🎴আমাদের সকলের স্বপ্ন যখন সুপার💗 একটিভ লিস্ট💗 Tier-১🎴||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের সকলেরই স্বপ্ন যখন সুপার একটিভ লিস্ট Tier-১। এইটা নিয়ে আমরা কমবেশি সকলেই চিন্তা ভাবনা করি

আমাদের সকলের স্বপ্ন যখন সুপার একটিভ লিস্ট Tier-১

boy-g8286b9870_1920.jpg

Sourch



PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

আসলে আমাদের কিন্তু সুপার একটিভ লিস্ট দাদা প্রথমেই প্রশ্ন দিয়ে দিয়েছে যে কিভাবে সুপার একটিভ লিস্ট উঠতে হবে। আসলেই আমাদের চোখের সামনে প্রশ্নোত্তর কিন্তু আমরা বুঝতে পারি না। কিভাবে এটি অর্জন করব। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম। এখানে পাঁচ থেকে সাত মাস ইউজার কাজ করে যাচ্ছে তাও কাজের গতি কোন পরিবর্তন হচ্ছে না কারণ হচ্ছে কোয়ালিটি না থাকায়।কোয়ালিটি থাকতে হবে এখানে থাকতে হলে অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে থাকতে হয়। যার কোয়ালিটি ভালো সেই সাকসেস হয়।আসলে এখানে কিন্তু সবাই ভালো। এখানে কোন আনকোয়ালিটি সম্পূর্ণ পোস্ট হয় নাই তাই এইখানে সুপার একটিভ লিস্ট করতে অনেক সময় আমাদের এডমিন মডারেটররা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। কাকে থুয়ে কাকে রাখবে কারণ সকলেই সমান যোগ্যতার অধিকারী।

আমি আজ থেকে প্রায় চার মাস আগে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যুক্ত হয়। তখন আমি প্রথমে ঢুকেই দেখলাম। যে এখানে ভালো কোয়ালিটি সম্পন্ন দের যথেষ্ট মর্যাদার দেয়া হয় এবং সুপার একটিভ লিস্ট আকারে তৈরি করে প্রকাশ করা হয়। যাতে করে সকলে উৎসাহ পায় তারপর আমি স্বপ্ন দেখলাম যে আমিও পারবো তারপর আমি কাজ করে গেলাম নিজের মতো করে।আমি দেখলাম যে এখানে যারা ভালো করছে। তাদের পোস্ট গুলো দেখলাম।।আমার কোথায় ঘাটতি আছে আমি সেগুলো সংশোধন করলাম কারণ এখানে বাস্তব কথা জেনারেল রাইটিং দিয়ে কখনই কোন কিছু সম্ভব না।সম্ভাবত যদি ভালো রাইটার হয় কবিতা, গল্প বাস্তবমুখী কিছু গল্প তুলে ধরে কারন একটা জিনিস মানুষ কিন্তু একটা দিক দিয়ে কখনো সফলতা অর্জন করতে পারবে না। তাকে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হবে কারণ এখানে প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

অনেক ইউজার দেখেছি যে এক মাস দুই মাস কাজ করে তারা হাল ছেড়ে দেয়। আসলে হাল ছেড়ে দেই তারা ভুল করে কারন একবার না পারিলে দেখো শতবার। একটা কথায় আছে যে একটা মানুষ যদি প্রতিনিয়ত চেষ্টা করে তার এঙ্গেজমেন্ট বাড়াতে চায় তাহলে সে একদিন না একদিন সাকসেস হবে।কিন্তু তারা বুঝে উঠতে পারেনা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবে। আসলে একটা মানুষকে কিন্তু প্রথম আসলে কেউ সহজে পাত্তা দেয় না। নিজের পাত্তা নিজেকে অর্জন করে নিতে হয়। আসলে এখানে দাদা বলেছে যে আপনি এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন। আসলেই ইংগেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু অনেক দিক আছে আপনি কিভাবে দৃষ্টি আকর্ষণ করবেন সেটা আপনার দক্ষতা কাজে লাগিয়ে আপনি কাজটি করবেন হয়তো কমেন্টের মাধ্যমে হয়তো, কোয়ালিটি পোষ্টের মাধ্যমে হয়তো, ডিসকর্ড এ অ্যাক্টিভিটির মাধ্যমে। আপনার নিজের ভেতরের দক্ষতা আপনি প্রকাশ করবেন আমাদের মাঝে। আসলে আপনার যদি দক্ষতা ভালো থাকে তাহলে আপনাকে কেউ কাউকে চিনতে হবে না। আপনাকে নিজেই চিনে নেবে যে এই ছেলেটা এমন ভালো একজন ব্লগার

এখানে বেশিরভাগ কিন্তু খেয়াল করে দেখবেন রেসিপি, এসো নিজে করি ডাই, অঙ্কন করে থাকে আপনি কিন্তু জেনারেল রাইটিং পোস্ট করে। এদের সাথে সাথে যেতে পারবেন না। আপনাকেও চেষ্টা করতে হবে। মানুষ পারেনা এমন কোন কিছুই নাই। আপনি কে এর সাথে যেতে হলে অবশ্যই এদের কার্যক্রমের সাথে একসাথে চলতে হবে। তাহলেই আপনি সাকসেস হবেন।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

super-woman-g14310c5c7_1920.jpg

Sourch
আসলে সুপার একটিভ লিস্টে যারা থাকে তাদের নামটা দেখি সবাই ভাবে যে এরা কিভাবে সুপার একটিভ লিস্টে। এর পিছনের কিছু গল্প আছে আসলে সুপার একটিভ লিস্টে থাকতে হলে কিন্তু অনেক কাজ করতে হয় বা কোয়ালিটি।

একটা নতুন ইউজার যদি এসে আগের সুপার একটিভ লিস্টে ঢুকতে চায় তাহলে এটা কেমন হয়ে গেল না। তাকে অর্জন করে নিতে হবে। অনুসরণ করতে হবে। যারা সুপার একটিভ লিস্টে আছে। তাদের কাজ গুলো অনুসরণ করতে হবে। তারা কি কাজ করছে তারপর আমি কি কাজ করি তাদের পোস্টে কোয়ালিটি কেমন আমার পোষ্টের কোয়ালিটি কেমন আমার ঘাটতি কোথায় এবং তারা কিভাবে তাদের এক্টিভিটিস শো করছে। আমি কিভাবে আমার অ্যাক্টিভিটি শো করব। এটা নিজের ব্যক্তিগত এগুলো যদি কেউ ঠিক রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ সফল হবে

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

change-g64a84bee1_1920.jpg

Sourch



আসলে একটা কথা হচ্ছে যে আমরা সবকিছু সহজেই পেতে চায়। কাজ করে পেতে চায় না। একটা মানুষ যদি নিচের এঙ্গেজমেন্ট ভালো করে সে কিন্তু অবশ্যই তার ফল পাবে। আমি একটা কথা বলি একটা মানুষ যদি ভাল পরীক্ষা দেয় সে কিন্তু বুঝতে পারে যে আমার পরীক্ষাটা কেমন হলো। আমি পাশ করব কিনা তেমনিভাবে সুপার একটিভ লিস্ট উঠতে হলে সে যদি ভালো কাজ করে তার কনফিডেন্স থাকে তাকে টেনশন করতে হয় না। আমার নাম থাকবে কি থাকবে না। কারণ পরীক্ষা ভালো দিলেই সে বুঝতে পারে যে আমি পাশ করব কিনা তেমনিভাবে ভালো কাজ করলেই সে ফল পাবে এটাই হচ্ছে বাস্তব কথা। এখানে কোয়ালিটি সম্পন্ন দের যথেষ্ট মর্যাদা দেয়া হয় এবং এখানে সবাই ভালো নিজের কাজের গতি বাড়াতে হবে

সত্যি কথা বলতে এখানে থাকতে হলে প্রতিযোগিতার মধ্যে থাকতে হয় এবং সকলেই যা করছে সেই কাজের ধারা বজায় রাখতে তাদের সাথে তাল মিলিয়ে থাকার জন্য তাদের মত করে কাজ করতে হবে। না হলে এখানে টিকে থাকা অসম্ভব এবং আপনি যদি একমাস এসে এখানে সাপোর্ট পেতে চান তাহলে আপনি ভুল ভাবছেন আপনি আপনার নিজের মত কাজ করে যান নিজের অ্যাক্টিভিটি শো করে নিজের কাজের গতি বাড়ান এবং আপনাকে চেনা লাগবেনা আপনাকে সবাই চিনবে এটাই হচ্ছে বাস্তব কথা আর এখানে যদি কেউ ধৈর্য ধরে কাজ করতে পারে ইনশাল্লাহ সফল হবে।আসলে এখানে ভালো কাজ করে প্রতি সপ্তায় জায়গা ধরে রাখতে হয় এবং আপনার যদি কাজের ঘাটতি থাকে। আপনি যারা ভালো করছে তাদের অনুসরণ করুন তাহলে আপনার ঘাটতি তা বুঝতে পারবেন।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

আমরা সকলেই সুপার একটিভ লিস্ট ওঠার স্বপ্ন দেখি কিন্তু আমরা সেরকম ভাবে কাজ করি না বলেই আমরা সবকিছু থেকে দূরে থাকি। আমাদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। কাজের প্রতি বেশি অগ্রসর হতে হবে তাহলেই আমরআ সফল হতে পারব


তেমনি ভাবে নিজের ওপর ফোকাস করুন। নিজের কোথায় ঘাটতি আছে সেগুলো পূরণ করুন। তারপরে আপনি সফল হবেন। আসলে আমরা সকলেই কিন্তু সুপার একটিভ লিস্ট ওঠার স্বপ্ন দেখি কিন্তু এই জায়গাটায় আসা অনেক কষ্টকর বলে আমি মনে করি। অনেক কষ্ট পরিশ্রমের ফলে জায়গাটা ধরে রাখতে হয়। আপনি একটু ভাবুন যে একজন সুপার অ্যাক্টিভ ইউজার কিভাবে কাজ করে আর আপনি কিভাবে কাজ করেন দুইটা সমন্বয় করলেই বুঝতে পারবেন আপনার অবস্থান আর ওনার অবস্থান। আপনি এই অবস্থানে যাওয়ার জন্য আপনাকে যত পরিশ্রম করতে হয় আপনাকে করতে হবে কারন মানুষ পারে না এমন কিছু নাই।। আপনাকে শক্ত মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তারপরই আপনি সফল হবেন ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নিজের উপর ফোকাস করে সামনে এগিয়ে চলুন। আপনার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Sort:  
 3 years ago 

সুপার একটিভ লিস্ট নিয়ে আপনার লেখাগুলো অনেক দারুন ছিল এবং খুব সুন্দর সুন্দর কিছু উপদেশ আপনি দিয়েছেন যা সবার জন্য খুব উপকারী হবে। তবে আপনি পোস্ট করার আগে আপনার পোস্টটি যদি একবার ভালো করে পড়ে নেন তাহলে কিছু বাক্য গঠনের যে ভুল থাকে এবং যতিচিহ্নের ব্যবহারে যে ছোটখাট কিছু ভুল থাকে সেগুলো সংশোধন করে নেয়া যাবে। ধন্যবাদ।

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ছোট ছোট ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
 3 years ago 

একটি বিষয় আমার দ্বিমত আছে। আমরা যা পারি সেটাই সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তবে হ্যাঁ প্রত্যেকটি বিষয় আপনাকে কমবেশি করে উপস্থাপন করতে হবে। অন্যেরটা নকল না করে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারলে এখানে উপরের দিকে উঠে যাবে। আমার কাছে তাই মনে হয় অন্য সকলে কি ভাবে আমি জানিনা। ধন্যবাদ।

 3 years ago 
আমি ওইভাবে বলি নাই ভাইয়া। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বলতে চাচ্ছি সেই ধরেন এখানে অনেকে রেসিপি পোষ্ট করে আমি যদি জেনারেল রাইটিং পোস্টগুলি করি তাহলে কিন্তু একসাথে সমান তালে যাওয়া সম্ভব হবেনা।আপনি রেসিপি পোষ্ট দেবেন ইউনিক।সেম রেসিপি দিতে বলি নাই।ধন্যবাদ
 3 years ago 

খুব ভালো বর্ননা ছিল সুপার একটিভ লিষ্টে জায়গা করে নেয়ার।
সুন্দর গুছিয়ে লিখেছেন 👌
আপনার জন্য শুভকামনা রইল আপনিও যেনো সবসময়ই সুপার একটিভ লিষ্টে জায়গা করে নিতে পারেন ❣️
এগিয়ে যান ✨

 3 years ago 

আপনার জন্য ভাইয়া শুভকামনা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সুপার একটিভ টায়ার ওয়ান নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন । বিশেষ করে আপনি আপনার অভিজ্ঞতা এবং কিভাবে এই লিস্টে আসা যায় সেই সম্বন্ধে বেশি জোর দিয়ে বলেছেন। আপনার পোস্টটি আসলেই অনেক শিক্ষনীয়। দাদা কিন্তু বলেই দিয়েছেন যে কিভাবে আমরা সুপার একটিভ লিস্টে থাকতে পারি। আমাদের উচিত আমাদের কাজের কোয়ালিটি দিনদিন উন্নত করা এবং নিজের অ্যাক্টিভিটি গুলো ঠিক রাখা। ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর করে আলোচনা করেছেন।

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়। আপনার মন্তব্যের জন্য
 3 years ago 

ইচ্ছাশক্তি ও পরিশ্রম মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। মনে যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আমরা সফল হতে পারব। আমরা সবাই চাই সুপার একটিভ লিস্টে নিজের জায়গা করে নিতে। সকলকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। অনেক সুন্দর করে গুছিয়ে প্রতিটি বিষয় উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যের জন্য
 3 years ago 

ভাই চমৎকার কিছু কথা শেয়ার করেছেন। আপনার কথাগুলো পড়লে অনেকেই সুপারএক্টিভ লিস্টে জায়গা করে নিতে পারবে একজন যোগ্য কোয়ালিটি সম্পন্ন ব্লগার হিসেবে। পরিশ্রম আর মেধার মাধ্যমেই জীবনে সাফল্য আসবে। দরকার একটু লেগে থাকা, পরিশ্রম করা। ধন্যবাদ আপনাকে ভাই মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার মন্তব্যের জন্য।

সবাই ভালই স্বপ্ন দেখে। কেউবা আবার মন্দটার সপ্নেও ডুবে যায়।
আপনার ভালোর পক্ষে যুক্তি, অনেক ভাল ছিল। সুন্দর।

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ।দারুন মন্তব্য করেছেন
 3 years ago 

আমরা সকলেই সুপার একটিভ লিস্ট ওঠার স্বপ্ন দেখি কিন্তু আমরা সেরকম ভাবে কাজ করি না বলেই আমরা সবকিছু থেকে দূরে থাকি। আমাদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। কাজের প্রতি বেশি অগ্রসর হতে হবে তাহলেই আমর সফল হতে পারব

অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই কি ভাবে সুপার এক্টিভ লিষ্টে থাকতে হয়। আপনার পোস্ট পড়ে নতুন দের অনেক কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো এভাবেই এগিয়ে যান

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি দারুন মন্তব্য করেছেন আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য

 3 years ago 

সুপার একটিভ লিস্ট নিয়ে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটি নতুনদের জন্য খুবই অনুপ্রেরণা দিবেন। আপনার উপস্থাপনা সত্যিই অসাধারণ হয়েছে। আমার জন্য শুভকামনা রইল।

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যের জন্য।
 3 years ago 

একদম সত্য! সুপার একটিভ লিস্টে থাকতে হলে কমিউনির সাথে ভালো এনগেজমেন্ট থাকার পাশাপাশি কোয়ালিটির প্রতিও নজর দিতে হবে। এতে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং লিস্টে জায়গা করে নিতে পারব। ধন্যবাদ আপনাকে

 3 years ago 
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59329.35
ETH 2613.53
USDT 1.00
SBD 2.44