ্যাত উপন্যাসটির কথা মনে পড়ে গেলো - "দা পিপল অফ দা মিস্ট" ।

যাই হোক টিকিট কেটে ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ । দূর থেকে প্যাগোডার মাথায় বিশালকায় ধ্যানরত বুদ্ধ মূর্তি দেখে অবাক বিস্ময়ে আত্মহারা হয়ে গেলুম । এত বড় মূর্তির কথা আমি আগে কল্পনাই করিনি আসলে । মূর্তিটি মোট ১৩০ ফিট হাই । এই বুদ্ধ মন্দিরটি আসলে তিব্বতীয় বৌদ্ধ মন্দির । ভেতরটা অনিন্দ্যসাধারণ । গৌতম বুদ্ধের সমগ্র জীবনের প্রতিচ্ছবি অংকিত হয়েছে মন্দিরের ভেতরের গায়ে । ভেতরে ছবি তোলা নিষেধ ছিল । তাই ভেতরকার ফটো শেয়ার করতে পারিনি ।


রাবাংলার বিখ্যাত Tothagata Tsal বা বাংলায় বুদ্ধ পার্ক । আমরা ঠিক পার্কে ঢোকার মেইন গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি এখন ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৩ টা ৩৫ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


বুদ্ধ পার্কে ঢোকার মুখে দু'ধারের দেওয়ালে অনিন্দ্যসুন্দর নানান তিব্বতীয় আর্ট ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৩ টা ৩৫ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


Tothagoto Tsal বা বুদ্ধ পার্কে ঢোকার মেইন গেটটার কিছু অপূর্ব কারুকার্য সত্যিই চোখ ধাঁধিয়ে দেয় ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৩ টা ৪০ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


Tothagoto Tsal এর মূল মন্দির বা প্যাগোডার ভেতরে ঢোকার প্রধান ফটক ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৩ টা ৫০ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


আমরা এখন প্যাগোডার ভিতর প্রবেশ করছি ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৪ টা ০০ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


মন্দিরের ভেতর থেকে দর্শন ভ্রমণ সেরে বাইরে এসে বিশাল বুদ্ধ স্ট্যাচুর বেশ কয়েকটি ফটো নিলাম ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৪ টা ২০ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


মন্দিরের বাইরে বুদ্ধ স্ট্যাচুর সাথে টিনটিনবাবুর কয়েকটি ফোটো তোলা হলো ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ০৪ টা ২৫ মিনিট

স্থান : রাবাংলা, সিকিম, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Sort:  
 2 years ago 

দাদা প্রথমে আপনার,দিদির আর টিনটিন বাবুর সুস্বাস্থ্য কামনা করি। আমি ছবির মধ্যেই ১৩০ ফিট হাই মূর্তিটি দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। এত বড় মূর্তি দেখে অবাক হওয়ারই কথা। ভিতরে কারুকার্য করা অনেক গুলো বুদ্ধ মূর্তির ছবি দেখতে পেলাম। পার্কটি সত্যিই অনেক সুন্দর। এক পোষ্টে এক সাথে এত গুলো ছবি দেখে ভালই লাগলো। ধন্যবাদ দাদা।

 2 years ago 

সত্যি বলতে কি ভাই, পুরো ভ্যালির সমস্ত সৌন্দর্যটা মনেহয় বুদ্ধ মুর্তিটাই একাই ধরে আছে। জাস্ট নয়নাভিরাম।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

বুদ্ধ পার্কে ঢোকার মুখে দু'ধারের দেওয়ালের কারুকার্য এবং আর্ট গুলো দেখতে সত্যি অনেক সুন্দর। এছাড়া চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে দারুন লেগেছে আমার। এছাড়া বুদ্ধ স্ট্যাচু দেখে সবচেয়ে বেশি ভালো লাগলো। টিনটিন বোধয় অনেক খুশি হয়েছে। আপনি আপনার পরিবার নিয়ে দারুন সময় কাটাচ্ছেন দেখে ভালো লাগলো দাদা। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 2 years ago 

ঘুরতে ঘুরতে শরীর খারাপ হয়ে পড়েছে জেনে বেশ খারাপ লাগলো । তারপরেও বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছেন দেখে ভালো লাগলো । জায়গাটা সত্যিই অসাধারণ । দেয়ালের কারুকার্য গুলো আসলেই চমৎকার । ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে কারুকার্য করা সত্যিই চোখ জুড়িয়ে গেল। চমৎকার জায়গাটি । ফটোগ্রাফগুলোও বেশ চমৎকার ছিল । ধন্যবাদ । ভালো থাকবেন ।

 2 years ago 

সাবধানে থাকবেন দাদা। এখন কেমন আছেন? 130 ফিট হাই তাহলে তো অনেক বড় মূর্তি সামনাসামনি দেখতে মনে হয় ভালই লেগেছিল। ৪ টা ২০ মিনিটে বৌদ্ধ স্ট্যাচুর যে ছবিগুলো তুলেছেন সেই ছবিগুলো আমার কাছে দারুন লেগেছে। বাইরে থেকে এত সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি ভিতরে না জানি কতটা সুন্দর। প্রত্যেকটা ছবি অনেক স্পষ্ট সুন্দর তুলেছেন ভালো লাগছে দাদা দেখতে।

 2 years ago 

দাদা আপনার জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেহেতু ঘুরাঘুরি করতে গিয়েছেন আর এখন আবহাওয়া পরিবর্তন হয়েছে তার জন্য সবাই সাবধানে থাকবেন। যাই হোক বুদ্ধ পার্কের দেয়ালে আকা প্রতিটি ছবি অসাধারণ হয়েছে। এছাড়া মেইন গেটের ছবিগুলোও খুব সুন্দর ভাবে এঁকেছেন।মন্দিরের বাইরে বুদ্ধ স্ট্যাচুর সাথে টিনটিনবাবুর ছবি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঘুরতে গেলে আসলে টায়ার্ড হতেই হয়।কারন হঠাৎ করে এতটা প্রেশার তো তাই এমনটা লাগছে। সবাই খুব সাবধানে থাকবেন। আপনার সংক্ষিপ্ত ভ্রমন আপডেট -৭ বুদ্ধ পার্ক তো অসাধারণ লাগছে 😍😍 এত সুন্দর জায়গা,এত এত কারুকাজ। সত্যিই দেখে অনেক ভাল লাগলো। টিনটিন বাবুকে খুব সুন্দর লাগছে, খুব বেশি মজা করছে 🥰🥰 আপনাকে ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। সবাই খুব ভাল থাকবেন আশাকরি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68152.98
ETH 3536.22
USDT 1.00
SBD 2.86