জয় হোক বন্ধুত্বের।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। আজকে আমি কথা বলব আমাদের জীবনে বন্ধুর গুরুত্ব এবং টক্সিক বন্ধু থেকে দূরে থাকবেন কিভাবে সে বিষয়ে। বন্ধু হচ্ছে এমন একটা সুন্দর সম্পর্ক যেটার প্রয়োজন রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে। কথায় আছে একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির থেকে উত্তম। তবে সেই বন্ধুত্ব টা অবশ্যই ভালো একজন মানুষের সনে হতে হবে।

বন্ধু আসলে দুই প্রকার। এক আছে যারা শুধু নামেমাত্র। আরেক টাইপের আছে যারা আপনার জন্য জান দিয়ে দিতে পারে। বন্ধু নির্বাচনের সময় আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি কি আসলে সঠিক একজন মানুষের সাথে বন্ধুত্ব করছি?? আমাদের বুঝতে হবে কে আসলে প্রকৃত বন্ধু। একজন প্রকৃত বন্ধুর গুরুত্ব আসলেই ব্যাপক। এখানে আপনার দিকটাও অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে। কখনো কারো সাথে স্বার্থপরতার মত আচরণ করা যাবে না। কেউ মনে কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না । কেউ কোন বিশ্বাস রেখেছে আপনার প্রতি, সেটার উপর কখনোই আঘাত করা যাবে না। শুধু প্রকৃত বন্ধু খুঁজলে হবে না। নিজেকেও অন্যের জন্য একজন সৎ ও লইয়াল বন্ধু হিসেবে তৈরি করে রাখতে হবে।

কেউ বন্ধু হয়ে কাছে আসতে চাইলে তার সাথে কখনোই স্বার্থপরতার মতো আচরণ করবেন না। হতে পারে আপনার প্রকৃত বন্ধু হতে এসেছিল। আপনার দিক থেকে আপনি ঠিক থাকবেন। কারোর মন ভাঙলে নিজের মন ও কেউ এসে ভেঙে দিয়ে যাবে। অলওয়েজ লইয়াল থাকুন। এরই মাঝে পেয়ে যাবেন কিছু ভালো বন্ধু।

আসলে বন্ধুত্ব গুলো আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলে যে প্রত্যেকটা মানুষ তার সার্কেলে যে বন্ধুগুলো আছে তাদের আচরণের অ্যাভারেজ হয়ে বেড়ে ওঠে। বন্ধুদের জন্য লাইফের মোড় ঘুরে যেতে পারে। আপনি যে টাইপের বন্ধুদের সাথে চলাফেরা করবেন তাদের চিন্তা ভাবনার সাথে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর আপনার সার্কেলে থাকা বন্ধুদের চিন্তাভাবনা আপনার চিন্তা ভাবনার মধ্যেও লক্ষ করবেন। এটাই স্বাভাবিক। এটাই ন্যাচারালি হয়ে থাকে। জীবনে বন্ধুদের গুরুত্ব প্রত্যেকটা পর্যায়ে রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত আপনার কিভাবে কাটবে বা জীবন কোনদিকে যাবে সবকিছুর উপরে বন্ধুদের একটা প্রভাব রয়েছে। তাই বন্ধুত্ব নির্বাচনে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আপনার বন্ধু গুলো যেন এমন হয় যে তারা আপনার সব সময়ই সব রকম ভাবেই শুভাকাঙ্ক্ষী।

আমি দুই টাইপের বন্ধুদের খুবই ঘৃনা করি। আর তিন টাইপের বন্ধুদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমি প্রত্যেকটা মানুষকেই বন্ধুত্ব নির্বাচনে এই একই পরামর্শ দিব যেটা আমি ফলো করি। ক্লোজ বন্ধুদের সাথে যেহেতু সব সময়ই ওঠাবসা, চলাফেরা হয় তাই তাদের আচরণ বুঝতে পারাটা খুব কঠিন কিছু না। শুধুমাত্র সিদ্ধান্তের অপেক্ষায়, আপনি এই টাইপের বন্ধুদের সাথে থাকতে পারবেন নাকি আপনার বন্ধু পরিবর্তন করা প্রয়োজন। আমি নিজে যেই দুই টাইপের বন্ধুদের খুব অপছন্দ করি তাদের মধ্যে রয়েছে যারা খুবই স্বার্থপর এবং যারা অন্যের ক্ষতি করার মন মানসিকতা রাখে। আর তিন টাইপের বন্ধুদের থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি। তাদের মধ্যে রয়েছে যারা প্রচন্ড পরিমাণে নেশা করে, যারা স্বার্থপর এবং যারা অন্যের ক্ষতি করে।

যারা খুব বেশি নেশাগ্রস্থ তাদের সাথে বন্ধুত্ব করা অনেক বড় ভুল। কারণ তাদের হিতাহিত জ্ঞান থাকেনা কিছু সময়ে। ওই সময়টায় আপনার কোন ক্ষতি করে দিতে তাদের একটুও বাধবে না। নেশাগ্রস্থ অবস্থায় কোন বিবেক বুদ্ধি কাজ করে না। সভ্য সমাজের সামনে আপনার সম্মানহানি হতে পারে। আবার তার কোনো অপকর্মের ফল আপনাকেও ভোগ করতে হতে পারে। তাই সাবধান।।। আর স্বার্থপরতা... ওদের নিয়ে কি বলব। যখনই বুঝতে পারবেন আপনার বন্ধু স্বার্থপর তখনই ত্যাগ করুন । আর ঐ সকল বন্ধু যারা অন্যের দোষ গুলো আপনার সামনেই অন্যের কাছে বলে বেড়ায় আবার কখনও কখনও একটু বেশি বাড়িয়ে বলে, তাদের থেকে ১০০ হাত দূরে থাকুন। আপনি নিশ্চিত থাকুন অন্য কারো সাথে ভালো সম্পর্ক হলে আপনার বিষয়েও এইগুলোই বলে বেড়াবে। আর বন্ধু যদি শত্রু হয় তাহলে সেটা কত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা তো আর বলতে হবে না। এই জন্য এই তিন টাইপের বন্ধু থেকে অনেক অনেক দূরে থাকুন।

আসলে প্রকৃত বন্ধু যে আমাদের জীবনের কতটা প্রয়োজন সেটা আর বলে বুঝানোর কোন প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু ভালো বন্ধুর প্রয়োজন। ভালো বন্ধু দরকার আছে আমাদের বিপদে আপদে, খারাপ সময়ে, ভালো সময়ে.. প্রত্যেকটা সময়ে। কিছু বন্ধু সবসময় পাশে থেকেযায়। ওই টাইপের বন্ধুদেরই সবসময় মাথায় তুলে রাখা উচিত। জয় হোক বন্ধুত্বের। প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু সত্তিকারের বন্ধু থাক.. এই কামনা করি। আজ বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।

1654514415500.png

image source & credit: copyright & royalty free PIXABAY2



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বন্ধু পাওয়ার ক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এমন কিছু বন্ধু পেয়েছি যারা মানুষ হিসেবে আসলেই খুব ভালো। আপনি পোস্টে বেশ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তবে আমি যেটা মনে করি ভাল বন্ধু ইচ্ছা করলেই পাওয়া যায় না। এটা অনেকটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। তবে হ্যা আপনি যার সাথে বন্ধুত্ব করছেন তাকে বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। যদি সে খারাপ হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়াই ভালো। চমৎকার লিখেছেন। ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলেই ভালো কিছু বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।

 2 years ago 

অতি বাস্তবিক একটি ব্লগ বন্ধু সম্পর্কে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন ভাই। সত্যি বলতে প্রকৃত বন্ধুর খুবই অভাব। চারো দিকে স্বার্থন্বেষী বন্ধুবান্ধব রয়েছে, যার কারণে তাদের থেকে দু-একটা বাছাই করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তবুও অনেকের ভালো ভালো বন্ধু রয়েছে যারা বন্ধুর জন্য জানও দিতে পারে, যদিও এ সংখ্যা খুবই কম। আপনার ব্লগ টি পড়ে আমার একটা কবিতার কিছু লাইন শেয়ার করলাম ধন্যবাদ আপনাকে।

আমরা যাকে বন্ধু বলি,
আসলে তারা কি বন্ধু হয়?
স্বার্থপর ঐ লোকগুলো সব,
কেমনে মোদের বন্ধু হয়?

বন্ধু মানে বনলতা,বন্ধু মানে মাথার ছাতা,
বন্ধু মানে শীত কালে গায়ে জড়ানো নকশীকাঁথা।

সুখ দুঃখ, বিপদ আপদ
যদি জীবনে আসে,
সত্যিকারের বন্ধু যারা তারাই থাকে পাশে।

 2 years ago 

দিনশেষে ভালো কিছু বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার।

 2 years ago 

অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন ভাইয়া। আসলেই সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো বন্ধু নির্বাচন করতে পারলে জীবনে ভালো কিছু করা যাবে। ভালো লক্ষ্যে পৌঁছা যাবে কিন্তু খারাপ বন্ধুর সাথে মিশলে আমরা খারাপের দিকে ধাবিত হবো এটাই স্বাভাবিক। বন্ধুই জীবনকে সার্থক করে তুলতে পারে।আবার কিছু বন্ধু আছে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে দিতে পারে। তাই আমাদের সবাইকে সবাইকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত।

 2 years ago 

স্বার্থপর বন্ধুদের থেকে সব সময় দূরত্বে অবস্থান করাই ভালো।

 2 years ago 

আপনার বন্ধু নির্বাচনের বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠিক বলেছেন স্বার্থপর এবং নেশা খোর বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। যারা নেশা করে তাদের আসলেই আসলেই দূরে থাকা উচিত। কারণ নেশা যারা করে তাদের হিতাহিত জ্ঞান থাকেনা এবং অন্যকেও সেই জগতে টেনে নেয়ার চেষ্টা করে। অনেকেই আছে বন্ধুর কাছ থেকে শুধু আশাই করেন নিযে তার কোনোটাই পূরণ করতে চায়না। এরকম লোকজনের সঙ্গে বন্ধুত্ব না করাই ভালো। তাছাড়া বন্ধুত্ব জিনিসটা এমন যে একদিনে হয় না। অনেকদিন জানাশোনার পরেই ভালো বন্ধুত্ব তৈরি হয়। এক দিনের বন্ধুত্ব কখনো কারো জন্য সুখকর নয়।

 2 years ago 

ঠিক বলেছেন আপু । এখনকার সময়ে যারা নেশা করে তারা বন্ধুদেরকে ও নেশার জগতে টেনে নিতে চেষ্টা করে। এজন্য আমাদের কাছের মানুষ জনকে সবসময় সতর্ক অবস্থানে রাখতে হবে ।

 2 years ago 

প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধুত্বের বন্ধন দ্বারা জড়িত ।একজন ভালো বন্ধু তার জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্ধুত্ব করতে হলে সেইরকম একজনকেই বন্ধুত্ব করতে হবে যে সবসময় পাশে থাকবে। নিঃস্বার্থভাবে বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে অনেক ভালো লিখেছেন ভাইয়া।

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করেছেন ভাই আসলে এরকম পোস্ট খুবই উপকারে আসে। আপনি বন্ধু নির্বাচনের দারুন কিছু টিপস দিয়েছেন। আসলে বন্ধু নির্বাচনের সময় যদি সেগুলো আসলে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। কেননা বন্ধু সঠিক ভাবে যদি আমরা বন্ধু নির্বাচন না করতে পারি তাহলে সেটা আমাদের উপর খারাপ প্রভাব ফেলে তাই আমি মনে বন্ধু নির্বাচনে আপনার দেয়া টিপস মনে রাখা উচিত।

 2 years ago 

ভাই বন্ধুত্বের সম্পর্কের একেবারে পোস্টমর্টেম করে দিয়েছেন। এরপরেও না বুঝলে কিছু করার নাই। আসলে আমি মনে করি বন্ধু কখনো খারাপ হয় না। কারণ সে আপনার বন্ধু বলেই আপনাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। এক্ষেত্রে কিছু দোষ ত্রুটি বা খারাপ অভ্যাস থাকতে পারে। তবে আপনার তিন ধরনের বন্ধু থেকে দূরে থাকার পরামর্শের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ সবশেষে বলতে হয় বন্ধু ছাড়া জীবন চলেনা। এত সুন্দর একটি বিষয় আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এটা ঠিক যে বন্ধু ছাড়া জীবনটা অনেক কঠিন। কিন্তু কিছু ভালো বন্ধু থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায়।

 2 years ago 

কথায় আছে একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির থেকে উত্তম। তবে সেই বন্ধুত্ব টা অবশ্যই ভালো একজন মানুষের সনে হতে হবে।

বন্ধু নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু আমাদের জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বন্ধু নির্বাচন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। একজন ভালো বন্ধু আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বিপদে পড়লেই বুঝতে পারা যায়। আর যারা বিপদের সময় বন্ধুত্বের পরিচয় বহন করে না সেসকল বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। বিশেষ করে যে বন্ধুরা নেশাগ্রস্থ তাদের থেকে দূরে থাকাই ভালো। আসলে নেশাগ্রস্ত মানুষ কখনো নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না। তাদের মাঝে বিবেক বুদ্ধি একেবারেই কমে পেয়ে যায়। ভাইয়া আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

 2 years ago 

ধন্যবাদ ভাই। বাস্তব জীবনে সুন্দর বন্ধু পান সেই কামনা করি।

 2 years ago 

আসলে কেউ প্রয়োজনে বন্ধু হয় আর কেউ প্রয়োজন শেষে ও বন্ধু থেকে যায়। আমার জীবনেও কিছু বন্ধু এসেছিল যাদের প্রয়োজন শেষে চলে গিয়েছে। তবে জীবনে সবাই আসবে যাবে এই নিয়ে এখন আর মণ খারাপ করি না,আমার কাছে এখন আমি নিজেই বন্ধু।

"এই শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো প্রিও বন্ধু নেই,এখন কেবল নিঃসঙ্গতায় আমাকে সং দেয়।"

তবে সেই ছোটবেলা থেকে যাদের সাথে কোনো স্বার্থ ছাড়াই বন্ধুত্ব গড়ে উঠেছিল তারা এখনও আছে। এবং ভবিষ্যতেও থাকবে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে।

 2 years ago 

নিজেই নিজের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বন্ধু।

স্বার্থপরের সার্থে ঝুলি
যখন ফুরিয়ে যায়
বন্ধুত্বের নাম কেটে দিয়ে
দূরে চলে যায়।

বাস্তবধর্মীতে গাঁথা কথাগুলো
ছিল অনেক ভালো। ‌
বন্ধুত্বের মাঝে বন্ধুত্বের মিলন হোক
বন্ধুত্বে হোক জগতে আলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68745.77
ETH 3744.06
USDT 1.00
SBD 3.76