You are viewing a single comment's thread from:
RE: মোবাইল ফটোগ্রাফি - [আমার বাংলা ব্লগ ]
ভাইয়া আমি আপনার প্রথম ছবিটি দেখে মনে করেছিলাম আপনি কোন মরুভূমির বুক চিরে সামনে এগিয়ে যাচ্ছেন কিন্তু পরক্ষণেই দেখলাম এক বিশাল চর এলাকা। চরের প্রান্তর ছিড়ে সামনে এগিয়ে যাচ্ছেন আপনি। মৌমাছি মধু আহরণ করার বিষয়টি আমার অসাধারণ লেগেছে ,সাথে আপনার চশমা সাথে তোলা সূর্যাস্তের ছবিটি আরো প্রাণবন্ত করেছে আপনার পোস্টটা কে। আপনি যে একজন নিখুঁত ফটোগ্রাফার সেটা বলার অপেক্ষা রাখে না, হোক তার ডিএসএলআর হোক ফোন। আপনার দক্ষতা প্রমাণ আপনি সবক্ষেত্রেই রেখেছেন। প্রতিটি ছবি এক একটি গল্প রচনা করেছে। যে গল্পের পেছনে কারিগর হচ্ছেন আপনি।