আমার নতুন রুম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Polish_20220806_192151184.jpg

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা?? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অবশেষে ভালো আছি। হ্যাঁ অবশেষে। কারণ এই মাসের প্রথমদিকে যথেষ্ট প্যারা নিয়েছি। আর এখন একদম রিলাক্স। ঢাকা শহরে বাসা চেঞ্জ করার ঝামেলা তো কমবেশি সবারই জানা। নিজের অভিজ্ঞতা হোক বা লোকমুখে শুনে হোক সবাই মোটামুটি জানেন। আর সেই প্যারা আমি নিয়েছি গত ১ তারিখে।

আমার বন্ধু পাপ্পুর বাসায় ছিলাম গত তিনমাস। ওটা ছিল ম্যাচ টাইপের। আমার অনেক আগে থেকেই শরীরে প্রচন্ড রকমের এলার্জি। আমি রুম শেয়ার করতে কম্ফর্ট ফিল করছিলাম না। তিনজন রুম শেয়ার করে থাকলে রুম অনেক নোংরা হয়। আর নোংরা পরিবেশ আমার একেবারে অপছন্দ, সাথে এলার্জির জন্য নোংরা পরিবেশে একেবারেই অসহ্য। তাছাড়া লেখাপড়ার জন্য রুমের পরিবেশের একটা বিশেষ গুরুত্ব আছে। পরিষ্কার-পরিচ্ছন্ন এবং গোছানো রুম লেখাপড়ার জন্য ভালো একটা মন মানসিকতা তৈরী করে দেয়। এরপরেও প্রাইভেসির তো একটা ব্যাপার থেকেই যায়। আমি অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম বাসা চেঞ্জ করবো। কিন্তু ঢাকা শহরে তো এটা মুখের কথা নয়। এজন্য একটু সময় নিয়েছি। বাসা খোঁজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা এখান থেকে দেখে আসতে পারেন। কি পরিমান ঝামেলায় পড়েছিলাম সেটা বিস্তারিত এখানে বর্ণনা করা আছে।

অবশেষে মোহাম্মদপুরে একটা সুইটেবল ফ্ল্যাট খুঁজে পেয়েছিলাম। ফ্ল্যাটটি চার তলায়। ফ্ল্যাটে রুম তিনটা, ১ টা কিচেন। কিচেনে এবং তিনটা রুম এর তিনটি বেলকনি সহ মোট চারটি বেলকনি রয়েছে বাসায়। ফ্ল্যাটে মোট ওয়াশরুম তিনটা। আর বড় একটা ডাইনিং। বিস্তারিত অবশ্য শেয়ার করেছি আগেই। তো যাই হোক এক তারিখে আমি বাসাটি চেঞ্জ করেছি। প্রচুর কষ্ট হয়েছে বাসা চেঞ্জ করার দিনে। অনেক কিছু আনা-নেওয়া করতে হয়েছে। কষ্টের কথা আর নাই বলি। কারণ বাসা পেয়েছি অবশেষে এটাই প্রশান্তির একটা ব্যাপার। আমি আলাদা একটা রুম নিয়েছি। আমার প্ল্যান ছিল আমি আমার রুমটা নিজের বাড়ির মত করে সাজিয়ে রাখব। যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পোস্ট নিয়ে হাজির হোলাম। আমি এটা শেয়ার করার জন্য এক্সাইটেড। তবে চলুন দেখে নিই আমার নতুন রুমের ডেকোরেশন।

Polish_20220806_192705201.png

রুমের পশ্চিম দিকে বিছানা পেতেছি। বেলকুনিটা রুমের পূর্বদিকে। সকালে যখন সূর্য ওঠে তখন রুমে সরাসরি আলো প্রবেশ করে। সূর্যি মামা সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হেল্প করে। রুমের দক্ষিণ দিকে ফ্রিজ এবং আমার কম্পিউটার এন্ড পড়ার টেবিল রেখেছি। পড়ার টেবিলের উপর একটা হলুদ ফুলের গাছ রেখেছি।

IMG_20220806_191120.jpg

IMG_20220806_191102.jpg

IMG_20220806_190904.jpg

উত্তরের দেওয়ালে তিনটি ওয়ালমেট, একটি কৃত্রিম লতা গাছ, আরেকটি নাম না জানা টব সহ ১ টি গাছ ঝুলিয়ে রেখেছি। আর আমার বিছানার পাশেই একটি বড় সাইজের কৃত্রিম কচু গাছ রেখে দিয়েছি। আমার রুমে মোট পাঁচটি ওয়ালমেট আছে। তিনটি আমার বিছানার উপরে এবং দুইটির একটি হলো দরজার পাশে আরেকটি আমার পড়ার টেবিলের উপরে ।

IMG_20220806_192947.jpg

চেয়ার কিনেছি বেশ একটা। পড়ার টেবিল থেকে বিছানার কাছে আসতে আমার চেয়ার থেকে উঠতে হয় না। একটা ঠেলা মারলে পড়ার টেবিল থেকে বিছানার কাছে চলে আসি। হে হে হে মজা না??

আমার বেলকুনিতে ও গাছ লাগানোর ইচ্ছা আছে। তবে ওখানে সত্তিকারের গাছ লাগাবো চিন্তা করেছি। মানুষ ফুলের গাছ লাগায় কিন্তু আমি একটু অন্যভাবে চিন্তা করে দেখলাম আমি যদি বেশ কয়েকটা মরিচের গাছ লাগিয়ে দিই তাহলে মরিচ খেতে পারব আর দেখতেও সুন্দর লাগবে। মরিচের গাছ তো অনেক বেশি বড় হয় না ছোট ছোট হয়। অনেক ঝাপটি হবে, অনেক বেশি মরিচ ধরবে। তাই সবদিক থেকেই পারফেক্ট।

ভিডিওঃ-

এটাই ছিল আমার রুমের ডেকোরেশন। আর বেলকুনিতে গাছ এখনো লাগানো হয়নি। তবে কিছুদিনের মধ্যেই লাগিয়ে দিব। সব মিলিয়ে এখন অনেক রিলাক্সে আছি। কোন প্যারা নাই। সবসময়ে রুম পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। মন ভালো থাকে। মন ভালো থাকলে সব কিছুতেই মন বসে। আজ আমি এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন৷ আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

খুবই ভালো কাজ করেছেন নিজের জন্য আলাদা একটা রুম নিয়ে নিয়েছেন। রুম শেয়ার করা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় । তাছাড়া নিজের রুম হলে নিজের মতো গুছিয়ে রাখা যায়। আপনি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখেছেন। সব সময় এমনভাবে গুছিয়ে রাখতে পারলে হয়। আর এই চেয়ারগুলো আমার বাসায় একটা আছে। আমার বাসারটা থাকাতে আরো অসুবিধা। ছোট ছেলে খুব সহজে এই চেয়ার যেকোনো জায়গায় নিয়ে গিয়ে উপরের জিনিসপত্র নামিয়ে নষ্ট করে। যাই হোক বাসা তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এখন একবার বাসায় দাওয়াত করেন সামনাসামনি গিয়ে দেখি কেমন হয়েছে।

 2 years ago 

দাওয়াত করা লাগবে না। এদিকে আসলেই চলে আসবেন বাসায়। 🥳

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনার রুম দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে। অবশ্যই এটা ঠিক বলেছেন ঢাকা শহরে বাসা পরিবর্তন করার মত ঝামেলা আর নেই। তবে অবশেষে স্বস্তির নাগাল পেয়েছেন এটাই বড় কথা। বাসাটি খুবই সুন্দরভাবে সাজিয়েছেন। মনেই হচ্ছে না এটা কোন ছেলের বাসা 🤗।কারণ ছেলের একটি অগোছালো হয়ে থাকে কিন্তু আপনি বেশ গোছালো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

অগোছালো পরিবেশ আমার একদমই পছন্দ না আপু।

 2 years ago 

দাদা
আপনার নতুন ফ্লাটে নতুন রুম নিয়েছেন একটা খুশির সংবাদ দিলেন ৷আর হে ঠিক বলেছেন ঢাকা শহরে বাসা চেন্স করা কত যে ঝামেলা তা বুঝি ৷যাই হোক নতুন করে আবার পেয়েছেন ভালো ৷আসলে যাই কিছু হোক দিন শেষে থাকতে তো হবে ৷ভালো লাগল দাদা আপনি বাসা পেয়েছেন

 2 years ago 

জি ভাই, একটা মনের মতন বাসা পেয়েছি এটাই অনেক।

 2 years ago 

রুমের পরিবেশে টা খুবই চমৎকার হয়েছে আপনি একজন রুচিসম্মত লোক সেটা আপনার রুমের পরিবেশগত দিক দেখেই বোঝা যাচ্ছে। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে। বেলকনিতে গাছ লাগানোর পর অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। 🙏

 2 years ago 

অবশ্যই অবশ্যই। মরিচের চারা কিনে নিয়ে এসে যখন লাগিয়ে দিব তখন একটা পোষ্টের মাধ্যমে শেয়ার করব।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই বাসাটা। দেখে মনেই হচ্ছে না এখানে আপনি ভাড়া থাকেন। মনে হচ্ছে এটা আপনার নিজের বাসা। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার সাজানো গোছানো রুমটা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

চেষ্টা করেছি যতটুকু পেরেছি।

 2 years ago 

বাহ দারুন তো রুম দেখছি খুব সুন্দর করে সাজিয়েছেন এরকম পরিবেশ আসলো থাকতেও ভাল লাগে। আর আপনি ঠিক বলেছেন সুন্দর পরিবেশে যেমন লেখাপড়া করতে মন বসে তেমনি আসলে কাজেও মন বসে। অন্য মানুষের সাথে রুম শেয়ার করা আমারও ভালো লাগে না। আপনি ভাল করেছেন যে নিজেই একটা রুম নিজের মত করে সাজিয়ে নিয়েছেন ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার রুমের ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। বাসা খুজে পেয়েছেন এ ধরনের লেখা সম্ভবত এক মাস আগে পড়েছিলাম। আপনার হাতের কাছেই সবকিছু পড়ার টেবিল পানির ফিল্টার। আপনাকে অনেক গোছানো মনে হল আমার কাছে। ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবকিছুই এখন মনের মতন করে সেট করে রেখেছি।

 2 years ago 

ভাই আপনার রুমটি খুবই সুন্দর ভাবে সাজিয়েছেন। সত্যিই আপনার রুমটি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভাল লাগল এবং খুবই সুন্দরভাবে আপনি সাজিয়েছেন যা ভিডিও মাধ্যমে দেখে খুবই ভালো লেগেছে। আজকে আপনার রুমের ডেকোরেশন দেখে আমারও খুব ইচ্ছা করছে এরকম একটা নিরিবিলি রুমের।আপনার রুম দেখে খুবি ভালো লাগছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

একটা ঠেলা মারলে পড়ার টেবিল থেকে বিছানার কাছে চলে আসি। হে হে হে মজা না??

ঢাকা শহরে এত সুন্দর এবং পরিপাটি একটি বাসা খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন ব্যাপার ছিল ভাইয়া। বাসা খুঁজতে আপনি অনেক পরিশ্রম করেছেন এর আগের পোস্টে আমরা জানতে পেরেছি। তবে অবশেষে সব কাজ সামলে নিয়ে নিজের রুমটিকে সুন্দরভাবে সাজিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার কেনা চেয়ারটি আমার অনেক পছন্দ হয়েছে। এরকম একটি চেয়ার আমাকেও কিনতে হবে। আপনার বারান্দায় মরিচ গাছ লাগালে ভালো হবে ভাইয়া। টবে মরিচ গাছ বেশ ভালো হয়। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️

 2 years ago 

আপনার জন্য ও শুভকামনা ভাই।

 2 years ago 

মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি আপনার নতুন বাসা বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন ভাইয়া। ওয়ালমেট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বারান্দায় আপনি কিছু ফুলের টব রাখতে পারেন ভাইয়া। তাহলে অনেক ভালো লাগবে। এছাড়া কয়েকটি মরিচ গাছ লাগালেও বেশ ভালো হবে। আপনার পছন্দের চেয়ারটি দেখেও ভালো লাগলো। কথায় আছে পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর বাসাটি খুঁজে বের করেছেন এবং সেই বাসায় শিফট হয়েছেন এটাই অনেক বড় পাওয়া। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। আসলেই অনেক পরিশ্রম হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64512.68
ETH 2615.54
USDT 1.00
SBD 2.82