Indian Museum ভ্রমণ -পর্ব ০৭

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ০৭


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ০৬


শুভ অপরাহ্ন বন্ধুরা,

শীতের অপরাহ্নের উষ্ণ ওয়েলকাম সবাইকে । আশা করি সবাই ভালো আছেন ।

আজকের এই অপরাহ্ন বেলায় আমি আবারো আপনাদের সামনে আমার ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি । আজকের পর্বে মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রভৃতি প্রাচীণ সাম্রাজ্যের অবশিষ্ঠ শেষ প্রাচীন ভাস্কর্যের নিদর্শন নিয়ে হাজির হলাম ।

আজই আমাদের প্রাচীন ভারতের প্রাচীন ভাস্কর্য্যের সিরিজ ফোটোগ্রাফের লাস্ট এপিসোড পাবলিশ করা হলো । এর পর থেকে "মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস তুলে ধরা হবে" সিরিজ আকারে । অষ্টম পর্ব থেকে শুরু করে চলবে বেশ কয়েকটি পর্ব পর্যন্ত "ম্যানকাইন্ড ইভোলুশন" পরিভ্রমণের ফোটোগ্রাফ ।

চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


চতুর্ভূজ বিষ্ণুর প্রস্তরমূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গৌতম বুদ্ধের কষ্টি পাথরে নির্মিত মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর ভগ্নপ্রায় মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরো একটি পাথরে কেটে মকরমুখো হস্তীর ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আংশিক ভগ্ন প্রস্তরমূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রলয় নৃত্যে নটরাজ - অপূর্ব প্রস্তর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

সাতটি পর্ব দেখেই প্রাচীন ভারতের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অনেক ভাষ্কর্য দেখা হয়ে গেল। অস্টম পর্ব হতে আরো কিছু বিষয় "ম্যানকাইন্ড ইভোলুশন" আসবে। অপেক্ষায় রইলাম।

মকরমুখো হস্তীর ভাস্কর্য দেখেই বুঝা যায় একটা পাথর কেটে কেটে কত সময় নিয়ে নিখুতভাবে এই কাজটি করতে হয়েছি। ভাল লাগল সবগুলো দেখে। ধন্যবাদ।

 3 years ago 

দাদা,সর্বপ্রথম আপনার দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।এখনই জানতে পারলাম আপনি অসুস্থ।আশা করি সবার আশীর্বাদে ও শুভকামনায় আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
প্রত্যেকটি ভাস্কর্য অসম্ভব সুন্দর ছিল যা খুবই আকর্ষণীয়।সেই সঙ্গে আপনার সুন্দর ফটোগ্রাফির জন্য আরো সুন্দর হয়ে উঠেছে ভাস্কর্যগুলি।ধন্যবাদ দাদা,শরীরের প্রতি খেয়াল রাখবেন।শুভকামনা রইলো সর্বদা।

 3 years ago 

প্রতিটি মূর্তি বা ভাস্কর্যের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। বিশেষ করে গৌতম বুদ্ধের কষ্টি পাথরে নির্মিত মূর্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। কষ্টিপাথরের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু কখনও কষ্টি পাথরের মূর্তি দেখিনি। আজ এই কষ্টি পাথরের মূর্তি দেখে খুবই ভালো লাগলো দাদা। সত্যিই দাদা আপনার কারণে দারুন দারুন মূর্তি গুলো দেখতে পাচ্ছি। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই দারুন মূর্তিগুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন। যেগুলো দেখে আমরা সকলেই মুগ্ধ হচ্ছি। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন কিছু মূর্তি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ইন্ডিয়ান মিউজিয়ামের ৭ টি পর্ব দেখলাম ♥️
কি চমৎকার ছিল সবগুলো ছবি। এক একটি মূর্তি এক একটি সভ্যতার নিদর্শন ছিল ♥️
ভালোই উপভোগ করলাম সবকিছু।
পরবর্তী ম্যানকাইন্ড ইভোলুশন" পরিভ্রমণের ফোটোগ্রাফ দেখার অপেক্ষায় রইলাম ♥️

 3 years ago 

প্রতিটি ভাস্কর্যের ছবি দেখে আমি চিন্তা করি এই ভাস্কর্যগুলো যে কারিগর বানিয়েছে তার দক্ষতা অনেক। পাথর থেকে ভাস্কর্য এটা অনেক কঠিন বিষয়। আমার কাছে প্রতিটি ছবি অনেক ভালো লেগেছে। আপনার প্রতিটি পর্ব আমার দেখা হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি পর্ব উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সিরিজ আকারে এতো গুলো পর্ব উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় দাদা।

❤️❤️❤️❤️

 3 years ago 

বরাবরের মতো এবারও আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর মূর্তিগুলো অনেক সুন্দর কারুকাজ করা হয়েছে। আপনাকে আবারো জানাই অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা আজকের ছবিগুলো দেখলাম। প্রলয় নৃত্তে নটরাজ এই মূর্তিটি অক্ষত থাকলে না জানি কতই না সুন্দর লাগতো। মূর্তিগুলো কোথা থেকে কিভাবে উদ্ধার করা হয়েছে জানতে ইচ্ছে করে। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আজই আমাদের প্রাচীন ভারতের প্রাচীন ভাস্কর্য্যের সিরিজ ফোটোগ্রাফের লাস্ট এপিসোড পাবলিশ করা হলো । এর পর থেকে "মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস তুলে ধরা হবে" সিরিজ আকারে

মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস সিরিজ আকারে আসার জন্য অপেক্ষায় রইলাম। আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে কেমন জাদুঘরে আমি কখনো যাইনি তবে ইচ্ছা রয়েছে ‌‌ । মূর্তি গুলো আসলেই প্রশংসনীয় ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

ওয়াও দাদা ভাস্কর্যগুলো বেশ চমৎকার এবং সুন্দর লাগছে। যা দেখতে পেরে আমার খুবই ভালো লাগলো আপনি শেয়ার না করলে হয়তো এগুলো দেখতে পারতাম না। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে তুলে ধরার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিবারের মতো এবারও আপনি পর্ব ০৭ নিয়ে এসেছেন আমাদের মাঝে। আপনার ফটোগ্রাফি গুলা যেমন চমৎকার হয়েছে তেমনই মূর্তি গুলো খুবই সুন্দর ভাবে নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56160.19
ETH 2367.48
USDT 1.00
SBD 2.31