RE: ঈদ কেনাকাটার অভিজ্ঞতা || @shy-fox 10% beneficiary
ভাইয়া,আপনি তো পরিবারের সকলের জন্য ঈদ শপিং করেছেন। ঈদ শপিং লিষ্টটা কিন্তু বেশ বড়।ভাইয়া, পোস্টটি পড়ে সত্যিই ভালো লেগেছে ঈদে সবার জন্য শপিং করতে আলাদা একটা মজা লাগে।তবে ঈদের শপিং করতে গেলে বিড়ম্বনার শিকার হতে হয় কারণ আমাদের মত প্রত্যেকটা মানুষই শপিং করতে আসে তাই একটু ঝামেলা হয়ে থাকে মার্কেটগুলোতে।ভাইয়া,আপনি বলেছেন একটা টাইম ঠিক করে ওই টাইমের মধ্যে মার্কেট করার কথা।তবে ভাইয়া, জানেন মার্কেট করতে গেলে ওই টাইমের খেয়াল থাকে না। বেশিরভাগ আমরা মহিলারা এই দোকান ছেড়ে আরেক দোকান এভাবে করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় 😊তবে ভাইয়া, আপনি অনেক সময় নিয়ে মার্কেট করেছেন আর মার্কেট করা সম্পূর্ণ হয়েছে শুনে সত্যিই ভাল লেগেছে। ভাইয়া,আপনার শপিং করার ভিডিও টি দেখার অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
অবশ্যই আপু পরর্বতী পর্বে ভিডিও দিব । তবে এইটা সত্য কথা এবারের অভিজ্ঞতা আমার কাছে বেশ তিক্ততাপূর্ণ ছিল ।