সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - সেপ্টেম্বর প্রথম সপ্তাহ - [Weekly Plagiarism Report -September 1st week]
03-09-2022
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @rakibur | নিরাময় | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @siddiqua | লিংক | উৎস |
রিপিটেড কনটেন্ট:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান পোস্ট |
---|---|---|---|
১ | @shadonchandra | লিংক | উৎস |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমাদের সকল মেম্বারদের উচিত আমার বাংলা ব্লগের যে নিয়ম গুলো সেগুলো মেনে চলা ৷তবুও দিনশেষে কেন এ রকম ঠিক বুঝি না ৷
যাই হোক আমরা সবকিছু মেনে চলবো ৷
আমি জানি আমার বাংলা ব্লগে যারা আছেন ম্যাক্সিমামই এবিবি স্কুল থেকে পড়াশুনা করে পরিপূর্ণ হয়ে আমার বাংলা ব্লগে কাজ করছেন। তবে এ ধরনের অপরাধ গুলো না করলেও হয়, ছোট হোক বড় হোক অপরাধ। যাই হোক এত সুন্দর একটি তালিকা প্রকাশ করার জন্য আমাদের প্রিয় সুমন ভাইয়াকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবো।
আপনার এই কাজের ফলে আমার বাংলা ব্লক কমিউনিটি আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। বিশেষ করে অনেক ইউজার যারা নতুন নতুন এই কমিউনিটিতে কাজ করছে তারা এই কমিউনিটির নিয়ম-কানুন জানেনা যার কারণে বিভিন্ন ধরনের কপিরাইট পোস্ট এখানে শেয়ার করে এটা সত্যি দুঃখজনক একটা ব্যাপার।
আমি খুবই দুঃখিত এমন ভুলার করার জন্য ।বিষয়টা আমার জানা ছিলো না ।ইনশাআল্লাহ সামনে আর এমনটা হবে না
আশা করি আপনার সামনে এই রকম ভুল করিবেন না।আপনার জন্য শুভ কামনা রইলো।
আজকের লিস্টে তিনজনই নতুন । তাই হয়তো এমন ভুল করেছে। আশা করছি ক্লাস করে সব শিখে নিতে পারবে।
চৌর্যবৃত্তির বলক জগতের জন্য একটি কলঙ্ক। যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি সামনের দিকে এগিয়ে যেতে হলে এটা করা একেবারেই চলবে না। নিজেকে শুধরে নিয়ে আগামী দিনের পথচলার উপদেশ রইল। চৌর্যবৃত্তি ধরার জন্য ভাই আপনি যথেষ্ট নিপুনভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
চৌর্যবৃত্তি পরিত্যাগ করে আমাদের সকলের উচিত নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করা এবং আমাদের প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখা। আসুন আমরা সবাই নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করি।
যাক লিস্টটা দেখছি খুব একটা দীর্ঘ হয়নি। ভালো লাগল দেখে। সুমন ভাই আছে যতদিন এবিবিতে চোরদের ভাত নেই ততদিন হি হি হি।।
সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন এই রিপোর্টটি খুব ভাল একটি কাজ। এর মাধ্যমে আমরা সব ধরনের কপিরাইট থেকে মুক্ত থাকতে পারি। প্রথম যখন স্টিমিট শুরু করেছিলাম তখন রোবট এই কাজটি করতো। কিন্তুু আমাদের কমিউনিটিতে @rex-sumon ভাইয়া করছে। ১০০% সচ্চ রাখতে এই রিপোর্টটি খুব জরুরী। ধন্যবাদ ভাইয়া।
এখানে কোনো ভেরিফাইড মেম্বার নাই এটা দেখে বেশি ভালো লাগছে। যারা আছে তারা একদমই নতুন। তবে আমি মনে করি তারা যদি এবিবি স্কুলের ক্লাশ করে তারা এই ভুল আর দ্বিতীয় বার করবে না।