You are viewing a single comment's thread from:

RE: চার পর্বের শেষ অংশ || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

এখানে মানুষ পয়সার জন্য কত কিছুই না করছে।

ভাইয়া, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব গুলো আমি পড়তে পারিনি তবে শেষের পর্ব পড়ে বেশ ভালো লেগেছে। ভাইয়া,আমি তো সব সময় বলি আপনি বাস্তবিক সমাজের বাস্তব চিত্র গুলো আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেন।সত্যি বলতে কি ভাইয়া,পয়সার জন্য মানুষে কতটা শ্রম করে অথবা কতটা নিচে নামে সেটা এখন আমাদের সমাজের একটা নিয়ম হয়ে গিয়েছে। পয়সা থাকলে মূল্য থাকে পয়সা না থাকলে মূল্য থাকে না আর পাঁচ তারকা হোটেলে কি পরিমানে মানুষের পয়সা খরচ করে সেটা আমি দেখিনি তবে মানুষের মুখ থেকে শুনেছি।ভাইয়া, ভাবিকে এবং সায়ান বাবাকে দেখে বেশ ভালো লাগছে।ভাইয়া, পুরোটা পোস্ট পড়ে যখন শেষের অংশটা পড়েছি তখন সত্যিই মন ভাল হয়ে গিয়েছে। কারণ একজন সত্যিই ভালো মনের মানুষেরা এরকমই হয় হয়তো ওই লোকটা ফিসফিসিয়ে কথা বলছিল অন্যরা হয়তো খারাপ ব্যবহার করত কিন্তু আপনার ব্যবহারে মন থেকে খুশি হয়ে কিছু বলছিল ভালো লেগেছে ভাইয়া আপনার পোস্টটা পড়ে। ধন্যবাদ ভাইয়া🥰🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65847.68
ETH 2679.11
USDT 1.00
SBD 3.08