You are viewing a single comment's thread from:

RE: মুক্ত হাওয়ায় কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ8 months ago

এমন অনেক মানুষ আছে ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট। মানুষকে বাহির থেকে বোঝা যায় না। তার আসল রূপ। আমাদেরও একটাই চাওয়া প্যাঁচমুক্ত হোক পৃথিবী। মানুষ মানুষের জন্য এমন ভাবে সর্বদা বজায় থাকুক কিন্তু ভাইয়া আপনার প্রথম ফটোগ্রাফি টা দেখে আমি তো পুরা মুগ্ধ হয়ে গিয়েছে। এরকম পিকচার একটা হাফিজুল্লাহ ভাইয়া পোস্ট করেছিল তারপরে দেখছিলাম সেটা ডাউনলোড করা একটা পিকচার কিন্তু আপনি যে এত সুন্দর একটি পিকচার আমাদের মাঝে তুলে ধরেছেন এই পিকচারের জন্য আপনি আসলেই ভাইয়া প্রশংসার দাবিদার। হালকা মিষ্টি রোদ যেহেতু পড়েছে তাই অনেক সুন্দর লাগছিল। গ্রাম অঞ্চলে তরতাজা ও সতেজ সবজি পাওয়া যায় এই দিকটা থেকে ভীষণ ভালো লাগে। গ্রামীণ পরিবেশে ভাইয়া একটা ভ্যানে চড়ে ঘোরাঘুরি করা সব থেকে সুন্দর একটি মুহূর্ত। প্রতিটা মানুষ দিন যায় চাহিদা বাড়তে থাকে। আমাদের উচিত চাহিদা কমানো যত চাহিদা কমানো যায় জীবন তত সুন্দর।

Sort:  
 8 months ago 

আমার কাছেও তেমনটাই মনে হয়, যার যত চাহিদা কম
সে ততটাই সুখী।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66544.05
ETH 3487.85
USDT 1.00
SBD 2.72