বদ অভ্যাস বলতে ভাইয়া এটা আপনার সব থেকে ভাল একটি গুন। যে কারোর বিপদে কথা শুনলে আপনি ঘরে বসে থাকতে পারেন না।
মানুষ মানুষের জন্য। জি ভাইয়া বিপদের সময় কোন কিছু ঠিকঠাক মতো হাতের কাছে পাওয়া যায় না। আপনি নিজের জায়গা থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন এবং তারা এখন ভালো আছে শুনে ভালো লাগলো ভাইয়া। প্রত্যাশা করা নিতান্তই বোকামি। আসলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করলেও প্রতিটা মানুষ কিন্তু সেটার প্রতিদান দিতে জানে না। প্রতিটা মানুষ বিপদ কেটে গেলে ভুলে যায় । যেন তাকে কোনদিন কোন সাহায্য করা হয় নাই।মানুষ এমনই ভাইয়া । দিন যত যাবে মানুষের আসল চেহারা গুলি ততই সামনে ফুটে উঠবে। জীবনকে সুন্দরভাবে চালাতে হলে ভাইয়া নিজেদের প্রত্যাশা প্রাপ্তি খুবই কম রাখতে হবে তাহলে জীবন সুন্দরভাবে এগিয়ে যাবে
প্রত্যাশা যত কম, জীবন ততই সুন্দর।