ফ্রুট কার্ভিং||প্রতিযোগীতা-৩১

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই অনেক ভাল আছেন।জানি সবাই আপনার প্রতিযোগীতা নিয়ে অনেক উত্তেজিত।আমিও সবার মতই অনেক এক্সাইটেড

আমার বাংলা ব্লগ মানেই নিত্য নতুন প্রতিযোগীতা আর নিত্যনতুন সৃজনশীলতার সম্ভার।একটি মেম্বার জয়েনের পর থেকে তাদের হাতে কলমে ব্লগিং শেখানো থেকে শুরু করে প্রতিনিয়ত তাদের কিভাবে আরো ভালো করা যায় সে সম্পর্কে পরামর্শ দেওয়া। এছাড়া তো রয়েছে ইউনিক ইউনিক প্রতিযোগীতা।এসব প্রতিযোগীতা শুধু মেম্বার দের সৃজনশীল করে না,সেই সাথে কমিউনিটি তে ভিন্ন আবহের তৈরি করে।আর এই আবহ থেকে নিজেকে বঞ্চিত করা এক প্রকারের অপরাধই বলা যায়।তাই আমিও অংশগ্রহন করে ফেললাম আমার বাংলা ব্লগের ৩১তম প্রতিযোগীতায়।তবে অংশ গ্রহণের আগে আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় ফাউন্ডার বড় দাদা ও সম্মানিত এডমিন মডারেটর দের ধন্যবাদ জানাই এমন ইউনিক প্রতিযোগীতার আয়োজন করার জন্য।

IMG-20230222-WA0010.jpg

উপকরণ সমূহ

GridArt_20230222_205259323.jpg

  • পেঁপে
  • কমলা
  • চেরি

প্রস্তুতপ্রণালী

প্রথম ধাপ

IMG-20230222-WA0002.jpg

  • প্রথমে চেরিগুলোকে চাকু দিয়ে মাঝখান কেটে নিয়েছি।একটু চিকন করে কেটেছি।

দ্বিতীয় ধাপ

IMG-20230222-WA0005.jpg

  • এরপর সবুজ রংয়ের খোসার কমলা ছাড়িয়ে নিয়েছি।এরপর চাকু দিয়ে পাতার মতো করে কেটেছি।

তৃতীয় ধাপ

IMG-20230222-WA0004.jpg

  • এবার কমলার খোসা ছাড়িয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG-20230222-WA0003.jpg

  • এরপর কমলার কোয়া গুলো আলাদা করে নিয়েছি।চাকু দিয়ে মাঝখানে কেটে দিয়েছি।

পঞ্চম ধাপ

GridArt_20230222_210517492.jpg

  • এবার পেঁপের কিছু অংশ চিকন করে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG-20230222-WA0007.jpg

  • পেঁপের চিকন অংশ দিয়ে লাভ সেপ দিয়েছি।তারপর কাটা চেরিগুলো পুরোটাতে দিয়েছি।

সপ্তম ধাপ

IMG-20230222-WA0000.jpg

  • এরপর কাটা কমলাগুলো দিয়ে দুটো ফুল বানিয়েছি।

ফাইনাল লুক

GridArt_20230222_202836270.jpg

IMG-20230222-WA0010.jpg

  • সবশেষে সবকিছু এক সাথে করে সাজিয়ে নিয়েছি।
এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। ❣️❣️

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPc5qYpuAEDVa8ecZn5PKAG3uEJhVwvJCbU7knKZpw1qqUsW5gqaCV5ZSfUo...6wkwQkCfgMBp99cDXgDf4Y6crq6qWMn7W9DxPauPDeS7ZgtZASdbF2yNAcMTUE5nPfyPDXr1FZfiwgapthw3DtvFuV96LZxQxN79FrMLes383BqaiHn974MC6i.png

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

আপনি ফ্রুট কার্ভিং প্রতিযোগীতা দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে ফলের ডিজাইন করেছেন বেশ চমৎকার হয়েছে। চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কমলা দিয়ে তৈরি ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে।

 last year 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি ফ্রুট কেটে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। যা দেখতে আমার কাছে বেশ ভালই লেগেছে। আর আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে আপনাকে স্বাগত জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করায়। আমারও ইচ্ছে ছিল এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য কিন্তু বিভিন্ন ব্যস্ততার ফলে আমি অংশগ্রহণ করতে পারছি না তাই নিজের দিক থেকে খারাপ লাগছে। তবে বাংলা ব্লগের অনেক ইউজারদের এই কনটেস্টে অংশগ্রহণ করতে দেখে আমার খুবই ভালো লেগেছে। পাশাপাশি আপনিও যে অংশগ্রহণ করেছেন দেখি আরো ভালো লাগলো।

 last year 

আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।

 last year 

আপু আপনি ফল দিয়ে খুব সুন্দর ফ্রুট কাটিং ডিজাইন বানিয়েছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কমলা দিয়ে গোলাপ ফুল দেখতে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমার করা ডিজাইন টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি।
আপনি আসলেই খুবই দক্ষ আপনার কাজের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আপনার প্রতিভাকে সুন্দরভাবে তুলে ধরেছেন এই প্রতিযোগিতার মাধ্যমে। আপনার ফ্রুট কাটিং ডেকোরেশন টা দেখতে সুন্দর লাগছে। কমলা দিয়ে খুবই সুন্দর করে ফুল বানিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য অভিনন্দন। পেঁপে,কমলা ও চেরি ফলের সমন্নয়ে অসাধারণ একটি ফ্রুট কার্ভিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন।যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি ফ্রুট কার্ভিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে উৎসাহ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।

 last year 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার। আপনি অংশ নিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমিও ব্যস্ততার কাবেনে নেব না নেব না করেও কাল নিলাম।যাই হোক আপনার ফ্রুট কাটিং ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অভিনন্দন রইলো।

 last year 

আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68145.39
ETH 3732.87
USDT 1.00
SBD 3.65