আপনার ভাবনাটা খুব সুন্দর। আপনি যেভাবে আম সারা বছর ধরে খাওয়ার জন্য ঘরে নিজে জ্যাম বানাচ্ছেন, সেটা একদম দারুন কাজ। এতে একদিকে যেমন আমের স্বাদ অনেক দিন উপভোগ করা যাবে, অন্যদিকে বাইরে থেকে কিনে খারাপ জিনিস খাওয়ার দরকারও নেই। খুব কম উপকরণে এই জ্যাম সহজে তৈরি হয়, আর খেতেও খুব মজার। আপনার এই রকম উদ্যোগ আসলে ভালোবাসা আর যত্নের এক চমৎকার উদাহরণ।