You are viewing a single comment's thread from:

RE: বন্ধুদের নিয়ে ঈদ-পরবর্তী নৌ ভ্রমন (শেষ পর্ব)। ১০% সাই-ফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

ট্রলারে উঠে সরাসরি ছাদে চলে গেলাম। এই সময়টাতে ট্রলারের ছাদে থাকতে সবচাইতে বেশি ভালো লাগে। নদীর খোলা বাতাসে মনটা মুহূর্তেই ভালো হয়ে যায়।

ভাইয়া,আপনি লিখেছেন ট্রলারের ছাদের উপরে বসে নৌ ভ্রমণ করার মজাই আলাদা। ট্রলারের ছাদের উপরে বসলে খুব সুন্দর ভাবে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়, চারিপাশে প্রকৃতির দৃশ্য গুলো যেন খুব সহজে দেখা যায়। কখনো ট্রলারে উঠেনি তারপরও আপনার লেখাগুলো পড়ে কল্পনা করছি ট্রলারের ছাদে উঠলে নিশ্চয়ই অনেক ভালো লাগবে আর ট্রলারের ছাদের উপরে থাকলে দূষণ মুক্ত বাতাস গায়ে লাগলে সত্যিই অনেক ভালো লাগবে।ভাইয়া, ঈদ পরবর্তী বন্ধুদের নিয়ে নৌভ্রমণে দ্বিতীয় পর্বটি পড়ে খুব ভালো লেগেছে।তবে খারাপ লেগেছে যখন আপনার লেখার মধ্যে পড়েছি বেলা দুটো হয়ে গেছে কিন্তু খাবার রেডি হয়নি তারপরও ঠিক সময় খাবার না আসলেও পরবর্তীতে খাবার এসেছে পড়ে খুব ভালো লেগেছে।ভাইয়া, আপনার বন্ধুদের নিয়ে ঈদ পরবর্তী নৌ ভ্রমনে আনন্দ করেছেন আপনার পোস্টটি পড়ে বুঝেছি।ধন্যবাদ ভাইয়া।।

Sort:  
 2 years ago 

সময় মতো খাবার না পেলে মেজাজ খারাপ হয়ে যায়। আর এইধরনের আয়োজনে অবশ্য ছোটোখাটো সমস্যা হয়েই থাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64