RE: সঞ্চালনা ও চিন্তাধারা || @shy-fox 10% beneficiary
তারপরেও অনেক সময় ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি মানুষ আর এমন ত্রুটি হওয়া নিতান্তই স্বাভাবিক ।
ভাইয়া,এটা ঠিক কথা মানুষ মাত্রই ভুল আর ভার্চুয়ালি অথবা বাস্তবিক উপস্থাপনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে বাস্তবিক উপস্থাপনার মধ্যে যারা শ্রোতা তারা উপস্থাপকের কথা এবং উপস্থাপকে দেখতে পান।ভার্চুয়ালি যারা উপস্থাপনা করে তার কথা গুলো শুধু শুনতে পায়।ঐ মানুষটির কথা শুনার জন্য মূল ভূমিকা পালন করে নেটওয়ার্কের।আর এই নেটওয়ার্ক অনেক সময় সমস্যা হয়ে থাকে। এ ছাড়াও প্রতিটা উপস্থাপক চাই তার অনুষ্ঠানের উপস্থাপনা টা যেনো সুন্দর হয়। ভাইয়া, সত্যি কথা বলতে কি আমরা প্রতিটা ইউজার হ্যাংআউটে আপনার কথা শুনে উজ্জীবিত এবং আনন্দিত উপভোগ করি। একজন বাস্তবিক উপস্থাপক অথবা ভার্চুয়ালি উপস্থাপকের কথায় দর্শকরা আকৃষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়া আপনি একজন আপনার কথা শুনলে আমাদের প্রত্যেকটা ইউজারের মন ভালো হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া।।
আসলে কথা গুলো একদম ব্যাক্তিগত চিন্তাধারা লিখেছি আপু আমার কাছে বিষয় গুলো ঠিক এমনটাই মনেহয় ।