গ্রাম্য পরিবেশে সুন্দর একটি বিকেল : অসাধারণ আকাশ আর প্রচুর বাতাস
যারা শহরে বাস করে তারা একটা বিষয় খুবই মিস করে। সেটা হল বিশুদ্ধ মুক্ত বাতাস। সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলেও হারিয়ে যাওয়ার তেমন জায়গা খুঁজে পায়না তারা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ছেড়ে একটা মুহূর্তের জন্য সজীবতার সংস্পর্শে কে না যেতে চায়। শহুরে জীবন গুলো কেমন একটা একঘেয়েমি হয়ে গেছে। প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ঐ একই রুটিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই দু'ঘণ্টার লম্বা জ্যাম পার করে কর্মস্থলে যোগ দেয়া । সারাটা দিনের ওই ব্যস্ততা কাটিয়ে সন্ধ্যার সময় যখন আবারো জ্যাম আটকে থাকতে হয়, তখনকার উপলব্ধিটা শুধু সেই বুঝবে যার সাথে প্রতিনিয়ত এমনটাই হয়। জ্যামে বসে থাকার অভিজ্ঞতা আমার অনেক আছে। কিন্তু এরকম জীবনের অভিজ্ঞতা হয়তো আমার নেই, কিন্তু কিছুটা হলেও অনুভব করতে পারি ।
এজন্য শহরের তুলনায় গ্রাম অনেক শান্তির জায়গা। শহরের মত ওই প্যাঁ পুঁ বাঁশির শব্দ, গাড়ির হর্ন, হকারদের খুচানি, আসে পাশের গাড়ির কালো ধোঁয়া, প্রচন্ড গরম সাথে ক্লান্ত শরীর, এগুলো অন্তত গ্রামে দেখা যায় না। এর বদলে গ্রামে পাবেন কিচিঁরমিচিঁর পাখির ডাক, বাতাসে গাছের ডালপালা নড়াচড়ার শব্দ, জমিতে বাতাসের সাথে ফসলের গন্ধ, পুকুরে মাছের ছুটোছুটি, বাচ্চাদের খেলাধুলা, গরু আর নাঙ্গল নিয়ে কৃষকের মাঠে যাওয়া, বৃষ্টির সময় তাড়াহুড়ো করে ফসল ঘরে তোলা, বিকেলবেলা কৃষকের মাথায় শাকসবজি নিয়ে বাজারে যেতে দেখা, এগুলো একমাত্র গ্রামেই সম্ভব ।
![]() | ![]() |
---|
যদিও গ্রামের মানুষদের মধ্যে আগের মত অতটা আন্তরিকতা এখন আর নেই। এর প্রধান কারণ হলো গ্রাম্য রাজনীতি। একে অপরের সাথে সম্পর্ক গুলো এই রাজনীতির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। একসময় গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কিন্তু তারা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মানুষ গ্রামের প্রতি বেশি আকৃষ্ট হত গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষ গুলো দেখে। গ্রামের মধ্যে রাজনীতি ঢুকে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর বিশুদ্ধতা সেই আগের মতই আছে। প্রকৃতি প্রতিনিয়ত আমাদেরকে দিয়েই যাচ্ছে। আমাদের শুধু প্রয়োজন আর একটু যত্নশীল হওয়া।
![]() | ![]() |
---|
এই কথাগুলো আমি আজ কেন বললাম? আজ এই বিষয়গুলো আমি উপলব্ধি করতে পারছিলাম একটা পরিবেশে দাঁড়িয়ে। সেটা নিয়েই আবার কথা বলব। আজ সারাদিন আকাশটা মেঘলা ছিল। কখনো কখনো আকাশ হালকা পরিষ্কার লাগছিল। আবহাওয়া বেশি একটা ভালো না হওয়ার কারণে সারাদিন বাইরে তেমন একটা যাওয়া হয়নি। বিকেলের দিকে আকাশটা একটু পরিষ্কার লাগছিল তাই ভাবলাম একটু মাঠের বাতাস খেয়ে আসি। সারাদিন রুমে থাকার পর মাঠের মধ্যে যেয়ে, কি যে একটা দারুন অনুভুতি লাগছিল বলে বোঝানো যাবে না। দক্ষিণা বাতাসে প্রাণটা একদম জুড়িয়ে গেল।মাঠের মধ্য দিয়ে একটা রাস্তা বয়ে চলেছে। আমি মাঠের মাঝখানে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম। আমার পাশেই কতকগুলো কবুতর এসে পোকামাকড় খাচ্ছিল। সেই সাথে উত্তরের আকাশটাও বেশ চমৎকার লাগছিলো। ক্যামেরা বন্দী করতে আর দেরি করিনি।বেশ কএকটা ছবি তুলে নিয়েছিলাম।
![]() | ![]() |
---|
আমি যেখানে ছিলাম, তার আশেপাশে অনেক রকম ফসল চাষ করা হচ্ছে। আমার সামনে ছিলো ধানি জমি। আর পিছনের একটু বাম দিকে আখ ক্ষেত। তার পাশেই সবজি ক্ষেত। এমন পরিবেশের মাঝে দাঁড়িয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছিলাম।নিমিষেই যেন মনটা ভালো হয়ে যায়। শহুরে জীবনের থেকে কতটা ভালো এই পরিবেশ, সেটা উপলব্ধি করতে পারছিলাম।
Location : https://w3w.co/boomerang.flatter.tugged
গ্রাম্য পরিবেশে এমনিতেই সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে।তার মধ্যে আপনি যে গ্রামে গিয়েছেন তা অসাধারণ ছিল। ফটো গুলো দেখে বোঝা যাচ্ছে। তাছাড়াও আপনার কাটানো সমটাকে আপনার লেখার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ক্ষেতের জমিগুলোর কথা না বললেই নয়।ধন্যবাদ আপনাকে আপনার গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
একটা কথা আছে, " গ্রাম ছবির মতো সুন্দর "। আসলেই সত্যি। তবে বিশেষ করে এই কথাটা একদম খাঁটি কথা বলেছেন যে রাজনীতি ঢুকে গ্রামের পরিবেশটাকে একদম শেষ করে দিয়েছে!
একদম যা তা করে ফেলছে।
তবে আপনার গ্রামটাই অতিরিক্ত সুন্দর নাকি আপনার ছবি তুলার হাত এতোটা সুন্দর তা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড! মনে হয় দুটোই অপরূপ।
আর আপনার লেখার ধরণ এ যে অকৃত্রিমতা থাকে ওইটাই বেশি ভালো লাগে। বাড়িয়ে চাড়িয়ে লিখা পরে খুব বিশ্রি লাগে ভেতরে। তবে খাঁটি কথা পড়লে দিন শেষে এটাই মনে হয় যে, নাহ ভালো একটা কিছু অন্তত পড়লাম।
আপনি যে পড়ে শান্তি পেয়েছেন, এটা শুনেই ভালো লাগলো। লেখক এর সার্থকতা এখানেই।
অবশ্যই ভাইয়া। 🥰🥰
আপনার গ্রামের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অনবদ্য।দেখে ও মন ভরে যায়।কিন্তু শহরের যানজট মানুষকে সবসময় ব্যস্ত রাখে।আপনি প্রকৃতির অনেক ছোট ছোট কথা সুন্দরভাবে লেখায় মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দাদা।প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্তভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা।বিশেষ করে সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে কবুতর পাখির উড়ে যাওয়া, নীল আকাশে সাদা মেঘ ভেসে যাওয়া আর সবুজের মাঝে পথ চলা যেন আনন্দের সঙ্গে সঙ্গে মানুষের আয়ু ও দ্বিগুণ বেড়ে যায়।অনেক ভালো লাগলো ছবিগুলো দেখে এবং লেখাগুলো পড়ে দাদা।ধন্যবাদ দাদা অসাধারণ বিকেল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
আপনার কমেন্টটা পড়ে আমি সত্যিই অনুপ্রাণিত হলাম। ছবিগুলোর মধ্যে কবুতরের ছবিটা আমার কাছেও অনেক ভালো লেগেছে। কবুতর গুলো উড়ে যাচ্ছিল, সেই মুহূর্তে হঠাৎ ক্যামেরা ওপেন করে ছবিটা তুলে ফেলেছিলাম।
দারুন লাগলো। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে। আপনার ফটোগ্রাফির হাত ও খুব ভালো। দারুন সময় উপভোগ করেছিলেন।ঝকঝকে পরিস্কার প্রকৃতির চমৎকার ফটোগ্রাফি। দুর্দান্ত কিছু মুহূর্ত। সব মিলিয়ে ফুল প্যাকেজ একটা কন্টেন্ট। শুভেচ্ছা অবিরাম দাদা
ছবি গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি দেখতে অনেক সুন্দর হয়।আপনার কথোপকথন গুলো আমার কাছে খুবই ভালো লাগে।আপনি খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন ভাই। আপনার গ্রাম বাংলার পরিবেশ খুবই ভালো লেগেছে।
ভালো লাগাতে পেরে আমিও আনন্দিত।
সত্যি ভাই বেশ সুন্দর পরিবেশ, দেখেই চোখ জুড়িয়ে যায়।
সবুজের মাঝে প্রাণ চঞ্চলতা-সবুজের মাঝে সজীবতা,
দু চোখ জুড়িয়ে আসে-সাথে থাকে হৃদয়ের কোমলতা।
আরে বাহ! কবিতা হয়ে গেলো একটা, সত্যি দৃশ্যগুলো উপভোগ্য ছিলো। ধন্যবাদ
কবি আপুর সাথে আপনার মেলা আছে দেখছি।
আজকের দিনটা আপনার প্রকৃতির সাথে বেশ ভালোই কেটেছে। আর আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো 🥀
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
সত্যি বলতে আপনার গ্রামের পরিবেশ খুবই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামে কোনো কোলাহল নেই। ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা।
পরিবেশটা একদম কোলাহলমুক্ত ছিল।জাস্ট অসাধারণ।
গ্রামের এমন সুন্দর পরিবেশ দেখে আমি প্রশংসায় পঞ্চমুখ 😍।সব দিক থেকেই পোস্টটি যেন একটি রূপসী কন্যার মত লাগছে।চোখ ফেরাতেই ইচ্ছে করছে না🥰।সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর সুন্দর উপস্থাপনায় মনটা ভরে গেলো।সত্যিই শহর থেকে গ্রাম ৯৫% ভালো।শহরে সাত তলায় থেকে যে সুখ নেই তার থেকে বেশি সুখ রয়েছে গ্রামের প্রকৃতির মধ্যে যেটা আপনি উপভোগ করেছেন💖।
অনেক সুন্দর ছিলো ভাই।ভালোবাসা এবং শুভ কামনা রইলো অভিরাম💞
শহরে থাকা মানুষগুলো, গ্রামকেই পছন্দ করে আমার মনে হয়।
আপনি অসাধারণ গ্রাম্য ফটোগ্রাফি করেছেন। বে সম্ভব ভালো আলোচনা করেছেন গ্রম্য পরিবেশ আমার খুব ভালো লাগে কারণ আমি ছোট বেলা থেকে গ্রামের আকাশ বাতাস নদী আর বিশুদ্ধ অক্সিজেনের সাথে বেড়ে উঠেছি।
ধন্যবাদ
হুম,,, গ্রামের পরিবেশটা আসলেই দারুন।