দাদা,আমি এত পুরনো মুভি কখনো দেখি নি।তবে আপনার মুভির রিভিউ পরে বুঝতে পারলাম খুবই সুন্দর এবং সামাজিক একটি মুভি বিধিলিপি। দাদা মুভির প্রথম অংশটি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সত্যিই অনেক সুন্দর যতই পড়ছি ততই পড়ার আগ্রহ বাড়ছে। উত্তম কুমার এপার বাংলা ওপার বাংলার খুবই জনপ্রিয় অভিনেতা।তার অভিনয় গুলো সব সময় অনেক সুন্দর এবং নিখুঁত হয়ে থাকে অনেকের মুখে এখনো উত্তম কুমারের কথা শুনি।
ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি মুভির রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন।
হুম অনেক সুন্দর আর সামাজিক বিষয়বস্তু এই মুভির কাহিনীতে। উত্তম কুমার এর মুভি সেই সময় বিশাল জনপ্রিয় ছিল, সবাই তার মুভি দেখার জন্য পাগল হয়ে যেত তখন। এতো বছর হয়ে যাওয়ার পরেও তার মহানায়ক এর জয়গান এখনো অব্দি সবার মাঝে টিকে আছে, পরেও থাকবে। জীবনে এটাই একটা বড়ো সাফল্য অর্জন করে গেছে, সে আজ না থাকলেও সবার মাঝে বেঁচে আছে।