মেরিন ড্রাইভ ভিডিওগ্রাফি || কক্সবাজার

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20210924_111001.jpg

আমরা অনেকেই আছি যারা পাহাড় পছন্দ করি। আবার অনেকে আছি যারা সমুদ্র সৈকত বেশি পছন্দ করি। কক্সবাজার মেরিন ড্রাইভ দুই টাইপের মানুষের জন্যই একদম পারফেক্ট। পৃথিবীর সবচেয়ে বৃহৎ মেরিন সড়ক হলো কক্সবাজারে। এটার দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। ৮০ কিলোমিটার এই সড়কে আপনি যখন রাইড করবেন তখন দেখতে পারবেন এক পাশে বড় বড় পাহাড়, ঝর্ণা আরেক পাশে বিশাল সমুদ্র সৈকত। আরে দুটোই একসাথে উপভোগ করার জন্য সবচেয়ে পারফেক্ট হল বাইক রাইডিং অথবা চাঁন্দের গাড়ি । কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনি যেকোনো সময় পেয়ে যাবেন চাঁন্দের গাড়ি । পনেরশো থেকে দুহাজার টাকায় আপনি প্রায় সারাদিন ঘুরতে পারবেন।

আমরা সকাল দশটার দিকে একটা চাঁন্দের গাড়ি ভাড়া করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল কক্সবাজারের লাবনী বীচ থেকে শুরু করে ইনানী বিচ পর্যন্ত যাওয়া। যাত্রাপথে আমরা অনেক কিছু উপভোগ করছিলাম। একপাশে বড় বড় পাহাড়, ঝর্ণা আরেকপাশে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের পাশে জেলেদের বড় বড় নৌকা রাখা আছে। সবমিলিয়ে অপূর্ব একটা দৃশ্য।

লাবনী বিচ থেকে শুরু করে ইনানী বিচে যাওয়ার পথে আমার ফোনে কিছু ভিডিও ধারণ করেছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় ৪ মিনিটের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে।

  • Play video with 2160p (Recommended)

  • ভিডিও ধারণ করা হয়েছেঃ Redmi Note 9 Pro Max স্মার্টফোন দ্বারা।

  • সম্পূর্ণ ভিডিওটি ওয়াইড এঙ্গেল মুডে করা।


  • JOIN WITH US ON DISCORD SERVER

    -cover_copy.png

    Follow @amarbanglablog for last updates


    Support @heroism Initiative by Delegating your Steem Power

    250 SP500 SP1000 SP2000 SP5000 SP

    Heroism_3rd.png

    Sort:  
     3 years ago 

    দাদা আপনি যে অসম্ভব সুন্দর ফোটোগ্রাফির পাশাপাশি অসম্ভব সুন্দর ভিডিও করেন এটি তার শ্রেষ্ঠ প্রমাণ।আসলে ভিডিওটির মধ্যে অনেক ছোট ছোট বিষয় আমার চোখে পড়েছে।সেগুলো হলো-সুন্দর পরিষ্কার -পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাস্তাটি অতীব সুন্দর ।রাস্তা ধরে পায়ে হাঁটতে বেশ ভালোই লাগবে।কারণ রাস্তার পাশে দুই ধারে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে সমুদ্রের স্নিগ্ধ শান্ত হাওয়া।মন ছুঁয়ে যায় ভাবলেই। চাঁদের মতো সুন্দর নৌকাটি দেখে চাদ সওদাগরের নামটি মনে পড়ে গেল।পাহাড়টি ও দারুণ।আর সবশেষে সমুদ্রের পাথরের ফাঁকে আছড়ে পড়া উত্তাল ঢেউ খুবই চমৎকার ।আমি তো কিছুক্ষনের জন্য কল্পনা করছিলাম যে উত্তাল ঢেউয়ের জল পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে।সব মিলিয়ে আপনি দারুণ সময় উপভোগ করেছেন দাদা।ধন্যবাদ আপনাকে।

     3 years ago 

    যদিও আমি কখনো কক্সবাজার যাইনি আপনার ভিডিও দেখে কিছুক্ষণের জন্য আমি কক্সবাজারের সমুদ্র সৈকত ও পাহাড়ের মাঝে হারিয়ে গিয়েছিলাম। সমুদ্র সৈকত ও পাহাড়ের কি অপরূপ সৌন্দর্য! আপনি আপনার মেরিন ড্রাইভ ভিডিওগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। সবচেয়ে বড় বিষয় হলো আপনি মোবাইল ফোন দ্বারা চমৎকারভাবে কক্সবাজারের সমুদ্র সৈকত ও পাহাড়ের একটি ভিডিও ধারণ করেছেন যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চলন্ত অবস্থায় মোবাইল ফোন দ্বারা এত সুন্দর স্বচ্ছ ভিডিও করা খুবই কঠিন কাজ। যাই হোক আমি আপনার ভিডিও টি দেখে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

     3 years ago 

    আপনার ভ্রমন এর ভিডিও দেখার পর মন ছুয়ে গেছে। এতো সুন্দর ভিডিওগ্রাফি দেখে চোখ জুড়িয়ে যাওয়াই স্বাভাবিক।আমার তো ইচ্ছে করছে যেতে আপনার মতো কিছু সুন্দর মুহুর্ত উপভোগ করতে। কিন্তু জীবনে এখন পর্যন্ত কখনোই একটি বারের জন্যও কক্সবাজার যাওয়ার সৌভাগ্য হয়নি। সমুদ্র সৈকত আমার খুবই পছন্দের । মেরিন ড্রাইভ এ যেয়ে একটি চমৎকার মুহুর্তের সাক্ষী কখনো হতে পারবো কিনা জানিনা।তবে আপনার মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভাল লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে।

     3 years ago 

    কক্সবাজার কখনো গেল সেন্টমার্টিন থেকে অবশ্যই ঘুরে আসবেন।

     3 years ago 

    জ্বি অবশ্যই, সেন্টমার্টিন যাবো একদিন। দোয়া করেন যেন মনের ইচ্ছা টা পূরন হয়।

    ভিডিও গ্রফির জন্য আপনাকে রিওয়ার্ড দেওয়া উচিত ভাই।তবে ভাই আপনি একটা প্রতারনা করেছেন😄।প্রথম ছবিটি ভিডিও ভেবে আমি প্রায় 15-20 বার ক্লিক করেছি কিন্তু ভিডিও দেখতে পারলাম না🤣।অবশেষে দেখি এইটা ভিডিও না ইমেজ😒।

    অনেক একটি পোস্ট ছিল ভাই।খুব ভালো লাগলো ভিডিওটি দেখে।ধন্যবাদ ভাই আপনার মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

     3 years ago 

    প্রায় 15-20 বার ক্লিক করেছি কিন্তু ভিডিও দেখতে পারলাম না।

    🤭😁🤣🤣

     3 years ago 

    ভাইয়া লাস্ট ভিডিওটি দেখে কেমন মাথা ঘুরালো।😝
    কারণ পিছন থেকে করা তাই।
    যাক ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মিটালাম। কারণ আমরা তো আর যেতে পারছিনা। তার জন্য অনেক ধন্যবাদ।

     3 years ago 

    আমি জানতাম কক্সবাজার পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্রতট ৮০ কিমি লম্বা এটা জানতাম না। একসাথে অনেক জন গেলে দারুন লাগবে।

    আমার মনে হয় বাইকে ঘোরাই বেস্ট হবে। ভিডিওটি বেশ হয়েছে, মোবাইলে তোলা সেটা ধরা যাবে না। এতো স্টেবেল ভিডিও করলেন কিভাবে?

     3 years ago 

    শুধুমাত্র মেরিন সড়কের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। এটা বেশিদিন হয়নি চালু হয়েছে।

    আমার ফোনে ভালো স্টেবিলাইজার সিস্টেম আছে তো, এজন্য ভিডিওটা বেশি একটা কাঁপেনি।

     3 years ago 

    আপনি কক্সবাজার যাওয়ার পর থেকেই এই মেরিন ড্রাইভের ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম। খুব সুন্দর করেছেন ভিডিও। একপাশে সমুদ্র এবং অন‍্যপাশে পাহাড় এই দুইটাই যে মেরিন ড্রাইভে গেলে দেখা যায় সেটা আমি জানতাম না।

    এবং মেরিন ড্রাইভে কোথায় কীভাবে যেতে হবে খরচ কেমন পড়বে এগুলো জানিয়ে খুব ভালো করেছেন। কিছুটা ধারণা পেলাম।

     3 years ago (edited)

    ভিডিওটা দেখেই বুঝতে পারলাম যে আপনার ভ্রমণের মুহূর্তটা খুবই সুন্দর এবং আনন্দদায়ক ছিল ভিডিওটা খুব সুন্দর হয়েছে।আপনার ভিডিওতে খুব সুন্দর মনমুগ্ধকর দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন

     3 years ago 

    ভাই ভিডিওটি বেশ দারুন হয়েছ। সাথে এটাও বোঝা যাচ্ছে যে আপনি এই ভ্রমণের মুহূর্তটি বেশ আনন্দ উপভোগ করেছেন।

     3 years ago 

    ভাইয়া আপনার ভিডিও ক্লিপটির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। অনেক ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর ভিডিও ক্লিপটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা মেয়েরা হয়তো মন চাইলেই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে দূর-দূরান্তে ঘুরতে যেতে পারি না। তবে মন চায় ঘুরে আসি সেই প্রকৃতির কাছাকাছি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.14
    JST 0.029
    BTC 57305.83
    ETH 3076.79
    USDT 1.00
    SBD 2.40