You are viewing a single comment's thread from:

RE: কিছু কিছু মানুষের কথার কারণে কাজ করে খাওয়া মুশকিল।

in আমার বাংলা ব্লগlast year

এটাই হচ্ছে বাস্তবতা ভাইয়া। যেসব বাচ্চারা ভালোমতো পড়াশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের এক চোখে দেখা হয়। যারা নোংরা তাদের এক চোখে দেখা হয় আসলে আমাদের সমাজটা এমন। সমাজের কাজই মানুষকে নিয়ে সমালোচনা করা। আমি যদি ভালো কিছু অর্জন করি তখন সমাজ আমাকে আরো নিচে নামাতে থাকবে। যদি আমি কিছু না করি তাহলে আরও নিচে নামাতে থাকবে। সমাজ কখনো মানুষের ভালো সহ্য করতে পারে না ভাইয়া। তাই আমাদের উচিত হবে সমাজের দিকে কান্ না দিয়ে নিজের মতো করে বাঁচতে শিখতে হবে। জীবনটা নিজের। জি ভাইয়া এসব কথা শোনার কারণে আমিও একসময় ঘরবন্দী হয়ে গিয়েছিলাম কিন্তু ভাইয়া মানুষের কথা শুনে তো জীবনটা ধ্বংস করা যাবে না। হাজারো বাঁধা পেরিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কোন কাজই ছোট নয়। বেশ সুন্দর আলোচনা করেছেন ভাইয়া

Sort:  
 last year 

ঠিক বলেছেন ভাই জীবনটা যেহেতু নিজের তাই অন্যের কটুক্তিতে কান না দিয়ে নিজের মত কাজ করে যাওয়াই ভালো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 91087.60
ETH 3181.87
USDT 1.00
SBD 2.78