নীরবতার ভাষা//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- নীরবতার ভাষা
- ২১, জুলাই ,২০২৫
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " নীরবতার ভাষা " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নীরবতা মানে শুধু চুপ করে থাকা নয়। অনেক সময় আমরা মুখে কিছু না বলেও অনেক কিছু বোঝাতে পারি। যেমন কেউ কষ্টে আছে, কিন্তু কিছু বলছে না তবুও তার মুখ দেখে বোঝা যায় সে দুঃখিত। এই বোঝাপড়াটাই হলো নীরবতার ভাষা। এটা এমন এক অনুভূতির প্রকাশ, যা শব্দ ছাড়া মানুষ বুঝতে পারে।ভালোবাসা অনেক সময় ভাষার অতীত। প্রেমিক-প্রেমিকার গভীর দৃষ্টিবিনিময়, না বলা কথাগুলোর মাঝে যে অনুভব, সেটিই নীরবতার ভাষা। যেমন: একজন প্রেমিক শুধুই তাকিয়ে থাকেন, কোনো কথা না বললেও তার চোখে লেখা থাকে ভালোবাসি।
ভালোবাসার অনেক সময় কোনো শব্দ লাগে না। একজন মা যখন সন্তানকে গভীরভাবে আদর করে তাকিয়ে থাকেন, তখন কিছু না বলেও সেই দৃষ্টিতে থাকে অগাধ ভালোবাসা। আবার প্রেমিক-প্রেমিকা অনেক সময় চুপচাপ বসে থাকে, তবুও তাদের মাঝের অনুভূতি খুবই শক্তিশালী হয়। সেই চুপচাপ ভালোবাসাও এক ধরনের ভাষা।
অনেক সময় মানুষ যখন কষ্ট পায় বা কারো উপর অভিমান করে, তখন কিছু না বলে চুপ থাকে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি হয়তো কিছু বলবেন না, কিন্তু কথা না বলেই বোঝাতে পারবেন—“তুমি আমাকে কষ্ট দিয়েছো।” এই চুপ করে থাকা অনেক সময় মুখের কথার চেয়ে অনেক বেশি জোরালো হয়।মানুষ কখনো রাগে বা অভিমানে চুপ হয়ে যায়। তখন নীরবতা এক প্রকার প্রতিবাদ। একজন বন্ধু যখন কোনো অন্যায়ের প্রতিবাদ না করে মুখ ফিরিয়ে নেয়, তার সেই নীরবতা অনেক বড় বার্তা দেয় তোমার কাজটা ঠিক হয়নি।
কখনো কেউ মারা গেলে বা বড় কোনো দুঃখের সময়, মানুষ চুপ করে যায়। তখন কেউ কিছু বলতে পারে না, শুধু চুপ করে পাশে দাঁড়িয়ে থাকা, কাঁধে হাত রাখা—এই ছোট্ট আচরণগুলোই হয়ে ওঠে সহানুভূতির প্রকাশ। এই নিঃশব্দ আচরণই বোঝায় আমি তোমার সঙ্গে আছি।শোকের মুহূর্তে মানুষ অনেক সময় কেঁদে উঠতেও পারে না। চোখের স্থির দৃষ্টিতে, জমে থাকা দুঃখেই প্রকাশ পায় তাদের কষ্ট। যেমন: প্রিয়জন হারালে আমরা হয়তো কিছু বলতে পারি না, শুধু পাশে দাঁড়িয়ে থাকা সেই নীরবতাই হয়ে ওঠে সান্ত্বনার ভাষা।
সব সময় চিৎকার করে প্রতিবাদ করতে হয় না। কেউ অন্যায় করলে আপনি চুপ থেকে তার থেকে দূরে সরে গেলেও সেটা এক ধরনের প্রতিবাদ। অনেক সময় কেউ সভায় কিছু না বলে চুপ করে থাকে, কিন্তু তার চুপ থাকা বোঝায় আমি এই অন্যায় সমর্থন করি না। এটি খুব শক্তিশালী এক নীরব বার্তা।নীরবতা অনেক সময় নিজেকে জানার উপায়। যখন আমরা নিজের ভেতরে ডুবে যাই, তখন বাইরের শব্দ বন্ধ করে দিয়ে আমরা নিজেদের অন্তরের ভাষা শুনি। যেমন: একাকী বসে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া সেটিও এক ধরনের নীরব আত্ম-সংলাপ।
নীরবতা অনেক সময় দরকার হয় নিজের সঙ্গে কথা বলার জন্য। আমরা যখন একা থাকি, চুপ করে থাকি, তখন নিজেদের মনের কথা শুনতে পারি। এই সময় আমরা ভাবিআমরা কী করছি, কী চাই, কোথায় ভুল করেছি ইত্যাদি। এই নীরব সময়গুলো আমাদের আত্ম-উন্নতির জন্য খুব দরকার।অনেক কবিতা, গান, ছবি বা নাটকে নীরবতার ব্যবহার দেখা যায়। কোনো কোনো দৃশ্যে একটুও কথা হয় না, তবুও আমরা অনুভব করি চরিত্রটি কী অনুভব করছে। ধরুন, কোনো একজন চরিত্র বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে এই দৃশ্যটি অনেক কথা বলে, যদিও সে কিছু বলে না।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahmudrr_r/status/1947007579902845239?t=M9Av4ByVVS-KkhlLfYWwfw&s=19
https://x.com/mahmudrr_r/status/1947008083005501533?t=L41wqzvUCmUMN25RRs55Ag&s=19