RE: অন্যায়কারীর বিরুদ্ধে অবস্থান করুন
জি ভাই আমরা মানুষ ও মানুষ ও সামাজিক জীব এবং ভালো-মন্দ সব ধরনের মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়। নিজেকে মানিয়ে নিতে হয় ও জীবন চালিয়ে যেতে হয়। আমার একটা খুবই শখ যদি মানুষের আয়নায় মানুষের চরিত্র ও মুখোশে দেখা যেত তাহলে কতই না ভালো হতো। এমন ও অনেক মানুষ আছে সমাজে অনেক ভাল মনের মুখোশধারী পড়ে থাকে কিন্তু ভিতরে অনেক কুকর্ম তাদের ভিতরে থাকে। আপনার একটা কথা ভালো লাগলো যে আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক বন্ধু এবং সঠিক ব্যক্তি নির্বাচন করতে হবে। মানুষের জীবনে বন্ধু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা খারাপ মানুষ কিন্তু ভালো মানুষ হতে পারে বন্ধুর কারণে এবং একটা ভালো মানুষও খারাপ মানুষ হতে পারে একটা বন্ধুর কারণে। তাই আমাদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। জি ভাইয়া একজন অপরাধী বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো যেমন আপনি অনেক সুন্দর করে উদাহরণ দিয়েছেন। আপনার পোস্টগুলি নিয়মিত আমি দেখি। পড়তে ভীষণ ভালো লাগে ভাইয়া। সব সময় ভালো কিছু জানতে পারি আপনার পোস্টের মাধ্যমে। আমাদের প্রতিটা মানুষেরই উচিত যদি কাছের বন্ধু বা আত্মীয়-স্বজন অন্যায় কাজ করে অবশ্যই তাদের আমাদের উচিত হবে সৎপথে ফিরে আনা এবং সৎপথে আদেশ করা। জ্বী ভাইয়া আমাদের প্রতিটা মানুষের সাথে উচিত এবং ঘটনা সঠিকভাবে জেনে সেইখানে কিছু বলা এবং তাদের পক্ষ নেওয়া নাহলে নিজেকেই অপরাধি এবং অপমানিত হতে হয়।