You are viewing a single comment's thread from:

RE: আপনার কাছে আগে আবেগ? নাকি বিবেক?

in আমার বাংলা ব্লগ9 months ago

যারা চাকরি করে তাদের জন্য শুক্রবারের দিনটা অনেকের সুন্দরতম দিন এবং এই দিন টা অনেক ব্যস্ততম দিন বলা যায়।কারন শুক্রবারে নামাজ আছে। এক সপ্তার ডিউটি করার পর তারা একটু সময় পায়।এই দুনিয়ায় যার আবেগ বেশি। আসলে তারা বেশি কষ্ট পায়। আবেগ দিয়ে জীবন চলে না। বিবেক দিয়ে জীবন চালাতে হয়। হ্যাঁ এটা আমি দেখছিলাম। উনি বলছিল যে আমার আবেগে কাজ করছে বিবেকে কাজ করে নাই এমন হয়তো বা। ঠিক মনে আসছে না। এই দুনিয়াটাই স্বার্থপর। স্বার্থের জন্য মানুষ সবকিছুই করতে পারে। আস্তে আস্তে মানুষের মধ্যে মনুষত্ববোধ হারিয়ে যাচ্ছে। বিবেক কাজ করছে না। যেকোনো কাজ করার জন্য আমাদের আবেগ কাজ করে তাই আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেক দিয়ে কাজ করতে হয়। অনেক সুন্দর একটি আলোচনা করেছেন

Sort:  
 9 months ago 

বর্তমান সময়ে মানুষের বিবেক টা কোথায় হারিয়ে যাচ্ছে দিন দিন। এত লোভী হয়ে গেছে, এত স্বার্থপর হয়ে গেছে বলার মতই না। অনেক ভালো লাগলো আপনার গঠনমূলক লেখা গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66822.94
ETH 3490.23
USDT 1.00
SBD 2.90