You are viewing a single comment's thread from:

RE: যা-তা অবস্থা

in আমার বাংলা ব্লগ11 months ago

জি ভাইয়া। সেদিন বেশ কষ্ট করেই হ্যাংআউট শুনছিলাম। কথা আসছে আবার কথা হারায় যাচ্ছে। দেশের যে কি পরিস্থিতি হবে আমরা কিছুই বুঝতে পারতেছি না। সামনে নির্বাচন। আমরা চাই আমরা যেন সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারি। যারাই ক্ষমতায় থাকুক না কেন যেন মানুষকে ভালো রাখে। সবথেকে খারাপ লাগলো পুলিশ কে যেভাবে মারা হচ্ছে। তাদেরও তো পরিবার আছে। তাদেরও তো জীবন।দেশের জন্য তাদের জীবন চলে যাচ্ছে অনায়াসে। সত্যি এটা দেখে অনেক খারাপ লাগছিল। একজন বাস চালক কি কান্নাকাটি না করছিল? সে তো কোন দোষ করে নাই। তার বাস পুড়িয়ে দিচ্ছে।আহারে জীবন,🥺সমস্যা চারিদিকে ভাইয়া। বিদ্যুৎ লাইন আমাদের এধারাও ছিল না। অনেক সমস্যা আর হরতাল তো আছেই। সাধারণ মানুষ পথ দিয়ে হেটে গেলেও তাদের উপরও আক্রমণ করা হচ্ছে। এটা খুবই খারাপ লাগার একটা বিষয়। মানুষ যদি কর্ম করতে না পারে তাহলে ভাইয়া অনেকটাই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আমরা এরকম পরিস্থিতি চাই না। আমরা একটু সুখ শান্তি চাই। জানি না সামনে কি আশা করছে আমাদের জন্য 🥺

Sort:  
 11 months ago 

শান্তি ফিরে আসুক এমনটাই তো সবার প্রত্যাশা ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56