তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা। আমার বাংলা ব্লগ কনটেস্ট-৯
শীত চলে এসেছে। শীতের আমেজ শুরু হয়ে গেছে। বাঙালি হলো উৎসব প্রেমি জাতি। সুযোগ পেলেই উৎসবের আমেজে মেতে উঠতে চায়। এই সময়টায় বাঙালি কৃষকদের ঘরে ঘরে নতুন ধান ওঠে ।
ধান থেকে চাউল আর চাউল থেকে পিঠা ।
শীতের সময় পিঠা খেতে লাগে বড়ই মিঠা।
শীতের সময়গুলোতে নতুন চালের গুঁড়ো আর খেজুরের গুড়ের পিঠা খায় নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বিভিন্ন রকম পিঠা শীতের সময় বানাতে দেখা যায় । যেমন ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা ইত্যাদি। শীত তো সবে মাত্র শুরু হলো । এখনো শীতের আমেজ পুরোপুরি দেখা যায়নি । তবে পিঠা বানানোর উৎসব মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা চাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বার এই উৎসবে মেতে উঠুক। আর এজন্যই আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে পিঠা তৈরির নতুন কনটেস্ট: তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা।
শুধু তৈরি করলেই হবে না। সবার সাথে শেয়ার করতে হবে। ভালো ভাবে উপস্থাপন করতে হবে আর পুরস্কার জিতে নিতে হবে। আসুন সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। নিজে অংশগ্রহণ করুন এবং অন্যকে উৎসাহিত করুন।আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
প্রতিযোগিতার বিষয়ঃ তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে:
- যেই পিঠা তৈরি করবেন সেই পিঠা সম্পর্কে প্রথমেই কিছু তথ্য শেয়ার করুন।
পিঠা তৈরীর স্টেপগুলো কমপক্ষে ১০ টি ছবির মাধ্যমে প্রকাশ করুন।
আপনার তৈরি পিঠা আপনার কাছে কেন প্রিয় তা উল্লেখ করুন।
পোস্টটি কমপক্ষে দুইশত ওয়ার্ডের হতে হবে।
পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করতে হবে।
ট্যাগ হিসেবে ব্যবহার করুন #wintercake #abbcontest-9 #amarbanglablog-contest
আপনার তৈরি করা পোস্টের লিংক এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন ।
Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
এই প্রতিযোগিতা চলবে ৭ দিন। আপনি ৭ দিনের মধ্যে যে কোন সময় আপনার এন্ট্রি জমা দিতে পারেন। (আগামী সপ্তাহের হ্যাংআউটে বিজয়ী ঘোষনা করা হবে)
আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির subscriber হতে হবে এবং এই পোস্টটি Re-steem করতে হবে।
পুরস্কারে যা থাকছেঃ
অবস্থান | পুরস্কার | অতিরিক্ত |
---|---|---|
১ | ১৫ STEEM | ১৫ Tachyon |
২ | ১২ STEEM | ১২ Tachyon |
৩ | ১০ STEEM | ১০ Tachyon |
৪ | ৮ STEEM | ৮ Tachyon |
৫ | ৫ STEEM | ৫ Tachyon |
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেন
- @rme (♚Founder♔ )
- @blacks (Executive Admin ♛🇮🇳)
- @hafizullah (Community Moderator 🇧🇩)
- @moh.arif (Community Moderator 🇧🇩)
- @shuvo35 (Community Moderator 🇧🇩)
- @winkles (Community Moderator 🇮🇳)
- @rex-sumon (Admin+Mentor+Quality Controller)
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৮ নভেম্বর , ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৯ টায়, বাংলাদেশ সময় রাত ৯ঃ৩০ মিনিটে। আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু খুবই সুন্দর হয়েছে।শীতকাল মানেই পিঠেপুলির উৎসব।সবাই অংশগ্রহণ করুন আর আপনাদের সুন্দর রেসিপিটি আমাদের সাথে share করুন।ধন্যবাদ।
জি দাদা। সত্যিই এবার এ টপিক আমার কাছেও খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবো অবশ্যই
ঠিক বলেছেন দাদা। হরেক রকমের পিঠা দেখে শীতের শুরুটা বেশ জমে যাবে মনে হচ্ছে।
আমার অংশগ্রহণ পোস্ট লিংক:-
https://steemit.com/hive-129948/@limon88/121bzz-or-or-or-or
শীতের সময় ভ্রমন ও খেয়ে মজা।কারণ শরীর ঠান্ডা থাকে, ফলে মন ও।তাই খেয়ে আনন্দ।আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো পিঠা রেসিপি প্রতিযোগিতায়।ধন্যবাদ দাদা।
ওপার বাংলার পিঠা রেসিপি দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইল আপনার জন্য।
👍
ভাই বেশ সুন্দর একটা কনটেস্ট দিয়েছেন। চেষ্টা করব সকল নিয়ম কানুন মেনে কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ ভাইয়া।বেশ মজার কনটেস্ট হয়েছে তো এবার!
অনেকেই পার্টিসিপেট করবে মনে হচ্ছে। কিন্তু পিঠা বানানোতে আমি অনেক বেশি কাঁচা। জানিনা কি যে করবো। মাথাতেই আসেনা।
তবে সবাই অনেক মজার মজার পিঠা বানিয়ে দিবে।ভাবতেই দারুণ লাগছে।
সেটা ভেবেই তো দারুন লাগছে। কত রকমের পিঠা যে দেখতে পারবো।
খুবই সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। শীতের নানা রকম পিঠা তৈরি করা হয়। এই কনটেস্টটি আমার অনেক ভালো লেগেছে ।তাই আমি এই কনটেস্ট জয়েন করব।
জেনে খুশি হলাম কনটেস্টটি আপনার পছন্দ হয়েছে।
শীতের সময় পিঠা খাওয়ার মজাই জাস্ট অন্য লেভেল । শীত আসলেই বাঙ্গালীর ঘরে ঘরে পিঠাপুলির হিড়িক পরে। অনেক সুন্দর কনটেস্ট। চেষ্টা করবো শীতের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শুভেচ্ছা দাদা
ওপার বাংলার পিঠা গুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
শীতকাল মানেই পিঠা উৎসব শুরু হয়ে যায়। আর আমার বাংলা ব্লগ এ শুরু হয়ে গেল খুবই আনন্দের বিষয়। অত্যন্ত ধন্যবাদ ভাইয়া আপনারা সুন্দর একটি কনটেস্ট আয়োজন করেছেন। আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং সকলের কাছ থেকে নতুন নতুন পিঠা আমরা দেখতে পাব।
ঠিক বলেছেন,, হরেক রকমের পিঠা দেখতে পারব আমরা সবাই।
অনেক সুন্দর একটি প্রতিযোগিত। অবশ্যই অংশগ্রহণে চেষ্টা করবো ☺️☺️
জি অবশ্যই।।। অপেক্ষায় রইলাম।
অপেক্ষায় থাকলাম সবার ভিন্ন ভিন্ন উপস্থাপনা দেখার জন্য।
আশা করছি দুর্দান্ত পিঠা রেসিপি দেখতে পারবো।
দারুণ মজার এবং উত্তেজনাপূর্ন প্রতিযোগিতা 🥰আশা করছি ভিন্ন কিছু দেখাতে পারবো
সবার এক্সাইটমেন্ট দেখে তো সেটাই মনে হচ্ছে।
বাঙ্গালির ঐতিহ্য ছড়িয়ে যাক সারা বিশ্বে। বিশ্ব দেখুক আমাদের, বিশ্ব চিনুক আমাদের, বিশ্ব জানুক আমাদের অন্যভাবে, বিশেষকায়দায়।
ধন্যবাদ আপনাদের সকলকে এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আশা করি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো বলে আমি আশাবাদী।
ঠিক বলেছেন।। বাঙালিরা তাদের কাজ দিয়ে একদিন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে।
ভাইয়া,এবারের প্রতিযোগিতা খুবই সুন্দর একটি বিষয়ের উপর হবে ভালো লাগছে। আমার বাংলা ব্লগের নয় নাম্বার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারব এটা ভেবে খুব আনন্দ লাগছে।এই প্রতিযোগিতার উপলক্ষে বিভিন্ন জেলার ভিন্ন রকমের শীতের পিঠা আমরা দেখতে পারবো। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য।
এটাই সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম পিঠা আমরা সবাই দেখতে পারবো।
ওয়াও আকর্ষণীয় কন্টেস্ট। খুব ভালো লাগছে এইটা ভেবে যে আমি অনেক অনেক পিঠার রেসিপি সম্পর্কে ধারণা পাবোনা। রান্নার কন্টেস্ট গুলোতে দূর্ভাগ্যক্রমে অংশ গ্রহন করা হচ্ছেনা 😥😥😥
কেন কি হল??
শীত চলে এসেছে আর এমন একটি প্রতিযোগিতা ।খুবি ভালো হলো ভাই ।শীতের আমেজে খাওয়াও হবে পিঠা আর প্রতিযোগিতায় অংশ গ্রহন ও হবে।এক ডিলে দুই এর মতো ।ধন্যবাদ
ঠিক বলেছেন। এক ঢিলে দুই পাখি,, বিষয়টা এমন।
শীতের পিঠা তৈরির প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো। শীতকালে পিঠা তৈরি করতে অনেক ভালো লাগে। কথায় আছে শীতের পিঠা খেতে মজা। বিভিন্ন মজাদার পিঠা গুলো শীতকালে বেশি তৈরি করা হয়ে থাকে। দারুন একটি কনটেস্ট আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
এটি আসলে ও সময়োপযোগী একটা কনটেস্ট ছিল।
এই কনটেস্টে অনেকেই অংশগ্রহণ করবে। এইবারের কনটেস্টটা অনেক সোজা হইছে যার কারণে কারোই তেমন কঠিন লাগবে না এবং সবাই কিছু না কিছু করতে পারবে। আমি পারবো কিনা জানিনা কিন্তু অনেকের পোস্ট দেখতে পারবো মনে হচ্ছে এইবার।
আপনি ঠিক বলেছেন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম পিঠা রেসিপি দেখতে পারব আমরা।
বাহ, প্রতিযোগিতার কথা শুনলে যেন ভালো লাগা কাজ করে। এবারের প্রতিযোগিতার দারুন একটি বিষয় তুলে ধরা হয়েছে। আমি আশা করি এই প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করতে পারবে, কারণ পিঠা পুলি বানানো হয় না, খাওয়া হয় না এমন মানুষ খুব কমই আছে, অনেক ভালো লাগলো সকলের জন্য অনেক শুভকামনা রইল।
শীতের সময়টাতে পিঠার কথাটা শুনলেই কেমন একটা খুশি খুশি ভাব লাগে।
ভাইয়া খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এই সুযোগে নতুন নতুন কিছু শীতের পিঠা বানানোর রেসিপি শিখে নিতে পারব। এবং এই শীতে বানিয়ে খেতে পারব। ধন্যবাদ আপনাকে এবং আমার বাংলা ব্লগের সবাইকে এমন সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বিভিন্ন রকম পিঠার রেসিপি দেখতে পারব এটা ভেবেই অনেক ভালো লাগছে।
ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কনটেস্ট অরগানাইজ করার জন্য। খুব ভালো লাগছে আমাদের এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে। আশাকরি এই কনটেস্ট এর মাধ্যমে আরও সুন্দর সুন্দর পিঠার রেসিপি উপহার হিসেবে পাবো।
খুব আকর্ষণীয় প্রতিযোগিতা, আমি এটি চেষ্টা করতে চাই এবং আশা করি আমি ভাল করতে পারব।
শীত কে স্বরনে রেখে অসাধারন একটি প্রতিযোগিতার আআয়োজন করেছেন।এখানে আমরা বিভিন্ন রেসিপি দিয়ে বানানো পিঠা দেখতে পাবো যা সত্যি অসাধারন ধন্যবাদ প্রতিযোগিতার আআয়োজন এর জন্য।আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু 😍
শীতের আগমন। আর সেই সাথে শীতের পিঠা প্রতিযোগিতা, খুবই আনন্দ। আমাদের মাঝে এতো সুন্দর একটা প্রতিযোগিতা নিয়ে আশার জন্য আপনাকে অনেক ধন্যবাদ৷ ইংশা- আল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।
খুব সুন্দর একটি প্রতিযোগিতায়
শীতের আমেজ শুরু হয়ে গেছে পাশাপাশি হেমন্তের পাকাধান বাড়িতে আসা শুরু হয়ে গেছে। আর তার সাথে সাথে শুরু হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে কনটেস্ট। আমি কর্তৃপক্ষদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
সত্যিই অনেক চমৎকার একটি আয়োজন কিন্তু পিঠা তৈরিতে আমি একেবারে কাঁচা,মোটেও বানানো হয় না।তবে অনেক মজার মজার পিঠার রেসিপি দেখতে পাবো, চেষ্টা করব অংশগ্রহণ করতে।
শুধু দেখলে হবেনা। আপনাকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে। অপেক্ষায় রইলাম আপনার অংশগ্রহণ দেখার জন্য।
অসাধারন একটি প্রতিযোগিতা ❤️ আমি চেষ্টা করবো এটাতে অংশগ্রহণ করতে
এবার এর প্রতিযোগীতাতে খুব শিগ্রই অংশগ্রহন করবো। ইনশাল্লাহ এটাও চেষ্টা করব সকল নিয়মনীতি মেনেই করার জন্য। এমন একটা সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ।
শুধু আপনি না। ভাবিকে ও বলুন কনটেস্টে যেন অংশগ্রহণ করে।
ওতো এখনো ভেরিফাইড হয় নাই ভাইয়া দেখা যাক কি হয়।🙏🙏🙏
ভালোই লাগবে পিঠা প্রতিযোগিতা দেখতে।হস্টেলে থাকার জন্য পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবোনা এজন্য আমার খুব খারাপ লাগছে। তবে শীতের আমেজ পড়তে না পড়তেই আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পিঠার আমেজ শুরু হয়ে গেল পিঠার গন্ধে এবার পেট ভরে যাবে😋।অংশগ্রহণে যোগদানকারী সকল প্রতিযোগীকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভকামনা রইল 😍
আমাদের জন্য এত সুন্দর একটা পিঠা পুলি প্রতিযোগিতার আয়োজন করে। আবারও আমার বাংলা ব্লগ থেকে আমাদেরকে আরো বেশি আনন্দ দেওয়ার উৎসাহ দিয়েছেন। শীত মানেই বাড়তি আনন্দ বাড়তি অনুভূতি তার মধ্যে শীতের পিঠা পুলি তো আনন্দের সীমা নেই। আমাদের জন্য এত সুন্দর একটা কনটেস্ট দেওয়ার জন্য এডমিন প্যানেল মডারেটরগণ এবং সবার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি।
এবারের প্রতিযোগিতার বিষয়টা অনেক সুন্দর হয়েছে। শীতকাল মানেই পিঠাপুলি খাওয়া ধুম। তাই নানা ধরনের পিঠাপুলি খেতে আমরা মেতে উঠি।
আমি চেষ্টটা করব প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য।
অংশগ্রহণের অপেক্ষায় রইলাম।
অসাধারণ একটি প্রতিযোগিতা। চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করার জন্য।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতা আয়োজন করেছেন ভাইয়া।
আমাদের বিভিন্ন ধরনের মৌসুমে নতুন কিছু না কিছু বানিয়ে থাকি। তেমনি শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি।
আশা করি আমাদের সবাইকে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ।।
শীতকাল মানেই পিঠা তৈরীর একটি অন্যরকম উৎসব পড়ে যায়। আর সেই আমেজটা আমার বাংলা ব্লগ কমিউনিটি তেও আসতে যাচ্ছে।
শীত এবার অগ্রিম তার বার্তা নিয়ে এসেছে আর এতে করে সবার পিঠাপুলি খাবার ধুম পড়ে যায়। শীতের পিঠা খেতে অনেক সুস্বাদু আর ভালো লাগে। শীতের পিঠা নিয়ে একটা ভালো কনন্টেস্ট দিয়েছেন সবার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আমিও এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। আমরা আপনার অংশগ্রহণ এর অপেক্ষায় রইলাম।
জি ভাইয়া চেষ্টা করব ইনশাআল্লাহ।
দাদা আবারও আমাদের জন্য নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। শীতের আমেজে শীতের পিঠা পুলির আনন্দ উপভোগ করা খুবই মজার একটা বিষয়। এবং কি সে আনন্দটা এপার বাংলা এবং ওপার বাংলা সবাই একসাথে করার সুযোগ করে দিয়েছেন এতে সত্যি আনন্দের সীমা থাকবেনা দাদা। আমাদের জন্য অনেক সুন্দর একটা আয়োজন করেছেন। এবং কি অনেক সুন্দর করে নিয়মাবলী উল্লেখ করে দিয়েছেন। আমাদের জন্য এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য, ভালোবাসা অবিরাম দাদা।
আপনি ঠিক বলেছেন। এপার বাংলা ওপার বাংলা ২ বাংলার রেসিপি গুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি।
দাদা চেষ্টা করব যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শীতের এই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ
অংশগ্রহণ করুন। বিজয়ী হওয়াই মুখ্য বিষয় নয় অংশগ্রহণ করাটাই বড় বিষয়।
খুবই সুন্দর একটি আয়োজন করেছেন। শীতকাল মানে হচ্ছে পিঠা-পুলির উৎসব। এই কনটেস্টে দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি অবশ্যই চেষ্টা করবো এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।
আপনাদের নতুন নতুন রেসিপি গুলো দেখে খুবই ভাল লাগবে। আমি তো খুবই এক্সাইটেড।
এই কনটেস্টটি দেওয়ার জন্য আমি খুবই আগ্রহী। যদিও বিভিন্ন রকম রান্না করতে পারলেও পিঠা আমি একদম ই ভালো পারি না। তারপরও চেস্টা করবো এই কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ এমন একটি সুন্দর কনটেস্ট এর আয়োজন করার জন্য।
চেষ্টা করুন। পেরে যাবেন। আমরা অপেক্ষায় থাকলাম আপনার রেসিপি দেখার জন্য।
শীত মানেই পিঠাপুলি পায়েস এসবের মহারণ।শীতকালে এসব খাবার ধুম পড়ে যায়।অনেক ভালো একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করার চেষ্টা করব।
বাহ তুমি ও অংশগ্রহণ করবে,,, বিষয়টা খুবই ভালো হবে।
চেষ্টা করব ভাই। নিশ্চিত না🤘
শীতের আগমন। সাথে সাথে আমার বাংলা ব্লগ এর আয়োজিত পিঠা-পুলির উৎসব। এবারের প্রতিযোগিতায় আশা করছি প্রতিযোগীদের সংখ্যা হবে তুলনামূলক বেশি।
খুবই চমৎকার কনটেস্ট এর আয়োজন করেছে এবারে #amarbanglablog অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।
সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য ফাউন্ডার এডমিন মডারেটর এবং সকল একটিভ মেম্বার দের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা
আপনার পিঠা রেসিপি দেখার জন্য অপেক্ষায় রইলাম।
জি ভাই অবশ্যই পার্টিসিপেট করব। ইনশাল্লাহ দোয়া রাখবেন
এবারের প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর পিঠাপুলির আমেজ দেখা যাবে।শীতকালীন নিত্য নতুন পিঠা খেতে খুবই ভালো লাগে আমার। প্রতিযোগিতায় অংশ গ্রহন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শুভকামনা রইল।
পিঠা হবে, মজা হবে সাথে থাকবে ফ্রি স্বাদ, তারপর প্রতিযোগিতা শেষে আরো থাকবে প্রাইজ। বাহ জমে একদম ক্ষীর হয়ে যাবে।
পিঠা রেসিপি কবে দেখবো? যদি ভালো লাগে তাহলে দলবল নিয়ে আপনার বাসায় চলে যাব। 😋
সময় উপযোগী দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শীতকাল এলেই ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা উৎসব শুরু হয়। আমি অবশ্যই আমার পছন্দের শীতের পিঠা তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাল্লাহ।
আমরা অপেক্ষায় থাকলাম।
আমার অংশগ্রহণের লিংক
https://steemit.com/hive-129948/@bidyut01/3wzkas
প্রথম প্রতিযোগী। ধন্যবাদ আপনাকে।
শীতের সকাল শুরু হয়
ভাপা পুলি দিয়ে
কেউ কেউ আবার এই দিনেতে
করতে যায় বিয়ে
কনটেস্টে অংশ নিব
সবাইকে নিয়ে♥♥
শুনে আপনার কবিতা, হয়ে গেলাম ফিদা..
সকাল সকাল লেগে গেল, পিঠা খাওয়ার খিদা।
খেলে পিঠা
মিঠবে খিদা
লাগবে মিঠা
নেইতো দ্বিধা♥♥
সত্যি আপু আপনি অসাধারণ কবিতা লিখতে পারেন। ভাষা হারিয়ে ফেললাম আপনার কবিতাটি পড়ে।
নিজেকে ধন্য মনে করছি♥♥
বানিয়েছি পিঠা এবার
থাকবে না আর ক্ষুধা
রেসিপি জুড়ে পাবে শুধু
ছন্দে মাখা সুধা
আমাদের জন্য এটি দারুন একটি অফার, এই অফার মিস করা যাবে না। খুব সুন্দর সুন্দর অফার আপনারা প্রতিনিয়ত দেন বলেই আসলে খুবই ভালো লাগে ভাইয়া। এমন একটি প্রতিযোগিতা আমাদের জন্য আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@alauddinpabel/zufbk
আমার উপস্থিতি:
https://steemit.com/hive-129948/@emonv/3canzc-or-or-or-or-shy-fox
https://steemit.com/hive-129948/@selinasathi1/or-or-or-or-shy-fox
খুব ভালো উদ্যোগ। সবাই মজার মজার পিঠার রেসিপি শেয়ার করবে সেটা দেখে আমি বাসায় বানাতে চেষ্টা করবো।
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/or-or-or-or-10-shy-fox
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@tangera/3q4wp6-or-or-or-or-10-beneficiary-to-shy-fox
আমার অংশ গ্রহন
https://steemit.com/hive-129948/@khan55/or-or-or-or-10-shy-fox
https://steemit.com/hive-129948/@swagata21/2j7tvk
এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@shopon700/3speba-or-or-shopon700-10-shy-fox
আমার অংশগ্রহণ,
https://steemit.com/hive-129948/@tasonya/or-or-shy-fox
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@sshifa/4atcdm-or-or-or-or
খুবই সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করার জন্য আপনাকে সাধুবাদ জানাই, কনটেস্টে আমাদের ঋতুবৈচিত্র্য আবহাওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। খুবই ভালো লাগছে এটা ভেবে যে এত সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো।
https://steemit.com/hive-129948/@ayrinbd/amnny-shy-fox-10-beneficiary
আমার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পোষ্টের লিঙ্ক নিম্নে।আমার বাংলা ব্লগ কনটেস্ট-৯ / দুই স্তরের সূর্যমুখী পিঠা এবং ঝাল পুলি পিঠ।
জামাই পিঠা তৈরির রেসিপি (আমার বাংলা ব্লগ কনটেস্ট-০৯)||10% beneficiary for shy-fox||
আমার অংশগ্রহণ।
শীতের পিঠা রেসিপিতে আমার অংশগ্রহণ:আমার বাংলা ব্লগ কনটেস্ট-৯ আমার পছন্দের শীতের পিঠা(চই পিঠা )তৈরির রেসিপি
আমার অংশগ্রহন
আমার শীতের ঝাল ভাপা পিঠা (আমার বাংলা ব্লগ কনটেস্ট:-৯)।১০% shy-fox
এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@isratmim/625r4h-shy-fox
আমার অংশ গ্রহণ

https://steemit.com/hive-129948/@isha.ish/5isqzi-or-or-or-or-shy-fox
আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@naimuu/5snubu
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@bristy1/or-or-or-or
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@alamin-islam/glofg-or-or
https://steemit.com/hive-129948/@rita135/6ddhr9-shy-fox-10-beneficiary
https://steemit.com/hive-129948/@neelandneel/595l4x
আমার অংশগ্রহণের পোস্টের লিঙ্ক :-
https://steemit.com/hive-129948/@alokroy647/36s2or-or-or
আমার এন্ট্রি
https://steemit.com/hive-129948/@simaroy/62bawb
পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি(শীতের পিঠা কনটেস্ট) {১০% শিয়াল পন্ডিত মশাই এর জন্য}
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@ebrahim2021/or-or-or-or-10-beneficiary-shy-fox
আমার অংশগ্রহণঃ-
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা:৯-আমার প্রিয় ছিটা পিঠা তৈরি
https://steemit.com/hive-129948/@rahimakhatun/rixb4
আমার অংশগ্রহণ এই প্রতিযোগিতায়:
https://steemit.com/hive-129948/@sharmin86/79yvku
ওয়াও, এমন দারুন একটি প্রতিযোগিতার অপেক্ষায় ছিলাম। আমার পছন্দের, একটি প্রতিযোগিতা। এমন প্রতিযোগিতা উপহার দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ
তৈরি করুন আপনার পছন্দের পিঠা, আর শেয়ার করুন আমার বাংলা ব্লগ বাসীর সাথে।
https://steemit.com/hive-129948/@md-razu/or-or-or-or-shy-fox
https://steemit.com/hive-129948/@md-ashik/or-or-or-or-or-or-10-beneficiary-shy-fox
https://steemit.com/hive-129948/@emranhasan/5u73v7-or-or
আমার লিংক-
https://steemit.com/hive-129948/@green015/or-10
আমার অংশ গ্রহণ
https://steemit.com/hive-129948/@santa14/5o26e5-shy-fox-10-beneficiary
আমার অংশ গ্রহন👇
https://steemit.com/hive-129948/@rayhan111/or-10