সুন্দর বিকেলের স্মৃতি//by ripon40

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সুন্দর বিকেলের স্মৃতি
  • ১৮, ফেব্রুয়ারি ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি পদ্মার চরে সুন্দর একটি বিকেলের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1708240364760-01.jpeg


Device : Redmi Note 11
সুন্দর বিকেলের স্মৃতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ধারা চারিপাশে ঘেরা থাকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সত্যিই অনেক ভালো লাগে। শীতকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। শীতকালীন সময়ের এই সৌন্দর্য প্রতিবছরই উপভোগ করা হয়ে থাকে। কিছুদিন আগের ঘটনা এক সপ্তাহের ট্যুর শেষ করে। বাসায় আসা পথে নিজের উপজেলার এক আঙ্কেলের সাথে পরিচয় হয়। তিনি ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে বের হয়েছেন। আমাদের সাথে ট্রেনে পরিচয়। সেই আঙ্কেল এবং তার জামাই দুজন ছিল আর আমরা তিনজন আর বাকি সবাই ঢাকায় ছিল ।আমাদের ট্যুর গ্রুপ ।

IMG_20240126_162152-01.jpeg

IMG_20240126_162100-01.jpeg

IMG_20240126_165940-01.jpeg

IMG_20240126_165941-01.jpeg

IMG_20240126_165948-01.jpeg


Device : Redmi Note 11
ফয়সাল ভাই
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেই ট্রেনের মধ্যে দীর্ঘ সাড়ে চার ঘন্টার জার্নিতে তাদের সাথে অনেক কথোপকথন হয়। অনেক গল্প যেটা বলে এখন শেষ করতে পারবো না পরবর্তী একটি পোস্টে সেই বিষয়ে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু ট্রেনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আমাদের উপজেলায় বাসা আমাদের বাসা থেকে চার কিলোমিটার দূরে। সে আঙ্কেলের জামাই আমাদের এলাকায় দ্বিতীয়বার অবস্থান করলো। আঙ্কেলের পরিবারের সবাই ঢাকা থাকে সেই সুবাদে গ্রামে তেমন একটা আসা হয় না। গ্রামটা ঘুরে দেখবে তেমন কেউ নেই গ্রামে । অনেক আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তারা। তিনি আমাদের ঘুরাঘুরির গল্প শুনে অনেক খুশি হল ।আমরা ঘুরতে গিয়েছিলাম সেই বিষয়ে তাদের সাথে শেয়ার করেছিলাম । আমাদের এলাকায় অনেক সুন্দর জায়গা আছে যেখানে বিকেলে ঘুরতে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়।

IMG_20240126_170709-01.jpeg

IMG_20240126_170753-01.jpeg

IMG_20240126_170756-01.jpeg

IMG_20240126_170926-01.jpeg

IMG_20240126_170953-01.jpeg


Device : Redmi Note 11
মহিষের গাড়ির ব্যস্ততা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেই আঙ্কেল আমাদের রিকোয়েস্ট করলো তার জামাইকে নিয়ে যেন সেই সুন্দর জায়গাগুলোতে ঘোরাঘুরি করি । যেহেতু আমরা একটা দীর্ঘ যাত্রা শেষে বাড়ি ফিরছি আঙ্কেলের কথা ফেলতে পারলাম না। তাকে বললাম ঠিক আছে আমরা আগামীকাল দুপুর টাইমে বের হব ঘুরতে। যেই কথা সেই কাজ সেই আঙ্কেলের জামাই ফয়সাল ভাই তাকে নিয়ে দুটো বাইকে মোট চারজন বের হয়ে পড়লাম। আমাদের বাড়ির পাশে অনেক বড় মাঠ তারই শেষ প্রান্তে পদ্মা নদী। জায়গাটি অনেক সুন্দর বিশেষ করে শীতকালীন সময়ে অনেক বালুর চর জাগো হয়। শীতকালীন সময়ে বাইক নিয়ে সেখানে যাওয়া যায়। দুপাশে বিভিন্ন ধরনের ফসল তিনি দেখতে পেয়ে অনেক খুশি হয়।

IMG_20240126_171357-01.jpeg

IMG_20240126_171356-01.jpeg

IMG_20240126_171344-01.jpeg

IMG_20240126_171033-01.jpeg

IMG_20240126_171036-01.jpeg


Device : Redmi Note 11
গোধূলি লগ্নে পদ্মার চরে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তিনি যখন পদ্মা নদীর তীরে অবস্থান করলেন এতটাই খুশি হয়ে যে বলে বোঝানো যাবে না। খুশি হওয়ারই কথা ব্যস্তময় শহরে কংক্রিটের তৈরি আবদ্ধ জায়গায় থাকতে থাকতে এই রকম সুন্দর পরিবেশে গেলে ভালো লাগবে সেটাই স্বাভাবিক। তিরি বললেন আমার খুবই ভালো লেগেছে ঢাকা থেকে গ্রামে এসে আমি সত্যিই সার্থক। তিনি এখানে আসার সাথে সাথেই ফটোগ্রাফি শুরু করে দিলেন । তার খুশি হওয়ার বিষয়টি আমাদের কাছে ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশে এসে উপভোগ করতে পারবেন কখনো আশা করেননি । ট্রেনের মধ্যে পরিচয় সেই সম্পর্ক আজকে তার এই অবস্থানে নিয়ে এসেছে। তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আমাদের এই বিষয়ে সুন্দর করে একটি পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 7 months ago 

ভাইয়া কোন একদিন আপনি বিকেলে খুব সুন্দর একটা সময় করেছেন এবং সেখান থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছেন আর সেই স্মৃতিগুলো আজ আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। আপনার বসতে দেখে খুবই ভালো লাগলো এবং খুব দারুন একটা মুহূর্ত উপভোগ করেছেন জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রকৃতি সব সময় সুন্দর ৷ তবে প্রকৃতির এই সৌন্দর্যের পালাবদল ঘটে ৷ এক একেক সময় প্রকৃতি এক একেক রূপে নিজেকে সাজিয়ে তোলে ৷ আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারা আসলেই ভাগ্যের ব্যাপার ৷ যাই হোক , ট্রেন জার্নির মাধ্যমে আঙ্কেলের সাথে পরিচয় এবং তাদের সাথে প্রকৃতির মাঝে কিছুটা সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে ,আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60007.10
ETH 2415.95
USDT 1.00
SBD 2.41