You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতা - লাশের বোঝা(বর্তমানে ঘটে যাওয়া ট্রাজেডিকে ভিত্তি করে)
আপু,গত রাত থেকে এখন পর্যন্ত আমি মনে হয় দুই ঘণ্টা ঘুমাতে পেরেছি। রাতে যখন বিস্ফোরণ হয় তখন আমার ঘর এবং চারিপাশে কেঁপে উঠে তারপরে সারারাত অ্যাম্বুলেন্সের হরণের আওয়াজ শুনে শুনে নিজের মধ্যে অজানা একটা ভয় কাজ করা শুরু করেছে।আপু, এত বড় বিস্ফোরণ ঘটনা হতো না যারা ওখানের কর্তৃপক্ষ তারা ফায়ার সার্ভিসকে বলেনি এর ভিতরে কেমিক্যাল আছে,যদি তারা জানত তাহলে এত বড় দুর্ঘটনা হতো না।যাইহোক, আপু, বিস্ফোরণ ঘটনাকে নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।আপু,ভালো লেগেছে কবিতার এই অংশটি এটা একদম বাস্তব কথা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
নরবলি নাকি অবৈধ এখন,
সত্যি কি তা হয়েছে?
নরবলি আজ নাম বদলিয়ে রাজ করছে এ শহরেতে।
নরবলির নাম পেশায় বদলেছে,
বদলেছে তার ধরণ ও।
ধন্যবাদ আপু,মনটা ভালো নেই আপু😭
আমি রাতেই আয়রিন আপুকে ম্যানশন করে আপনার অবস্থা জিজ্ঞেস করেছিলাম।তাও আলহামদুলিল্লাহ যে ভালো আছেন।