পাওয়ার আপ প্রতিযোগিতা -৪ এর ফলাফল || প্রতিযোগিতার সপ্তাহ- ৫ -নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ২৮ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ৩৯ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @rasel72 | 6.54397% | 160 STEEM |
২ | @shuvo2030 | 6.05428% | 29 STEEM |
৩ | @ruzmaira | 107.692% | 70 STEEM |
৪ | @pro12 | 9.41176% | 56 STEEM |
৫ | @kawsar | 9.90753% | 151 STEEM |
৬ | @litonali | 19.6154% | 51 STEEM |
৭ | @rex-sumon | 1.50852% | 200 STEEM |
৮ | @emranhasan | 5.67164% | 57 STEEM |
৯ | @alsarzilsiam | 6.04752% | 140 STEEM |
১০ | @razuan12 | 2.77008% | 50 STEEM |
১১ | @sshifa | 25.7069% | 100 STEEM |
১২ | @sagor1233 | 1.70213% | 56 STEEM |
১৩ | @mdsamad | 3.42809% | 82 STEEM |
১৪ | @sahadathossen | 5.09404% | 65 STEEM |
১৫ | @robiull | 75% | 168 STEEM |
১৬ | @rayhan111 | 2.26449% | 50 STEEM |
১৭ | @tangera | 2.29358% | 50 STEEM |
১৮ | @hayat221 | 3.15789% | 30 STEEM |
১৯ | @emonv | 36.0825% | 70 STEEM |
২০ | @alauddinpabel | 11.919% | 100 STEEM |
২১ | @isratmim | 10.3992% | 99 STEEM |
২২ | @nusuranur | 3.27976% | 100 STEEM |
২৩ | @simaroy | 10.2832% | 69 STEEM |
২৪ | @md-razu | 74.0741 | 100 STEEM |
২৫ | @bidyut01 | 57.8512% | 70 STEEM |
২৬ | @mrahul40 | 2.96736% | 30 STEEM |
২৭ | @selinasathi1 | 5.08647% | 50 STEEM |
২৮ | @ripon40 | 12.848% | 60 STEEM |
২৯ | @gorllara | 2.17021% | 51 STEEM |
৩০ | @tareq123 | 494.415% | 27 STEEM |
৩১ | @haideremtiaz | 7.11462% | 54 STEEM |
৩২ | @monira999 | 14.5969% | 57 STEEM |
৩৩ | @rita135 | 40.3727% | 65 STEEM |
৩৪ | @shopon700 | 5.12821% | 50 STEEM |
৩৫ | @green015 | 8.92388% | 170 STEEM |
৩৬ | @steem-for-future | 4.40457% | 53 STEEM |
৩৭ | @abusalehnahid | 10.1754% | 57 STEEM |
৩৮ | @mahamuddipu | 17.9487% | 34 STEEM |
৩৯ | @engrsayful | 4.056267% | 100 STEEM |
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩০৩১ স্টিম। চলমান কনটেস্টে তিন সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩৩৩,৪০৬ স্টিম।
গত সপ্তাহে যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @shuvo2030 | 6.05428% | 29 STEEM |
২ | @hayat221 | 3.15789% | 30 STEEM |
৩ | @tareq123 | 494.415% | 27 STEEM |
৪ | @mahamuddipu | 17.9487% | 34 STEEM |
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৫০ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @ruzmaira | 107.692% | ১২ STEEM |
২ | @robiull | 75% | ১০ STEEM |
৩ | @md-razu | 74.0741% | ৮ STEEM |
৪ | @bidyut01 | 57.8512% | ৬ STEEM |
৫ | @rita135 | 40.3727% | ৫ STEEM |
৬ | @emonv | 36.0825% | ৪ STEEM |
৭ | @sshifa | 25.7069% | ৩ STEEM |
৮ | @litonali | 19.6154% | ২ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড।
পার্টিসিপেট করতে হলে নিজের একাউন্টে কমপক্ষে ৫০ স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: @alsarzilsiam,@kingporos,@rupok,@winkles,@moh.arif,@hafizullah,@shuvo35
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ ফলাফল ঘোষণা করা হয়েছে।যা দেখে খুবই ভালো লাগলো।এছাড়া পাওয়ার আপ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন।ধন্যবাদ দাদা।
Wow.. আমার সর্বোচ্চ শতাংশের একটি ছিল কারণ এটি আমার স্টিমপাওয়ার কিছুটা কম হওয়ার কারণে, আমি আমার শক্তি বাড়াতে থাকব এবং শীঘ্রই আমার কাছে যথেষ্ট স্টিমপাওয়ার থাকবে যে এমনকি ফ্যান্টমও আমার দুর্দান্ত শক্তির কারণে উষ্ণ হতে শুরু করবে। হাহাহাহা।
আমার স্টিম পাওয়ার মাত্র 150, আমার আর্ক-শত্রু পর্যন্ত পৌঁছানোর জন্য আমার শুধুমাত্র 5,084,590 স্টিমপাওয়ার দরকার। 😋
ভাইয়া, আপনি আজকে একটি শিক্ষনীয় পোস্টে করেছেন, যেটা সকলের জানা জরুরি। অনেক সুন্দর ভাবে বুঝানো হয়েছে কিভাবে পাওয়ার করা হয় আর কিভাবে পাওয়ার আপের কনটেস্টের উইনার বাছাই করা হয়। আশা করি প্রত্তেকে এই বিষয়টি সঠিক ভাবে জেনে নিবেন।
পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বন্ধুদের কে শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমি এ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে। আমি আগামী প্রতিযোগিতায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
টার্গেট ডিসেম্বর এ যারা পাওয়ার বৃদ্ধিতে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন।
আসলে প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে এটা কোন বড় বিষয় নয়। সক্রিয়ভাবে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি সেটাই বড় কথা। যার মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।
সত্যি ভাইয়া পাওয়ার আপ করতে অনেক ভালো লাগে।
পাওয়ার আপ করা মানে নিজের জায়গা শক্ত ও শক্তিশালী
করা।
অসুস্থ ছিলাম তাই কিছু দিন পোস্ট করতে পারি নাই।আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনাদের দুয়াতে।
ইনশাআল্লাহ আমি
চেষ্টা করবো সাপ্তাহে একটি পাওয়ার আপ পোস্ট করার জন্য।
পাওয়ার আপ করতে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমার কাছে এমনি মনে হয়।
অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের এভাবে উৎসাহ করার। অনেক দুআ ও শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
আসসালামুয়ালাইকুম সুমন ভাই। আমার কোন নিয়মের তৈরি হয়েছে আমি কি একটু জানতে পারি? তাহলে পরবর্তী পাওয়ার অফ পোস্টে আমি আমার ভুলগুলো সংশোধন করে নিতে পারবো।
আপনি রুলস পড়েন নি একবারও। সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার আপ করতে হবে।
#ContestAlerts #winwithsteem
This contest has been included in the daily Active Contest List
👉 Contest Alerts: Active Contest List on 03rd Nov 2021 – Win 2600+ STEEM
Follow & Resteem for more updates.
https://steemit.com/hive-129948/@narocky71/x6xqn-steem-shy-fox
https://steemit.com/hive-129948/@tasonya/2fxbnw-steem-shy-fox