তুমি সেখানে আর বাস করো না।

in আমার বাংলা ব্লগ3 years ago

book-3755514_1280.jpg

অতীত। এটি কারো জন্য দুঃস্বপ্ন, কারো জন্য শিক্ষা, কারো জন্য ব্যর্থতার কারণ, আবার কারোর কাছে সুখকর স্মৃতি। আমাদের অতীত যেমনই হোক সেই অতীত নিয়ে যদি আমরা পরে থাকি তাহলে আমরা ভবিষ্যতে কখনোই সফল হতে পারব না। আমরা যদি অতীতে বড় কোন ভুল করে থাকি তাহলে সেটির জন্য ভেঙে পড়লে কখনোই চলবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত সাজাতে হবে। বর্তমানকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে বর্তমান সফল তো ভবিষ্যৎ আলোকিত।

আপনি যদি ভবিষ্যত নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি একটু ভেবে দেখুন অহেতুক চিন্তা আপনার ভবিষ্যতের জন্য লাভজনক নাকি ক্ষতির কারণ। আপনি যতটুকু সময় আপনার অতীতের ব্যর্থতা নিয়ে চিন্তিত থাকবেন, আপনার জীবন থেকে কতটুকু সময়ই বাজে ভাবে নষ্ট হয়ে যাবে । বিন্দু পরিমানও লাভ হবে না আপনার। তবে অতীতকে একেবারে ভুলে যেতে নেই। অতীতের প্রত্যেকটা সফলতা এবং প্রত্যেকটা ব্যর্থতা, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। অতীতকে মনে রাখা শুধুমাত্র শিক্ষা নেওয়ার জন্য ঠিক আছে। কিন্তু অতীতের ব্যর্থতাগুলো মস্তিষ্কে বাসা বাঁধতে দিবেন না। এতে আপনার অন্তরের মধ্যে আপনার ব্যর্থতার কথাগুলো গেঁথে যাবে। এটার প্রভাব আপনার ভবিষ্যতের সফলতা অর্জনকে দারুণভাবে বাধাগ্রস্ত করবে । আপনার অবচেতন মন ধরে নিবে আপনার পক্ষে সফলতা অর্জন সম্ভব নয়। এজন্য অতীতের ব্যর্থতাগুলোর স্মৃতি মাথায় না রেখে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

benches-560435_1280.webp

আপনি যদি পাঁচ মিনিট আপনার অতীতকে নিয়ে ভাবেন আর হতাশাগ্রস্ত থাকেন তাহলে আপনার লাভটা কোথায় হবে বলতে পারবেন ? আপনাদেরকে খুব সহজ একটি উদাহরণ দিই। ধরুন আপনার এবং আপনার একটি বন্ধু দুইজনকেই দুইটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে । আপনারা দুজনই প্রথম দিনে প্রথম সাবজেক্টের উপর পরীক্ষা দিলেন। আর সেদিনই প্রথম সাবজেক্ট এর রেজাল্ট পেয়ে গেলেন। আপনাদের দুইজনের রেজাল্টই খারাপ আসলো। এখন পরের দিন আপনার আরও একটি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তো যেদিন আপনার প্রথম পরীক্ষাটি দেওয়া শেষ হলো সেদিন রাতে আপনি আপনার বাজে পারফরমেন্সের জন্য খুবই চিন্তিত। হয়তো আপনার কোন একটি দুর্বলতার কারণে আপনি ভাল করতে পারেননি। আপনি বিষয়টি মেনে নিতে পারছেন না। আর এদিকে আপনার অপর বন্ধুটি যার পরীক্ষাও ভাল হয়নি, সে আগামী কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে লেখাপড়া করছে। আর আপনি আজকের গত হয়ে যাওয়া পরীক্ষাটা নিয়ে বসে বসে চিন্তা করছেন।

আপনি এভাবে এক ঘন্টা পার করলেন। এক ঘন্টা পার করার পর আপনি একবার ভেবে দেখুন তো, যেই এক ঘন্টা ধরে আপনি অতীত নিয়ে চিন্তা করতেছেন সেই নষ্ট হয়ে যাওয়া এক ঘন্টা সময় আপনার ফিউচারের জন্য কতটুকু লাভ বয়ে আনলো? আর আপনার যে বন্ধুটি অতীতকে না ভেবে ভবিষ্যতের জন্য প্রিপারেশন নিচ্ছে এক্ষেত্রে তার লাভ কতটুকু? এই জিনিসটা আপনি একটু গভীরভাবে চিন্তা করুন। আমি শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে উদাহরণ দিলাম।

পৃথিবীতে যারাই সফল তাদের প্রত্যেকের জীবনে ব্যর্থতার প্রচুর গল্প রয়েছে। তারা ব্যর্থতার দিকে কখনোই ফিরে তাকায়নি। তারা যদি ফিরে তাকাতো, তাহলে আজকের বিশ্ব তাদেরকে কখনোই চিনত না। তারা কখনোই সফলতার লিস্টে পদার্পণ করতে পারতোনা। তবে এখানে আমি কিন্তু বলছি না যে আপনাকে অতীত ভুলে যেতে হবে। আপনার জীবনের অনেক বড় ব্যর্থতার অতীত আপনি কখনোই সম্পূর্ণভাবে ভুলে যেতে পারবেন না । তবে অতীতকে ইগনোর করা সম্ভব।শুধুমাত্র শিক্ষাটুকু গ্রহণ করে, সে শিক্ষাকে কাজে লাগিয়ে সফলতার আলোর অন্বেষণ করতে হবে।
fantasy-2801105_1280.jpg

তবে এখানে আরো একটা বিষয় খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে৷ সেটি হচ্ছে আমরা যখন অতীতে কোনো ভুল করে থাকি বা কোন বড় পাপ করে থাকি তখন আমাদের মনে আমাদের নিজেদের প্রতি ঘৃনা জন্ম নেয়। মনে রাখতে হবে আপনার সফলতা বা আপনার সুকর্ম আপনার অতীতের গ্লানি মুছে দিতে পারে। কিন্তু অতীতকে নিয়ে পরে থাকলে আপনার অতীত কখনোই আপনার পিছু ছাড়বে না।

যাইহোক, আজ আপনাদের কাছে অতীতকে কেন্দ্র করে সফলতা-ব্যর্থতা নিয়ে অনেক কিছুই বলে ফেললাম। আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের জীবনই ত্রুটিযুক্ত। ভুলভ্রান্তি বা বিভিন্ন ত্রুটিগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ভবিষ্যতকে আলোকিত করার চেষ্টা করব আমরা। আমাদের প্রত্যেকের উচিত একে অপরের সহযোগী হিসেবে পাশে থাকা। কারণ অনেক সময় পারিপার্শ্বিক বিভিন্ন বাজে লোকের বাজে মন্তব্যের জন্য অনেকেই তার প্রবলেমগুলো ওভারকাম করতে ব্যর্থ হয়। এজন্য আসুন আমরা একে অপরের শত্রু না হয়ে একে অপরের বন্ধু হয়ে বেঁচে থাকি। পৃথিবীটা অনেক সুন্দর।


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

তুমি সেখানে আর বাস করো না
যা আমার অতীত
আজ আমার স্মৃতিতে
আমার মননে শুধুই,,,,

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ।

 3 years ago 

অনেক শিক্ষনীয় একটি পোস্ট করেছেন ভাইয়া।একদম ঠিক কথা, অতীত নিয়ে বসে ভাবলে শুধু সময়ই নষ্ট হবে, কোন কাজের কাজ হবেনা, যারা অতীতকে ভুলে সামনের দিকে অগ্রসর হয়েছে তাঁরাই তো সফলকাম হয়েছে। অনকে ধন্যবাদ ভাইয়া সুন্দর এই পোষ্টটি আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

খুবই জ্ঞানমূলক একটি পোস্ট করেছেন ভাইয়া আপনি। ভালো মন্দ নিয়ে গঠিত অতীত।

 3 years ago 

আমাদের জীবনের দুঃখময় অতীত গুলো আমাদের জীবনের কালো অধ্যায়। আর এই অতীত গুলো থেকে আমরা সব সময়ই শিক্ষা লাভ করতে পারি। আমরা যখন জীবনে ব্যর্থ হয়েছি তখন মানুষের নানা কথার সম্মুখীন হয়েছি। আর আমরা যদি সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে উঠতে পারি তবে আমাদের অতীত নিয়ে চিন্তাভাবনা করা সার্থক হবে। অতীত থেকে সব সময় আমাদের শিক্ষা লাভ করা উচিত ও ব্যর্থতাকে ভুলে গিয়ে সে বিষয়টির উপর ভিত্তি করে আরো বেশি সফল হওয়ার দিকে এগিয়ে যাওয়া উচিত। ভালো খারাপ দুটো মিলিয়ে আমাদের অতীত জীবন। আমাদের জীবনে যেমন অতীতের ভালো কিছু স্মৃতি রয়েছে তেমনি রয়েছে কিছু খারাপ মুহূর্তের স্মৃতি। আর সেই খারাপ বা দুঃখময় স্মৃতি গুলোকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে হলে আমাদের ভুল গুলোকে খুঁজে বের করে আগামীর পথে এগিয়ে যেতে হবে। আপনার পোষ্টের প্রতিটি কথা আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার পোষ্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনার পোষ্টের মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হই। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মানুষের এটাই সবচেয়ে বড় সমস্যা অতীতের ভূল নিয়ে পড়ে থাকে। তবে যারা বুদ্ধিমান তারা কখনোই অতীত নিয়ে পড়ে থাকে না। এবং কেউ যদি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে তাহলে সেটা মোটেই সুখকর হবে না। কথাটা দারুণ বলেছেন ভাই।

অতীত। এটি কারো জন্য দুঃস্বপ্ন, কারো জন্য শিক্ষা, কারো জন্য ব্যর্থতার কারণ, আবার কারোর কাছে সুখকর স্মৃতি।

আমার জন্য সবগুলো। অতীতে আমি সবরকম পরিস্থিতির সম্মূখিন করেছি।

 3 years ago 

আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের জীবনই ত্রুটিযুক্ত। ভুলভ্রান্তি বা বিভিন্ন ত্রুটিগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ভবিষ্যতকে আলোকিত করার চেষ্টা করব আমরা।

খুব ভালো লিখেছেন ভাই, শেষের কথাগুলো যথেষ্ট যুক্তিযুক্ত ছিলো। পুরো ব্লগটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং শেষে এটাও বলছি আপনি খুব সুন্দর লিখতে পারেন। ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

হুমম ভাইয়া অতীতে ঘটে যওয়া কিছু সময় মনে পরলে অনেক কষ্ট লাগে। তবে অতীতকে ভুলতে পারলেই নিজের জীবনে ভালো কিছু করতে পারবো,,,
আপনি অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাইয়া,,,

অতীতকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে নিজের বর্তমানটা নষ্ট করে ফেলছি তা চিন্তা করলেই খারাপ লাগে। আমি এমন অনেক ব্যাপার এই অতীত নিয়ে ভাবছি আর সামনে সেই খারাপ সময় ই আসছে। কিন্তু এখন আমি অতীতের ভুল, দোষ ভুলে নতুন ভাবে আগাচ্ছি। ❤️

 3 years ago 

অতীতকে কখনোই মনে পড়ে ভেঙে পড়লে চলবে না। পাস্ট ইজ পাস্ট। যেটা হবার সেটা হয়ে গেছে। তবে আমাদের অবশ্যই উচিত ভবিষ্যতের চিন্তাকে দূরে রেখে সামনের দিকে পথ চলা। তবে আমাদের সফলতা সুনিশ্চিত।

ভালো-মন্দ দুঃখ-কষ্ট এবং সুখ নেই আমাদের অতীত গঠিত। তবে কখনোই অতীতকে মনে করে ভবিষ্যৎ নষ্ট করা উচিত নয়। খুবই চমৎকার এবং জ্ঞান মূলক বক্তব্য তুলে ধরেছেন। পড়ে খুব ভালো লাগলো

 3 years ago 

কথায় আছে-ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি।
আসলে অতীতের কোন ব্যর্থতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সাফল্য লাভ করা যায়।
অনেক সুন্দর লেখার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35