শীতের রাতে শীত তাড়াই //by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- শীতের রাতে শীত তাড়াই
- ০৮, ডিসেম্বর ,২০২৪
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " শীতের রাতে শীত তাড়াই " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
গত কয়েকদিন ধরে ভালোই শীত পড়ছে। কনকনে শীতের দিনে ছোট্টবেলা আমরা এভাবে শুকনা খড়ি দিয়ে আগুন ধরিয়ে নিবারণের চেষ্টা অনেক করেছি। বর্তমান শীতের পোশাক আমাদেরকে শীতের হাত থেকে রক্ষা করে। একটি সময় ছিল মানুষের শীতের হাত দেখে রক্ষা পাওয়ার মতো পোশাক ছিল না। মানুষ বিভিন্ন পন্থায় শীতের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করত। ছোটবেলার অনেকগুলো ঘটনা এখনো মনে আছে সে বিষয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করেছিলাম। আজকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ভালোই শীত লাগছিল।
আমাদের বাড়ির পাশে এই স্কুল মাঠে আমরা ব্যাডমিন্টন খেলে থাকি। শীতের দিনে যেটা সবার কাছে অনেক প্রিয় খেলা। ব্যাডমিন্টন খেলার মাধ্যমেও শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিছুটা। এলাকার ছোট ভাই ব্রাদার তারাই ব্যাডমিন্টনের কোর্ট কেটেছিল। আজকে দেখছি তারা আসেনি আমরা অনেকেই ছিলাম একটি জায়গায় বসে আড্ডা দেয়া মুহূর্তে ভাবলাম একটু হাটাহাটি করি। কারণ হাঁটাহাঁটি করার মাধ্যমে শীত কিছুটা কম লাগে। আমাদের মধ্যে কেউ বলে উঠলো আজকে হাটাহাটি শেষে স্কুল মাঠে এসে আগুন ধরাবো আমরা সবাই সহমত পোষণ করলাম। কারণ কয়েকদিন যাবত ভালই শীত পরছে। প্রচন্ড শীতে আগুন তাপানোর বিষয়টি সবার কাছে অনেক ভালো লেগেছিল।
বন্ধু সুজন অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে এসেছে তার সাথে তেমন একটা আড্ডা দেওয়া হয়নি আরো অনেকে ছিল যারা কাজে অনেক ব্যস্ত থাকে আমরা সবাই অনেকদিন পরই করত হওয়ার পর শীতের মধ্যে রাতের বেলা ভালোই সময় পার করলাম তার পাশাপাশি অনেক ধরনের গল্প হয়েছিল সময়ের সাথে সাথে জীবনের এই সুন্দর মুহূর্ত গুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা মানুষকে অনেক কিছু হারিয়ে দেয় যেটা সময়ই বলে দিবে আপনাদের কখন কিভাবে ব্যস্তময় সময়ের মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলেছেন। আমরা সবাই মিলে রাস্তার ধারে শুকনা খড়ি সংগ্রহ করলাম। প্রত্যেকে কিছু না কিছু সংগ্রহের মাধ্যমে সেটা নিয়ে আমরা স্কুল মাঠে উপস্থিত হলাম।
বন্ধুরা রাজু আগুন ধরিয়ে দিল। আমরা সবাই গোল হয়ে বসে সেই অতীতের গল্পগুলো বলতে থাকলাম। এভাবে অনেকদিন পর আগুন তাপানো। শীতের সময় আগুন ধরিয়ে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা সাময়িক এই মুহূর্ত অনেক ভালো লেগেছে। অনেকদিন পর যেহেতু সবাই একত্রিত হয়েছি। সেজন্য কয়েকটি ছবি নেওয়ার চেষ্টা করেছি। আর আমি যেখানে যাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। যেটা আমার কাছে খুবই প্রিয় সবাই আগুনের শিখার চারি পাশে বসে রয়েছে। এতটাই ভালো লাগছিল যে সেখান থেকে উঠতে মন চাচ্ছিল না। যাইহোক, গতকাল রাতের মুহূর্ত টা দারুন ছিল। অনেক সময় সবাই মিলে আড্ডা দিলাম ভালো লেগেছিল এরকম সময় আবার ফিরে আসুক সেটাই প্রত্যাশা করি।
পোস্ট বিবরণ
শ্রেণী | শীতের রাতে শীত তাড়াই |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | কুষ্টিয়া |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার বন্ধু সুজন বাড়িতে এসেছে আর সবাই মিলে আড্ডা দিয়েছেন দেখে ভালো লাগলো। আসলে শীতের রাতে এরকম আড্ডা দিতে ভালো লাগে। আর যদি আগুন পোহানোর ব্যবস্থা করা হয় তাহলে আড্ডা আরো বেশি জমে যায়। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো।
আমরা ছোটবেলায় শীত নিবারণের জন্য ঠিক এমনই অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়তাম। বিভিন্ন জায়গা থেকে ধানের বিচুলি ম্যানেজ করতাম এবং আগুন জ্বালিয়ে দিতাম। আমিও আপনার আজকের এই পোস্ট দেখে যেন শৈশবের অনেক স্মৃতি মনে পড়ল।
আমাদের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার জায়গা রয়েছে। অনেক ছেলেরা এখানে উপস্থিত হয় এবং খেলা করে। শীতের সময়টা ব্যাডমিন্টন খেলার জন্য পারফেক্ট। আমরা অনেক আগে খেলেছি কিন্তু আর সম্ভব হয় না। তবে এখানে দিনের ছোট ছেলেমেয়েরা খেলে। জয় হোক শীতের রাতে কিন্তু আগুন তাপানোর অনুভূতিটা আমার মধ্যেও রয়েছে। কিন্তু কবে কখন যেন সব বাদ পড়ে গেছে।
কনকনে শীতের রাতে সবাই মিলে বসে এভাবে আগুন তাপানোর মজাই আলাদা। সবাই মিলে দেখছি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলে বন্ধু। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
বর্তমান বেশ কিছু দিন ধরে প্রচন্ড শীত ভাই। আর এই শীতে এমন বন্ধু বান্ধব মিলে আগুন পোহাতে অনেক ভালো লাগে। আজকে তো আরো বেশি ঠান্ডা, আমরাও চিন্তা করছি আজকে আগুন পোহাবো। যাইহোক আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।