You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনে ব্যবহার করা প্রথম স্মার্ট ফোন

in আমার বাংলা ব্লগlast year

বর্তমান যুগে আপৎ ঠিকই স্মার্টফোন ছাড়া একটুও কল্পনা করা যায় না। যে মানুষটা স্মার্টফোন এবং নেটওয়ার্কের সাথে যুক্ত। তার ফোনে এক ঘন্টা নেট না থাকলে তার মাথায় কাজ করে না। আমার জীবনেও প্রথম ফোন অনেক শখের ছিল। আপনার জীবনের প্রথম ফোনটা আজকে দেখতে পেলাম।স্যামসাং একসময় অনেক ভালো একটি ব্র্যান্ডিং ফোন ছিল। যারা একটু ফোন সম্পর্কে কম বোঝে তারাও এন্ড্রয়েড ফোন ইউজ করে এখনকার সময়ে। আব্বু যখন ফোল্ডিং সেট কিনেছিল। আমি যে কি খুশি হয়েছিলাম সারাদিন ফোল্ডিং অন করতাম। সেই সময় ১০ টাকার এমবি কিনে গান নামাতাম।তখনকার সময়টা অনেক ভালো ছিল ।এখন এমবি ওয়াইফাই সবকিছু ফ্রি। কিছুই ভালো লাগেনা।এখন হোমওয়ার করার জন্য ফোনগুলি ভালো কাজে ব্যবহৃত হচ্ছে। এটা খুব ভালো একটি উদ্যোগ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68596.26
ETH 2701.49
USDT 1.00
SBD 2.72