বাবুকে নিয়ে হসপিটালে প্রথম দিন।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ২ তারিখে আমার বাবুকে হসপিটালে নিয়ে এসেছি একটা অপারেশনের জন্য। আমাদের বাড়ি থেকে ঢাকা আসতে ৬-৭ ঘন্টা সময় লাগে। এজন্য বেরিয়েছিলাম ছয়টার দিকে। যদিও আরো আগে বেরোলে ভালো হতো। সবকিছু গুছিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেছিল।
লম্বা জার্নিতে বাচ্চাদের নিয়ে চলাফেরা করা খুবই কষ্টের। আমার বাবুর বয়স মাত্র তিন মাস। ওর জন্য জার্নি করা, ডাক্তার দেখানো, অপারেশন সবই অনেক বেশি ঝামেলা পূর্ণ। আমরা হসপিটালে এসে পৌঁছেছিলাম সকাল ১১:৩০ টার দিকে। আসার সাথে সাথেই ডক্টর দেখাতে পেরেছিলাম।
ডক্টর ওর জন্য কিছু চেকআপ দেয়। কয়েকটি রিপোর্ট পরের দিন সকালে দেবে। ডক্টর বলছিল আগামীকালকে অপারেশন করবে। ওই দিনেই সন্ধ্যার সময় সব রিপোর্ট ডাক্তারদের তত্ত্বাবধানে কালেক্ট করে ওই দিনই অপারেশনের প্রিপারেশন নিয়ে রাখা হয়। প্রি এ্যানাস্তেসিয়া চেকাপ ও করে একদম কাজে গিয়ে রাখার।
এত বড় সমস্যা হয়ে গেছিল কোন কেবিন পাওয়া যাচ্ছিল না। প্রায় সন্ধ্যা অব্দি অপেক্ষা করে সর্বশেষে একটি কেবিন খালি পাওয়া যায়। বাবুর সাথে আমার শাশুড়ি আম্মা, আমার আম্মু, আমার ওয়াইফ গেছিল যার কারণে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। কেবিন পাওয়ার পর ওদের সবাইকে রুমে এডমিট করলাম। যেহেতু কেবিনে দুজনের বেশি থাকা যাবে না এজন্য বাইরে আরও একটা হোটেলের রুম নিতে হলো।
বাবুর জন্য ১০০ ML ব্লাড রেডি রাখতে হবে এই জন্য এক ছোট ভাইকে ফোন দিলাম ও এসে রক্ত দিয়েছিল। একদম সবকিছু অপারেশনের জন্য প্রস্তুত করে রেখে এরপর রাত বারোটার দিকে আমরা হোটেলে চলে গেলাম। যে ছোট ভাইটি রক্ত দিয়ে গেল সেও আমাদের সাথেই হোটেল ছিল সেদিন।
প্রথম দিনটি ছিল খুবই পেইন ফুল। ৫-৬ ঘন্টার জার্নি শেষ করে ঢাকায় আসা, কেবিন খোঁজা, ডাক্তার দেখানো, টেস্ট করা, হোটেল খোঁজা আবার আগামীকাল সকালের অপারেশনের একটা টেনশন মাথায় নিয়ে প্রথম দিনটা কেটেছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
@jswit reply-off
আমি তো ভেবেছিলাম হয়তো বাবু এমনিতেই অসুস্থ হয়েছে। তাই চেকআপ করানোর জন্য হসপিটালে গিয়েছিলেন। এখন তো দেখছি অপারেশন করার জন্য গিয়েছিলেন। কি হয়েছে ভাইয়া একটু জানাবেন। কিসের জন্য অপারেশন করানোর প্রস্তুতি নিতে হলো বুঝতে পারছি না ভাইয়া। খুবই টেনশন হচ্ছে।
পেটে লাইফোমা হইছিলো।
এতো ছোট বাচ্চার কি এমন অপারেশন লাগবে বুঝতে পারলাম না।তবে বাচ্চা নিয়ে এতো সময় জার্নি করাটা সত্যি ই খুব কষ্টের।আপনার বাবুর সুস্থতা কামনা করছি।আল্লাহ হেফাজত করুন আপনার বাবুর,আমিন।
লাইফোমা অপারেশন।
ঐদিন হ্যাংআউটে শুনে বেশ অবাক হয়েছিলাম যে এতোটুকু বাচ্চার আবার কিসের অপারেশন। যাইহোক আশাকরি আপনার বাচ্চা এখন পুরোপুরি সুস্থ্য আছে। আল্লাহ্ আপনার ছেলেকে সুস্থ্যতা দান করুক।
আলহামদুলিল্লাহ।
সত্যি বলতে ভাই আপনার ছোট্ট ছেলের অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লেগেছিল হ্যাংআউটের মাধ্যমে শুনেছিলাম। আপনার তিন মাসের বাচ্চার অপারেশন করানো হয়েছিল জানতে পারলাম। সেখানে ১০০ এম এল রক্তের প্রয়োজন ছিল আপনার এক ছোট ভাই রক্ত দিয়েছে জেনে খুবই ভালো লাগলো। আশা করি আপনার ছেলে খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবে আপনার ছেলের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই।
আল্লাহতালার রহমত ছিল যার কারণে পর্যায়ক্রমে সবকিছুই ঠিকঠাক হয়েছে। যদিও জার্নি করে ঢাকা যাওয়া রুম খুঁজে সেখানে এডমিট করে দেওয়া আবার হোটেলে রুম নিয়ে সেখানে শিফট হওয়া সব মিলিয়ে অনেক পেইনফুল ছিল দিনটি। তবে তারপরেও আল্লাহতালার শুকরিয়া আদায় করুন কোন বড় ধরনের সমস্যা হয়নি।
আলহামদুলিল্লাহ।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ইয়াফী এর অসুস্থতার কথা জেনে সত্যিই খুব খারাপ লেগেছে। ছোট ছোট বাচ্চাদেরও কতো অসুখ বিসুখ হয় এখন। সবমিলিয়ে প্রথম দিন হসপিটালে ভালোই দৌড়াদৌড়ি করেছেন। তাছাড়া মানসিক দুশ্চিন্তা তো ছিলোই। যতটুকু জানি ইয়াফী এখন অনেকটা সুস্থ আছে। যাইহোক ইয়াফী এর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
ধন্যবাদ ভাই।