মোবাইল ফটোগ্রাফি - [আমার বাংলা ব্লগ ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 12th December , 2021
  • Sunday

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে এ পর্যন্ত অনেক ফটোগ্রাফি শেয়ার করেছি। মেজরিটি ফটোগ্রাফি ছিল ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। কিন্তু আজ আমি মোবাইলে তোলা ফটোগ্রাফি শেয়ার করব। দশটি ফটোগ্রাফির মধ্যে দশটি ই মোবাইল দিয়ে ক্যাপচার করা। ফটোগ্রাফি গুলো সব এক দিনে তোলা নয়। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ছবিগুলো তোলা হয়েছিল। গ্যালারিতেই ছিল ছবিগুলো। আজকে সব একজায়গায় করে পোস্ট করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



1639315865603-01.jpeg

  • সূর্য অস্তের মুহূর্তে বালুচর এর দৃশ্য।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 08-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/restart...



1639315825468-01.jpeg

  • ফুলের মধু সংগ্রহ করছে একটি মৌমাছি। ফুলটির নাম গুজি ফুল।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 08-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/merciless...



1639315919539-01.jpeg

  • খুবই চেনা একটি দৃশ্য। ফুলের উপর একটি প্রজাপতি বসে আছে। দুটোই সৌন্দর্যের উপমা।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 08-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/merciless...



1639315944615-01.jpeg

  • প্রায় সন্ধা লেগে এসেছে। ইটের ভাটা থেকে ধোঁয়া বেরোনোর দৃশ্যটি অসাধারণ লাগছে ।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 02-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/resettling..



1639315995401-01.jpeg

  • একটি পরিত্যক্ত টিউবওয়েল। বহুদিন যাবত ব্যবহার করা হয় না।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 08-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/tarred.blu..



1639316033285-01.jpeg

  • সুন্দর একটি জায়গা। অনেক বন ছিল এই জায়গাটাতে । কিন্তু সেগুলো কেটে ফেলা হয়েছে। এখন জায়গাটি ফাঁকা।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 02-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/tarred.blu..



1639316123485-01.jpeg

  • সাদা কালো জীবন, আর সাথে রঙিন স্বপ্ন। নৌকাটি এখানে পানি শুকানোর পরে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এটির ভবিষ্যৎ নিয়ে এর মালিক স্বপ্ন দেখে আবারও এটি চলতে শুরু করবে। কোন একদিন।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 02-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/candle.fli..



1639316323480-01.jpeg

  • চশমার মধ্য দিয়ে পড়ন্ত বিকেলের দৃশ্য দৃশ্যমান ।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 02-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/baseness...



1639316080157-01.jpeg

  • জগ ভর্তি রস। আর তার ব্যাকগ্রাউন্ডে লাল সূর্য। চমৎকার একটি বিকেল।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 02-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/outputs...



1639316051460-01.jpeg

  • দূরে একটি আখের ক্ষেত। আর আখের ক্ষেতের পিছনে ছোট একটি গাছ। গাছের ঠিক মাথায় শেষ বিকেলের রক্তিম সূর্য।


Device :Redmi Note 9 pro max, Xiaomi
Date & EXIF data: 02-12-21 || f/1.89-5.43 mm
What's 3 Word Location :https://w3w.co/outputs...






JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আমি আপনার প্রথম ছবিটি দেখে মনে করেছিলাম আপনি কোন মরুভূমির বুক চিরে সামনে এগিয়ে যাচ্ছেন কিন্তু পরক্ষণেই দেখলাম এক বিশাল চর এলাকা। চরের প্রান্তর ছিড়ে সামনে এগিয়ে যাচ্ছেন আপনি। মৌমাছি মধু আহরণ করার বিষয়টি আমার অসাধারণ লেগেছে ,সাথে আপনার চশমা সাথে তোলা সূর্যাস্তের ছবিটি আরো প্রাণবন্ত করেছে আপনার পোস্টটা কে। আপনি যে একজন নিখুঁত ফটোগ্রাফার সেটা বলার অপেক্ষা রাখে না, হোক তার ডিএসএলআর হোক ফোন। আপনার দক্ষতা প্রমাণ আপনি সবক্ষেত্রেই রেখেছেন। প্রতিটি ছবি এক একটি গল্প রচনা করেছে। যে গল্পের পেছনে কারিগর হচ্ছেন আপনি।

 3 years ago 

দাদা মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো মনে হচ্ছে ক্যামেরার মাধ্যমে তোলা।আসলেই আপনি অনেক দক্ষ ও পারদর্শী ছবি তোলার ক্ষেত্রে।আপনার প্রত্যেকটি ছবি খুবই সুন্দর ও মনমুগ্ধকর।গুছি ফুলটি কিছুটা মিনি সূর্যমুখীর মতো দেখতে লাগে তবে এটি কি করে জানা নেই।আপনার প্রত্যেকটি ছবি কোনো না কোনো কিছু ইঙ্গিত করে।ছবি তোলার প্রতি অদম্য ভালোবাসাই ফুটে উঠেছে আপনার ছবিগুলোর নিপুনতার মধ্যে।প্রায় অধিকাংশ ছবিতে রক্তিম সূর্যকে তুলে ধরা হয়েছে, দারুণ দেখতে লাগছিল।ধন্যবাদ দাদা।

 3 years ago 

ফুলের মধু সংগ্রহ করছে একটি মৌমাছি।

এই ক্যাপশনের ছবিটা যা মারাত্মক হইছে ভাইয়া কি আর বলবো।জাস্ট অসাধারণ হয়েছে।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অসাধারণ হয়। দেখতে খুবই সুন্দর লাগে প্রত্যেকটা ছবি। কোনটা ছেড়ে যে কোনটা বলবো সুন্দর হয়েছে বুজতেই পারছিনা। আসলেই অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য 😊

 3 years ago 

বাহ, আপনি আমাকে ফটোগ্রাফি সম্পর্কে আশ্চর্যজনক সব ছবি দেখান।
আমি সত্যিই সূর্যাস্ত আলো ছবি পছন্দ, এটা আশ্চর্যজনক.
শেয়ার এবং আমাদের সব বিনোদনের জন্য আপনাকে ধন্যবাদ.

ভাইয়া অসাধারণ আপনার সবগুলো ফটোগ্রাফি। প্রথম ছবিটা দেখে ভেবেছিলাম, হয়ত আপনে কোথায়ও ঘুরতে গিয়ে তুলেছেন, এখন দেখি এটা চর। ছবিটা অসাধারণ হয়েছে। সবগুলো ছবই একদম ১০০%। যা বলার অবাকশ রাখে না। চশমার ছবিটা আমার একটু বেশিই ভালো লেগেছে। এতো সুন্দর সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনেক ভালো হয়। আজকের গুলো কোন অংশেই কম নয়। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। যা সত্যি প্রতিভা জনক। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো অবিরাম।

 3 years ago 

ভাইয়া আপনার সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে।
কি ভাবে যে এতো সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন মাশাআল্লাহ।

আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।।

সূর্য অস্তের মুহূর্তে বালুচর এর দৃশ্য।

এই ছবিটা ভিষণ ভালো লেগেছে, এমন ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুণ লাগে ভাইয়া।

অনেক ধন্যবাদ জানাই ভাইয়া এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের সাথে উপস্থাপন করার জন্য।

আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।।

 3 years ago 

বাহ, আপনি আমাকে সিনেমাটোগ্রাফি সম্পর্কিত অবিশ্বাস্য সব ফটোগ্রাফ দেখান। সৃজনশীল প্রকৃতির ফটোগ্রাফি আমার পছন্দের ফটোগ্রাফির একটি। ইহা সুন্দর. ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এত আনন্দ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।পড়ন্ত বিকেলবেলার মুহূর্তের সবগুলো ছবি অনেক সুন্দর লাগছে।সেই সঙ্গে প্রজাপতি-ফুল এবং মৌমাছি-ফুল দুটি ছবি সুন্দর মুহূর্তে ক্লিক করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74