নতুন বছর নতুন স্বপ্ন - ২০২২

in আমার বাংলা ব্লগlast year

Polish_20220101_140129175.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? সবার উপর শান্তি বর্ষিত হোক সবসময় এটাই চাই। গত দুদিন ধরে আমাদের প্রিয় বৌদি অসুস্থ। আমাদের প্রাণবন্ত বাংলা ব্লগ কমিউনিটি অনেকটাই মলিন হয়ে আছে এই দুদিন ধরে। প্রথমেই দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের বৌদি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। অনেকেই দোয়ায় বিশ্বাস করে না। কিন্তু আমি দোয়া কালমায় খুবই বিশ্বাস করি। মন থেকে দোয়া করলে সেটা যে কাজ করে এর প্রমাণ আমি বহুবার পেয়েছি। আপনাদের কাছেও আবেদন থাকলো আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমাদের বৌদির জন্য ।

আজ ১ তারিখ। নতুন বছরের, নতুন মাসের প্রথম দিন। আজ থেকে সাত মাস পূর্বে যাত্রা শুরু করেছিল আমাদের সবার ভালোবাসার বাংলা ব্লগ কমিউনিটি। এই সাত মাসে আমাদের কমিউনিটি তে অনেক কিছু ঘটে গেছে। অনেক সুখকর মুহূর্ত ছিল, অনেক বেদনার মুহূর্ত ছিল৷ সব মিলিয়ে আমরা একসাথে পাড়ি দিয়েছি সাতটা মাস৷ এই সাত মাসে স্টিমেট ব্লকচেইনে আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে বাংলা ব্লগ কমিউনিটি দুইশত এর ও বেশী কনটেন্ট ক্রিয়েটরদের পরিচ্ছন্ন কনটেন্টে ভরপুর। স্টিমেট প্ল্যাটফর্মের বাঙালি কনটেন্ট ক্রিকেটাররা বর্তমানে বিশ্বের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে খুবই দক্ষ আর পরিচ্ছন্ন ওয়েতে ।এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের সবার প্রিয় ফ্যান্টম দাদার। তার শক্ত হাতে কমিউনিটির হাল ধরেছিল বলেই আজ আমরা এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। পূর্বে বাঙালিরা শুধুমাত্র অবহেলিত ছিল এই প্লাটফর্মে। বহির্বিশ্বের কাছে বাঙ্গালীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য করেছে আমাদের @rme দাদা।

balloon-3206530_1280 (1).webp

আজ যেহেতু আমরা নতুন বছরে পদার্পন করলাম, এজন্য বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বারদের কাছে আমার একটি রিকোয়েস্ট,আপনারা সর্বদা সবার সাথে মিলেমিশে থাকবেন। এ কমিউনিটি আপনাদের সকলের। তাই সকলেরই দায়িত্ব এই কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখার। সকল ভেদাভেদ, মান-অভিমান ভুলে গিয়ে সবাই একসাথে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে এটা সবেমাত্র শুরু। আরো বহু পথ পাড়ি দেওয়ার রয়েছে। তাই চলুন আমরা নতুন বছরে নতুন ভাবে শপথ গ্রহণ করি। যতই ঝড় তুফান আসুক, আমরা সবাই একসাথেই লড়ে যাবো। লড়ে যাবো বাংলা ব্লগ কমিউনিটির জন্য। সকল বিপদ-আপদে একজন আরেকজনের পাশে থাকবো। একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসবো। হিংসা প্রতি হিংসা কে দমিয়ে রাখব, ভালোবাসা ছড়িয়ে দিব সকলের মাঝে। ভার্চুয়াল জগতে এবং বাস্তব জীবনে চলার পথে অবশ্যই এ বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং মেনে চলতে হবে। নিজেকেই প্রথমে পরিবর্তন করতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে সবকিছুর মধ্যেই পরিবর্তন আসতে শুরু করেছে।

moon-4919501__480.webp.jpg

২০২১ সাল আমার জন্য স্মরণীয় একটা বছর ছিল। বছরের প্রথমদিকে অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে আমার প্রতিটা দিন। জীবনের একটা কঠিন মুহূর্ত ছিল। অসহায় হয়ে গিয়েছিলাম একদম। তবে ২০২১ সালেই আমি আমার স্বপ্নের জব পেয়ে যাই। এখন আমি অনেক হ্যাপি আছি। সৃষ্টিকর্তার প্রতি লাখ লাখ শুকরিয়া। ২০২১ সালেই rme দাদার সাথে আমার পরিচয়। এই পরিচয়ের মধ্য দিয়েই ভাল কিছুর সূচনা।

এখন আমি চাই ২০২২ সাল আপনাদের সাথে যেন খুব ভালোভাবে কাটাতে পারি। অতীতের কষ্টের মূহুর্তগুলো ভুলে গিয়ে সুন্দর স্মৃতিগুলো সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। নতুন বছরটা নতুনভাবে সাজাতে চাই। আপনারাও নিজেরা ভালোভাবে চলার চেষ্টা করবেন। নিজের আপন জনের খেয়াল রাখবেন। দুর্জনকে পরিত্যাগ করবেন। সবসময় ভালোর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।

film-1668918_1280.webp



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

অতীতের কষ্টের মূহুর্তগুলো ভুলে গিয়ে সুন্দর স্মৃতিগুলো সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। নতুন বছরে বৌদি এবং দাদা জন্য অনেক অনেক দোয়া করি তারা যেন সুস্থ থাকেন সবসময়। বৌদি যেহেতু অসুস্থ তাই বৌদির জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন। আসলে এই মানুষগুলোর জন্য আজ আমরা আমার বাংলা ব্লগ পরিবারের মতো একটি পরিবার পেয়েছি। দাদা আমাদেরকে এই কমিউনিটির মাধ্যমে একত্রিত করেছেন। তাই আমরা দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এই কমিউনিটির মাধ্যমে আমরা সকলের সাথে মিলেমিশে একত্রে কাজ করছি। আমরা আমাদের সুন্দর সুন্দর কনটেন্ট গুলো পুরো বিশ্বের কাছে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। সত্যি কথা বলতে বাংলা ভাষার এমন একটি কমিটি আমাদের জন্য খুবই উপকারী। কারন আমরা এই কমিউনিটির মাধ্যমে পুরো বিশ্বের কাছে বাংলা ভাষাকে তুলে ধরার সুযোগ পেরেছি। এজন্য আমরা দাদার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। দাদা আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন। তবে যাই হোক আমাদের প্রিয় দাদার পাশাপাশি আমাদের এই কমিটির সকল সম্মানিত এডমিন ও মডারেটর এই কমিটির সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে বলেই আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। তাই সকলকে নিয়ে আমরা অনেক ভালো আছি। এভাবেই আমাদের আগামী দিনের পথচলা আরও বেশি সুন্দর হোক এই কামনাই করছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

বৌদির জন্য দোয়া এবং ভালোবাসা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সকল ভেদাভেদ, মান-অভিমান ভুলে গিয়ে সবাই একসাথে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমরা আমাদের নতুন বছর নতুন ভাবে শুরু করতে চাই। সকল মান অভিমান ভুলে একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। আমার বাংলা ব্লগের সকলে আমরা একই পরিবার। একে অন্যের পাশে থেকে বিপদে-আপদে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই। নতুন বছর আমাদের জন্য নতুনভাবে শুরু হোক এবং নতুন আশার সঞ্চার হোক আমাদের মধ্যে এই কামনাই করি। আশা করছি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যরা মিলে নতুন বছরে নতুনভাবে নিজেদেরকে উপস্থাপন করব। সেইসাথে সকলে মিলেমিশে একত্রে কাজ করে এগিয়ে যাব। ভাইয়া আপনাকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন।

 last year 

অসাধারণ লিখেছেন সুমন ভাই। প্রথেমেই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমাদের সবার প্রিয় বৌদি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যান। আমারা সবাই মিলে একটা প্রার্থনা করলে অবশ্যই আমাদের প্রার্থনা কবুল হবে।

আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার। আর পরিবারের সকল সদস্যকে মিলে মিশেই থাকতে হবে। তিলে তিলে গড়া এই এই পরিবারকে আমাদের আরো অনেক দূর নিয়ে যেতে হবে। সবাই মিলে মিশে থাকলে এটা কোনো কঠিন কাজ নয়।
ভাই আপনার জন্য শুভকামনা রইলো। 💕💕

 last year 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।।

 last year 

আসলেই ভাইয়া বৌদির অসুস্থতায় আমাদের সবারই মন খারাপ। আমিও দোয়া বিশ্বাস করি এবং বৌদির জন্য মন থেকে দেয়া করি যেন তারাতারি সুস্থ হয়ে উঠে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 last year 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া। আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো । আসলে কার দিন কখন কিভাবে যায় তা বলা যায় না। আপনার মত ২০২১ এর প্রথমদিকে আমাদের পরিবারের অনেক সংকট গেছিল কিন্তু স্টিমিট প্লাটফর্ম এবং বর্তমানে আমার বাংলা ব্লগের মাধ্যমে আমরা অনেক খুশি। চাই সবাই যাতে নতুন বছরটায় খুব ভালোভাবে দিন কাটায়। কালকে অনেক জনের জার্নি সম্পর্কে জানতে পারলাম। শুনে অনেক ভালো লাগলো। কালকে সবার কথা শুনে মনে হল একজনের জন্য আজকে আমাদের সবার জীবন আনন্দে কাটছে। তিনি হলেন আমাদের ধন্যবাদ তোমাকে দাদা। নতুন বছর শুরু হওয়ার আগে বৌদি অসুস্থ হওয়ার কথা শুনে খারাপ লাগলো। আশা করব অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। যে অনেক পরিবারকে আপনার সাহায্য করেছিল তার পরিবার যেন ভালো থাকুক এটাই আমরা চাই। আর আপনার নতুন বছর যেন সুস্থ সুন্দর এবং আনন্দে কাটুক এটাই কামনা। 🎂🎂🎉

 last year 

বৌদির উদ্দেশ্যে সুন্দর উইশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনার পুরো বছর টি ভালো কাটুক এটাই কামনা করি। আর বৌদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সে প্র্যতাশা করি। সত্যিই মন থেকে দোয়া করলে তার ফল অবশ্যই পাওয়া যায়।

আর আশা করি আপনি সব সময় আমাদের পাশে থাকবেন ও সব সময় সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন

ধন্যবাদ ভাইয়া ❣️

 last year 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

নতুন বছরের আপনাকে স্বাগতম ভাই। আপনি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল সদস্যদের ভাল কাজে উৎসাহিত করেছেন ।আপনার আজকের পোষ্টের মাধ্যমে। সকলকে এক হয়ে ভালোবাসা ছড়িয়ে দেয়ার জন্যও উৎসাহিত করেছেন।আর বৌদি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এটাই সকলের কামনা। আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

 last year 

আপনার জন্যও শুভকামনা রইলো।

 last year 

ভাইয়া প্রতিটা মানুষের নামের পাশে কষ্ট নামের অর্থটা জড়িয়ে আছে। তবে আজকে আপনার পোস্ট পড়ে খুবই কষ্ট পেলাম। আমি কখনো কল্পনা করতে পারিনি যে আপনি আমার বাংলা ব্লগে এসে বা আসার আগে এত কষ্ট করেছেন। আপনাকে সবসময় দেখেছি আপনি অনেক হাসিখুশি এবং অনেক হ্যাপি মনে করৈছি। এবং আপনার যতটুকু সম্ভব আপনি সর্বোচ্চ টা দিয়ে আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যের হেল্প করেন। আজ আপনি একজন সফল ব্যক্তি এবং সেইসাথে আপনার মনের ভাবগুলো আমাদেরকে নতুন বছরে শেয়ার করেছেন আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। আর আমরাও চেষ্টা করব আমার বাংলা ব্লগের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমার প্রিয় ব্লগ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই প্রত্যাশাই করি। আমাদের যত কষ্ট গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে আপনাদের দেখানো পথে। আপনি অনেক সুন্দর করে লিখেছেন যদিও আপনার প্রতিটা কথার অর্থ বা ব্যাখ্যা আমি করতেই পারব না। তবুও আপনাদের ব্যথায় আমরাই ব্যতীত। আর বৌদির জন্য মন থেকে দোয়া করছি এবং করেছি এবং সামনের দিকে করে যাব ইনশাল্লাহ। আর এমন ই দাদার পরিবারটা যাতে আল্লাহর সর্বদা সুস্থ সবল এবং স্বাভাবিক রাখেন। আমাদের জন্য এত কিছু করছে আর আমরা সামান্য দোয়া টুকু করতে পারব না। তবে হ্যাঁ এটা মানতেই হবে আরএম ই দাদা আমাদের জন্য যে ত্যাগ করেছে এটা লাখো কোটি মানুষের মধ্যে একজন পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। আমাদের সাথে এত সুন্দর একটা শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা ভাইয়া।

 last year 

আপনার প্রতিও রইল ভালোবাসা। শুভেচ্ছা নিবেন নতুন বছরের।

মেম্বারদের কাছে আমার একটি রিকোয়েস্ট,আপনারা সর্বদা সবার সাথে মিলেমিশে থাকবেন।

এটা আবার বলতে হবে ভাইয়া আমরা সবাই একসাথে মিলেমিশে এবং ভালবেসে সবাই বহুদূর এগিয়ে যাব হাত ধরে। আর দাদা-বৌদির জন্য মন থেকে দোয়া থাকবে। দোয়া করি আপনার 2022 সাল অনেক ভালো এবং সুন্দর কাটুক। আর ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইলো।

 last year 

আপনার জন্যও শুভকামনা রইলো।

 last year 

ভাইয়া, আপনি একদম ঠিক লিখেছেন আমাদের প্রিয় বৌদি অসুস্থ থাকার কারণে পুরো কমিউনিটি এবং ইউজারের মন খুবই দুঃখে মলিন হয়ে আছে। আমাদের প্রিয় দাদা এবং বৌদি কে নিজেদের চোখের মনি মনে করি। ভাইয়া আমি দোয়া কালামের বিশ্বাস করি দোয়ার বরকতে ইনশাল্লাহ আমাদের প্রিয় বৌদিকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আসবে। ভাইয়া, আপনার লেখা পড়ে আমার খুবই ভালো লাগছে। আমাদের এই কমিউনিটির মত অন্য কোন কমিউনিটি নেই। নাম্বার ওয়ান কমিউনিটি আমাদের এই প্রিয়💖 আমার বাংলা ব্লগ💖 আমরা কমিউনিটিতে প্রতিটা ইউজার আমরা একে অপরের ভাই বোন। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই।আমরা একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসবো সমঝোতা মেনে চলব। সারা জীবন এই ভাবেই থাকে যেনো আমাদের প্রিয় কমিউনিটি। ভাইয়া নতুন বছরের উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাথে নতুন বছরের শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু।। আমরা সবাই মিলেমিশে অনেক অনেক দূর এগিয়ে যাব।

 last year 

তাই চলুন আমরা নতুন বছরে নতুন ভাবে শপথ গ্রহণ করি। যতই ঝড় তুফান আসুক, আমরা সবাই একসাথেই লড়ে যাবো। লড়ে যাবো বাংলা ব্লগ কমিউনিটির জন্য। সকল বিপদ-আপদে একজন আরেকজনের পাশে থাকবো। একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসবো। হিংসা প্রতি হিংসা কে দমিয়ে রাখব, ভালোবাসা ছড়িয়ে দিব সকলের মাঝে।

আমি আপনার সাথে সহমত পোষণ করে শপথ নিতে চাই যে আমরা সবাই মিলেমিশে থাকব। একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যত ঝড় তুফান আসুক আমরা সবাই একসাথে থাকবো।

এরপর আমি বৌদির জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি যাতে আমাদের বৌদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির মলিনতা দূর করে আরো বেশি উচ্ছ্বাসে পরিণত হয়ে ওঠে।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর উইস করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

স্বপ্নগুলোর পূর্ণতা আসুক,
নতুন বছরের দিনগুলো উজ্জ্বল হোক,
ভালোবাসার মানুষগুলোর সান্নিধ্য
আরো বেশী কাছে থাকুক।

আমাদের কমিউনিটি আমার বাংলা ব্লগ, সুতরাং এর সঠিক অবস্থান নিশ্চিত করার দায়িত্বও আমাদের। ধন্যবাদ

 last year 

নতুন বছর আমাদের সবার জন্য আরো বেশি সুন্দর হোক এই কামনা করি। জঙ্গলে যেয়ে ভিডিও ভ্লগিং করার স্বপ্নটাও পূরণ হোক। 😁

 last year (edited)

প্রথমে আমি আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ,আসলে আমাদের জীবনে দুঃখ এবং সুখ রয়েছে , আমি মনে করি দুইটা ই আমাদের জীবনের একটি অংশ।তবে জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন দুঃখের পর সুখ আসে।আমি মনে করি বর্তমানে সেটিই আমার বাংলা ব্লগ।

 last year 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।।

 last year 

অতীতের কষ্টের মূহুর্তগুলো ভুলে গিয়ে সুন্দর স্মৃতিগুলো সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

  • ভাইয়ের সর্বপ্রথম আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরের প্রতিটা সময় আপনি অনেক আনন্দের সাথে কাটাও এই দোয়াই করি। আসলে আমরা পুরনো সব স্মৃতি ভুলে যাব কারন পুরনো স্মৃতিগুলো মনে করে আর কোনো লাভ হবে না। তাই পুরনো স্মৃতি ভুলে নতুন স্বপ্নকে দেখতে হবে, নতুন সূর্য ওঠার সাথে সাথেই নতুন স্বপ্ন তৈরি হবে। আর এই নতুন সূর্য উদয়ের সাথেই জীবনের প্রতিটা ধাপ সুফল করতে হবে, আপনি খুবই সুন্দর সুন্দর কথা বলেছেন যা আমার অনেক ভালো লেগেছে। আপনি আমাদের মেম্বারদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই নতুন বছর উপলক্ষে আসলে আমরা প্রত্যেক মেম্বাররা মিলে মিশে কাজ করবো। মিলেমিশে কাজ করার মধ্যে আনন্দ রয়েছে।এভাবে কাজ করলে যে কোন কাজ সফল হয়। তাই আমরা পুরনো স্মৃতিগুলো ভুলে নতুন স্মৃতি ধরে নতুন সূর্য উদয়ের জীবনের প্রতিটা ধাপে সফল হব এবং সকলে মিলে মিশে কাজ করবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
 last year 

সঠিক বলেছেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

নতুন বছরের শুভেচ্ছা দাদা। আশা করি নতুন বছর খুব ভালো কাটবে। @amarbanglablog এর একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। সবার জন্য ভালোবাসা এবং শুভ কামনা

 last year 

আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা রইলো।

 last year 

ভাইয়া আমিও দোয়া কালমায় খুবই বিশ্বাসী। আমি বিশ্বাস করি আমাদের দোয়ায় আমাদের প্রিয় বৌদি খুব দ্রুত সুস্থতা লাভ করবে। ভাইয়া আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আশার গল্পটি আমি গতকাল রাত্রে আপনার মুখ থেকেও শুনেছি। আমার অনেক ভালো লেগেছিল সে সময়। আর আমরা অবশ্যই আমার বাংলা ব্লক কমিটির সকল সদস্যদের সাথে ভালোভাবে মিলেমিশে থাকবো এবং ভালো আচরণ করব।

তবে ২০২১ সালেই আমি আমার স্বপ্নের জব পেয়ে যাই। এখন আমি অনেক হ্যাপি আছি। সৃষ্টিকর্তার প্রতি লাখ লাখ শুকরিয়া। ২০২১ সালেই rme দাদার সাথে আমার পরিচয়।

ভাইয়া, ২০২১ সালের আপনার এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে । নিশ্চয়ই ২০২১ সাল আপনার হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য ভাইয়া আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা। হ্যাপি হ্যাপি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার।

 last year 

আমার ব্যাক্তিগভাবে মনে হয় সুমন ভাই, ২০২১ সালে দুই বাংলার মানুষদের মধ্যে যারা স্টিম এ আছেন তাদের সব চেয়ে বড় পাওয়া হলো আমার বাংলা ব্লগ। আর ২০২২ সাল হবে আমার বাংলা ব্লগের হাত ধরে ভেতরের লালিত স্বপ্ন গুলোকে হাতে ছুয়ে দেখার জন্য প্রচেষ্টার।

 last year 

একদম ঠিক কথা বলেছেন ভাই। এটা অনেক বড় পাওয়া ছিল।

 last year 

অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছর বরণ করে নিয়েছি আমরা।দিদির জন্য মন খুলে দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা কথা দুঃখের মাঝেই সুখ আসে যেটা আপনি পেয়েছেন।সবার জন্যই ২০২১ সাল অনেক কষ্টের ছিল। যাইহোক, সবই বিধাতার লিখন খুব ভালো লাগলো ভাই আপনার পোস্টটি পড়ে। 😍😍😍

 last year 

সত্যি দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাঙ্গালীদের এইভাবে সম্মান দেয়ার জন্য।

সুমন ভাই আপনি ঠিক বলেছেন অনেকে মিলে সৃষ্টিকর্তার কাছে হাত তুললে সৃষ্টিকর্তা সেই হাতগুলি ফিরিয়ে দেয় না আমরা সবাই মিলে দোয়া করি বৌদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ।

নতুন বছর নতুন আলো ও নতুন সম্ভাবনা নিয়ে আমাদের জীবনে উপস্থিত হয়েছে। @rme দাদার উদ্যোগেই আমার বাংলা ব্লগ সেই আলোর দিকে ধাবিত হচ্ছে। ভাইয়ার অবদান ও প্রশংসনীয়। পিছনের ভুলগুলো শুধরিয়ে সামনের দিকে এগিয়ে যাক আমার বাংলা ব্লগ কমিটির সকল সদস্যরা, এটাই কামনা করছি।

 last year 

এই প্লাটফর্ম এ বাঙ্গালী সম্মান পেয়েছে, দাঁড়াতে পেরেছে শুধুমাত্র আমাদের দাদার কারণে।এটা আসলে অস্বীকার করার কোনো উপায় ই নেই।কোনো সুযোগ ই নেই।
আর পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে আমাদের বৌদি।সেই সাথে আপনাদের মতো মানুষ নিয়ে একটি পরিবার।এসব সব পেয়ে আমিও কষ্ট গুলো ভুলে গিয়েছি একদম আলহামদুলিল্লাহ।

 last year 

অনেক সুন্দর একটা পোষ্ট লিখেছেন ভাই। সর্বপ্রথম কথা হলো সত্যি বৌদি ছাড়া কমিউনিটি টা যেন কেমন একটু থমকে গিয়েছে। আমরা সকলে একসাথে দোয়া করলে বৌদি সত্যিই সুস্থ হয়ে যাবে। আর আমরা সকলে একসাথে মিলেমিশে থাকলে সত্যি আমাদের এই পরিবার অনেক দূর পর্যন্ত যাত্রা করতে পারবে। আমরা বাংলা ব্লগ সবাই মিলে আমাদের এই পরিবারটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।❤️

 last year 

দাদা শুরুতেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এই প্রত্যাশা রাখছি।

আর সত্যি বলতে একটা সময় যখন মনে হচ্ছিল স্টিমিট প্ল্যাটফর্ম আর আমার জন্য নয় ঠিক সেই মুহূর্তে পায়ের নিচে মাটি এনে দিয়েছে আমার বাংলা ব্লগ। আমার বাংলা ব্লগ এখন আমার আস্থার একটি জায়গা। আর দাদা এবং বৌদিকে নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ এই মহান মানুষদের নিয়ে যতই বলব ততই কম হবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সব সময় তাদের ভালোটাই হয়।

 last year 

ভাইয়া আপনাকে জানায় নতুন বছরের অভিনন্দন,আর অনেক ধন্যবাদ শুরুতেই কারণ এতো সুন্দর ভাবে কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে, আমাদের দাদার কোনো তুলনা হয়না এই কথাটা আমি সবসময় বলি। কারণ এই প্লাটফর্মের মাদ্ধমে আমরা আমাদের ছোট ছোট অনেক স্বপ্ন পূরণ করতে পারছি যা হয়তো কখনো পূরণ করা সম্ভব হতো না ,আর সেটা একমাত্র আমাদের দাদার জন্যে। আর,, বৌদিরকে উল্লেখ করে একটা কথায় বলবো,,
কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি ,প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.07
JST 0.026
BTC 28092.38
ETH 1806.66
USDT 1.00
SBD 2.78