লক্ষ্য যখন স্বপ্ন পূরণ।

in আমার বাংলা ব্লগ2 years ago



কিছু সাধারণ কথা


  • The 07th June , 2022
  • Tuesday

হ্যালো প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন আশা করি। তাপমাত্রা আবার যেরকম বেড়েছে ভালো থাকা সত্যিই দায়। এই গরমে সবার জন্য পরামর্শ থাকবে বেশি বেশি পানি পান করুন। আকাশ পানে চেয়ে আছি দেখা যাক কখন বৃষ্টি বর্ষণ হয়। তবে ঝড় হোক, বৃষ্টি হোক, শীত-গরম যাই পড়ুক আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিনিয়ত লড়াই করেই যেতে হবে। জীবন যুদ্ধের ময়দানে আমাদের যুদ্ধ করেই যেতে হবে। জীবন হলো যুদ্ধক্ষেত্র। প্রত্যেকটা চাওয়া-পাওয়ার দিকে দুর্বার গতিতে ধাবিত হতে হবে।

স্বপ্ন দেখতে হবে বড়। সেই স্বপ্নকে আঁকড়ে ধরে বাস্তবতার সমুদ্র পাড়ি দিতে হবে। আপনি কী পেতে চাচ্ছেন? সেটা আগে বুঝতে হবে। নিশ্চিত হতে হবে আপনি কতদূর যেতে চাচ্ছেন। যদি আপনার চাওয়াটা সুনির্দিষ্ট হয় আর আপনি যদি নাছোড়বান্দা হতে পারেন তবেই লক্ষে পৌছাতে পারবেন।

tree-heart-4520424_1280.png
image source & credit: copyright & royalty free PIXABAY

ফোকাস লক করে আগাতে হবে। ফোকাস থেকে দৃষ্টি সারানো যাবে না। এটা যে কোন কিছুর জন্য প্রযোজ্য। যেমন পড়ার টেবিলে বসে হঠাৎ যদি আপনার ফোকাস ফোনের দিকে সরে যায় তাহলে আপনি পুনরায় পড়ার দিকে মনোযোগী হতে পারবেন না সহজে। ততক্ষণে কিছু অপ্রয়োজনীয় কাজের প্রতি আপনি বেশি মনোযোগী হয়ে যাবেন । একবার আপনার ফোন টা ওপেন করে আপনি অনলাইন হলেন, এরপর কখন যে আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে বুঝতেও পারবেন না। এই মূল্যবান সময় লাইফে আবার রিপিট হয়ে ফিরে আসবে না।

এজন্য কোনো কাজে মন দেওয়ার আগে ওই সব জিনিস আপনার আশেপাশে থেকে সরিয়ে রাখুন যেগুলো আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়াবে। এটা ব্যাক্তি, বস্তু, যেকোনো কিছু হতে পারে। তবে এর মানে এই নয় যে পার্মানেন্টলি দূরে সরিয়ে রাখবেন । এটা জাস্ট ফোকাস ঠিক রেখে কিছু সময় দুনিয়ার মোহ থেকে নিজেকে আলাদা রাখার কৌশল । লক্ষ্যে পৌঁছানোর পেছনে আরেকটি বড় বাধা হলো নেগেটিভ চিন্তাভাবনা। নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে। কোন ভাবে আপনার মস্তিষ্ক নেগেটিভ কিছুকে যদি সিরিয়াস নিয়ে নেয়, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোর বাধা দিতে আর কোন শত্রুর প্রয়োজন হবেনা। মস্তিষ্ককে যেভাবে ভাবাবেন, আপনার মস্তিষ্ক ও ওইভাবেই শক্তি দিবে আপনাকে।

surrealistic-155227_1280.png

image source & credit: copyright & royalty free PIXABAY

আপনার কঠিন চেষ্টার মুহূর্তে হয়তো পুরনো ব্যর্থতা গুলো বারবার মনে পড়বে, আপনি এগিয়ে যেতে ভয় পাবেন। আসলে এগুলোর জন্য এক সেকেন্ড সময় ও বরাদ্দ করা যাবে না। ওগুলো নিয়ে ভাবা যাবে অবসর সময়ে। পুরনো হতাশা আপনার জীবনে নতুন কিছু এচিভ করতে বাধা দিতে পারে। তাই সম্পূর্ণ মনসংযোগ রাখুন আপনার আগামীর জন্য। আর অবশ্যই আপনি যখন কিছু একটা অর্জনের উদ্দেশ্যে এগোবেন তখন অন্য কোন কিছুর মধ্যে ডুবে যাবেন না। একসাথে একাধিক বিষয়ে ফোকাস করার চেষ্টা আপনার মূল স্রোতকে বাধাগ্রস্থ করে ফেলবে।

দিনশেষে স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেয়াটা সহজ নয়। অনেক চড়াই-উৎরাই পার করে তবেই নিজের কাঙ্ক্ষিত চাওয়াটাকে অর্জন করে নিতে হয়। আসলে আমরা স্বপ্ন দেখতে সবাই পছন্দ করি। কিন্তু পরিশ্রম এবং ফোকাস ঠিক রেখে সামনের দিকে অগ্রসর হওয়াটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। যারা শেষ পর্যন্ত নিজের শক্ত মনোবলকে ধরে রেখে সঠিকভাবে এগিয়ে যেতে পারে তারাই দিনশেষে সফল হয়ে যায়।.... এটাই ছিল বিষয়। তো যাইহোক, আমি বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আবার পরবর্তী কোন পোস্টে । সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

খুব চমৎকার বিশ্লেষণ।
আসলেই জীবনে অনেক উত্থান-পতন আসবে। কিন্তু সফল হতে গেলে লক্ষ্যকে শক্ত করে আঁকড়ে ধরে সাহসী মনবল নিয়ে এগিয়ে যেতে হবে।তবে সবচেয়ে আমাদের বেশি প্রয়জন পজেটিভ চিন্তাভাবনা করা।তবে আমাদের ভেবে চিন্তে লক্ষ ঠিক করাও উচিত,কারণ যেটা আমি পারবো না যে কাজ আমার নয়,অনেকটা উৎসুক হয়ে যদি সেদিকেই ঝুঁকে পরে তাহলে জীবনেও সফলতা আসবে না।আমাদের সবসময় খেয়াল রাখা উচিৎ নিজের কমফোর্ট জোন কে কেন্দ্র করে লক্ষের দিকে এগিয়ে যাওয়া,তাহলেই সফল হওয়া সম্ভব।যেমন ধরুন আমি ম্যাথ ভালো পারি না কিন্তু আমি ইংলিশ ভালো পারি।এখন আমি যদি অন্যের দেখে অনেকটা জেদের বসে যদি বলি ও ম্যাথ নিয়ে করতেছে তাহলে আমি কেন পারবো না।তাইলে আপনার দ্বারা লক্ষে পৌঁছানো হইছে😝।

 2 years ago 

আমরা মানুষরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি জীবনের অনেক প্রেক্ষাপটে। কিন্তু তখন কেউ যদি আমাদেরকে একটু অনুপ্রেরণামূলক কথা বলে তখনই আমরা মনে সাহস পাই। আর আপনার পোস্টগুলোতে আমি সেই অনুপ্রেরণা খুঁজে পাই। আপনি প্রতিটি কথা এত মূল্যবান ভাবে লেখেন যা দেখে আমার কাছে অনেক ভালো লাগে। মনের ভিতর অন্যরকম স্পৃহা জাগে। আসলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হবে। লক্ষ্যে স্থীর থাকতে হবে। সফলতা পাওয়া যায় কারন কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।

 2 years ago 

জি ভাই তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে প্রচুর গরম পড়ছে আসলে সহ্য করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আপনি ঠিক বলেছেন যে সময় অনেক বেশি পানি পান করা উচিত তাহলে অনেক ভালো থাকতে পারবো। আর আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভাই আপনার লেখাগুলো পড়ে সবসময়ই অনুপ্রেরণা পাই। এটা ঠিক যে স্বপ্ন দেখতে হবে বড় আর এসে সেই স্বপ্নকে আঁকড়ে ধরি বাস্তবতা সমুদ্র পাড়ি দিতে হবে। যতক্ষণ না স্বপ্ন সত্যি হত তখন সেই দিকেই যেতে হবে।

 2 years ago 

যদি আপনার চাওয়াটা সুনির্দিষ্ট হয় আর আপনি যদি নাছোড়বান্দা হতে পারেন তবেই লক্ষে পৌছাতে পারবেন।

একদম ঠিক বলেছেন ভাইয়া কোন একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার জীদ টাই আসল। কোন কিছু পাওয়ার চেষ্টা না থাকলে সে জিনিস পাওয়া কখনোই সম্ভব না।
কোন কিছু করার আগে নেগেটিভ চিন্তাই তো সবার আগে মাথায় আসে। আপনার আজকের আইডিয়া গুলো ভাল লেগেছে আমার কাছে। পরবর্তীতে কোনো লক্ষ্য ঠিক করলে এই বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনার সাথে আমি একমত আসলে আমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। যদি আমরা ফোকাসটা ঠিক রেখে সামনে আগাতে পারি তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাঁতে পারবো। আমরা স্বপ্ন দেখতে পারি কিন্তু সেটা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে সামনে আগাতে পারিনা। যারা আগাতে পারে তারাই জীবনে সফলতা পেয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য।

বাহ খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে কি বলুন তো ভাই আমরা তো মানুষ জাতি, তাই অল্পতেই হতাশ হয়ে যায় বড্ড বেশি। বড় স্বপ্নগুলোকে নিজেরাই যেন হাত দিয়ে ছোট করে ফেলি। কিন্তু এর মাঝেও দুই-একজন স্বপ্নবাজ থাকে যারা হাজার প্রতিবন্ধকতা আসলেও লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরো অটল। জীবন যুদ্ধে তারাই প্রকৃত জয়ী। বেশ ভালো একটা লেখা উপস্থাপন করেছেন। 🙏

 2 years ago 

স্বপ্ন দেখতে হবে বড়। সেই স্বপ্নকে আঁকড়ে ধরে বাস্তবতার সমুদ্র পাড়ি দিতে হবে।

আমাদের জীবনের সফলতার মূল চাবিকাঠি হলো লক্ষ্য নির্ধারণ। আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ না করতে পারি তাহলে কখনই সফলতার পথে এগিয়ে যেতে পারব না। জীবনে সফলতা অর্জনের জন্য অনেক কিছুই পাড়ি দিতে হবে। জীবন সমুদ্রের এই কঠিন বাস্তবতা আমাদেরকে বারবার আঁকড়ে ধরবে। সবকিছুকে পেছনে ফেলে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। তবেই আমরা সফল হতে পারবো। ভাইয়া আপনার এই পোস্ট পড়ার মাধ্যমে অনেক অনুপ্রেরণা পেলাম। আশাকরি সকলেই নিজের লক্ষ্য নির্ধারণে আরো বেশি মনোযোগী হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যাবে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️♥️

 2 years ago 

আকাশ পানে চেয়ে আছি দেখা যাক কখন বৃষ্টি বর্ষণ হয়।

দাদা আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আর সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে।যাইহোক স্বপ্ন সবসময় বড়ো করে দেখা উচিত।একবার আমার স্কুলের একজন ম্যাম বলেছিলেন -মনকে বড়ো করে বড়ো স্বপ্ন দেখতে হবে তাহলে কিছু না কিছু হবে জীবনে আর ছোট্ট স্বপ্ন দেখলে কিছুই করা সম্ভব নয়।সেটা মনে পড়ে গেল আপনার লেখা পড়ে।ধন্যবাদ দাদা।

 2 years ago 

খুব ভালো ভালো কিছু কথা বললেন দাদা। ভিষন শিক্ষণীয় ছিল। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনার এই মন্তব্যগুলো ভীষণ উপকারী তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জীবনের স্বপ্নগুলো পূরণ করতে হলে অবশ্যই পরিশ্রমের বিকল্প কোন কিছু নেই স্বপ্নগুলো লালন করে তার পিছনে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে তবেই আমরা আমাদের কাঙ্খিত স্বপ্নের জায়গাটা অর্জন করতে পারব। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60030.46
ETH 2413.07
USDT 1.00
SBD 2.43